টুকরো খবর
প্রতারণায় ধৃত ১
ব্যাঙ্ক ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছেন এই অভিযোগে এক ব্যক্তিকে অপহরণের নালিশ করা হয়েছে পুলিশের কাছে। বেলঘরিয়ার নিমতা অঞ্চলের বাসিন্দা সুধাংশু হালদার ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্তদের ঋণ দেওয়ার নাম করে টাকা আদায় করতেন। সেই কাজে নদিয়ার ফাজিলনগরে এলে স্থানীয় লোকজন তাঁকে সোমবার সন্ধ্যায় আটক করেন। আটক শুধাংশুবাবুর ছেলে পাপ্পু হালদার তাঁর বাবাকে অপহপণ করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে থানায় নালিশ করেন। পুলিশ নওদার বটুকনগর থেকে সুধাংশুবাবুকে উদ্ধার করে। তাকে জেরা করে নবদ্বীপের বাসিন্দা নিতাই বসাককে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ওই ব্যক্তি নানা লোকের কাছ থেকে টাকা তুলতেন। তাঁরাই তাঁকে আটকে রেখেছিলেন। পুলিশ তাঁকে উদ্ধার করেছে। পাশাপাশি এক জনকে গ্রেফতার করেছি আমরা।”

হোটেল নিয়ে ক্ষোভ
শহরের প্রাণকেন্দ্রে একটি হোটেলে অসামাজিক কাজকর্ম বন্ধের দাবিতে প্রায় শ’তিনেক বাসিন্দা পুরপ্রধানের দ্বারস্থ হন সোমবার। এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ এই দিন ক্ষোভের চেহারা নেয়। তাঁরা ওই হোটেলটিকে বন্ধের দাবিতে পুরপ্রধান ও উপ পুরপ্রধানের কাছে গনস্বাক্ষর দেন। স্থানীয় বাসিন্দা সৌমেন দত্ত বলেন, “প্রতিদিন গভীর রাত পর্যন্ত ওই হোটেলে সন্দেহজনক লোক যাতায়াত করে। হোটেলের ঘর থেকে ভেসে আসে গালিগালাজ, নানা অশ্রাব্য কথা। স্বভাবতই আমরা ভীতসন্ত্রস্ত। তাই প্রশাসনের দারস্থ হয়েছি।” পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বলেন, “ওই হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে পুলিশকে জানিয়েছি।” জেলার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “হোটেলটির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিখোঁজ কংগ্রেস কর্মী
শনিবার রাত থেকে বগুলার পূর্বপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনের কংগ্রেস প্রার্থী সুদীপ বিশ্বাসের খোঁজ মিলছে না। ১৬ ডিসেম্বর ওই নির্বাচন হওয়ার কথা। বগুলার রামদুলালপুর গ্রামের বাসিন্দা সুদীপবাবুর এই নিখোঁজের ঘটনায় রাজনৈতিক কারণকেই দায়ী করছে কংগ্রেস। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস বলেন, “নির্বাচনে ভরাডুবি অবধারিত বুঝে তৃণমূল আমাদের সক্রিয় কর্মী সুদীপকে অপহরণ করেছে।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের হাঁসখালি ব্লক সভাপতি মন্টু ঘোষ বলেন, “অভিযোগ হাস্যকর। চিটফান্ডের এজেন্ট ওই ব্যক্তি আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন।” পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ সুদীপবাবু ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বার হয়ে যান। তারপর তিনি আর ফেরেননি। সুদীপবাবুর শ্যালক নির্মলেন্দু ধর বলেন, “স্কুল ভোটে প্রার্থী হওয়ার জন্য জামাইবাবুকে হুমকি দেওয়া হচ্ছিল।” সোমবার নিখোঁজ ওই কংগ্রেসকর্মীর স্ত্রী সুনীতি দেবী অপহরণ করে খুনের অভিযোগ আনেন হাঁসখালি থানায়। জেলার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “আশা করছি শীঘ্রই ওই ব্যক্তির সন্ধান মিলবে।”

দেহ উদ্ধার
সব্জি বোঝাই এক ট্রাক চালকের দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম পরিমল সর্দার (২৯)। বাড়ি মগরাহাটের ধামুয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কলকাতাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল সেতুর রেলিংয়ে ধাক্কা মারলে ২ জন জখম ও ১ জন নিহত হন। তাঁরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। নিহত চালকের দেহ উদ্ধার হয় পরের দিন সকালে।

পদ্মায় দেহ
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রানিনগর থানার পুলিশ মঙ্গলবার সকালে পদ্মা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে। ডোমকলের এসডিপিও রাজর্ষি দত্ত বলেন, “উদ্ধার হওয়া মধ্যবয়স্ক ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.