ফরাক্কার ‘প্রফেসার সৈয়দ নুরুল হাসান’ কলেজে গত ৬ ও ৭ ডিসেম্বর, দু’ দিন ধরে অনুষ্ঠিত হল ‘ভারত ভাগ ফিরে দেখা’ বিষয়ক আলোচনা চক্র। বক্তাদের তালিকায় ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শামসুল আলম, ভারতের জাতীয় অভিলেখ্যাগারের পূর্বতন ডিরেক্টার সুকুমার সরকার, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজেন সইকিয়া, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী ও জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান প্রমুখ।
|
আগামী ১৮ ডিসেম্বর থেকে জঙ্গিপুর রবীন্দ্রভবনে শুরু হতে চলেছে রঘুনাথগঞ্জের নাট্যদল ‘নাট্যম বলাকা’ আয়োজিত ২৬ তম নাট্যমেলা। উদ্বোধনী সন্ধ্যায় নাটক ‘কাল বা পরশু’ মঞ্চস্থ করবে ‘নাট্যম বলাকা’। ‘মালদা মলঞ্চ’ মঞ্চস্থ করবে সৈয়দ মুস্তাফা সিরাজের ‘রানির ঘাটের বৃত্তান্ত’। ২০ ডিসেম্বর কলকাতার ‘বহুরূপী’ মঞ্চস্থ করবে ‘নানা ফুলের মালা’। নির্দেশনা ও অভিনয়ে দেবেশ রায়চৌধুরী। পরদিন ‘নটরঙ্গ’ মঞ্চস্থ করবে দেবশঙ্কর হালদার অভিনীত নাটক ‘যদি দং’। ২২ ডিসেম্বর বহরমপুরের ‘রঙ্গাশ্রম’ অভিনীত নাটক ‘দেওয়ান গাজির কিস্সা’।
|
৯ ডিসেম্বর ছিল বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের প্রয়াণ দিবস। ওই দিন ডোমকল হাজারদুয়ারি কালীকুমার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হল রোকেয়া শাখাওয়াত হোসেন স্মরণ অনুষ্ঠান। আয়োজক সংস্থা ‘উদার আকাশ’ পত্রিকা গোষ্ঠী। |