টুকরো খবর
সিঙ্গুরে সভা লিবারেশনের
সিঙ্গুরে অবাধে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়ার দাবিতে পথে নামছে সিপিআই (এমএল) লিবারেশন। বুধবার দুপুরে সেখানে মিছিল এবং সভা করে এ কথা বলবে তারা। দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ, পলিটব্যুরো সদস্য কার্তিক পাল ওই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে লিবারেশন সূত্রের খবর। বাম জমানায় চাষিদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গত ২ ডিসেম্বর ‘সিঙ্গুর দিবস’ উপলক্ষে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন লিবারেশনের হুগলি জেলা সম্পাদক প্রবীর হালদার-সহ সংগঠনের ৬ নেতা। তাঁদের মধ্যে দু’জন ছাত্রনেতা। অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই বাজেমিলিয়া থেকে সিঙ্গুর থানার পুলিশ তাঁদের আটক করে। পুলিশের জিপে চাপিয়ে তাঁদের থানায় এনে ৬ ঘণ্টা বসিয়ে রাখা হয়। শেষে, দলের জেলা নেতৃত্বের মধ্যস্থতায় জেলা ও রাজ্য পুলিশ কর্তাদের অনুমোদন সাপেক্ষে তাঁদের ছাড়া হয়। লিবারেশনের রাজ্য নেতা সজল অধিকারী বলেন, “রাজ্য জুড়েই বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠরোধ হচ্ছে। সিঙ্গুরও এর ব্যতিক্রম নয়। এটা বিপজ্জনক প্রবণতা। এর প্রতিবাদেই আমাদের কর্মসূচি।” এর পাশাপাশি, অনিচ্ছুক চাষিদের জমি অবিলম্বে ফেরানোর দাবিও জানাবে লিবারেশন। তাদের আরও বক্তব্য, ক্ষতিপূরণের চাল এবং টাকা নিয়মিত দিতে হবে। অনিচ্ছুক কৃষকদের পরিবারপিছু এককালীন ৮ লক্ষ টাকা এবং মাসিক ৭ হাজার টাকা ভাতা দেওয়ারও দাবি জানাবেন আন্দোলনকারীরা। দুপুর ১টায় কামারকুণ্ডু স্টেশন চত্ত্বর থেকে মিছিল হবে। বেড়াবেড়ি বাজারে সভা হবে। ওই কর্মসূচিকে ঘিরে সতর্ক থাকতে চাইছে প্রশাসন। সেই কারণে পুলিশি ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে প্রশাসন সূত্রের খবর।

মহিলাকে ‘কটূক্তি’, মারধর স্বামীকে
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা। তাঁকে উদ্দেশ্য করে কয়েক জন অশালীন মন্তব্য করে বলে অভিযোগ। প্রতিবাদ করেন ওই মহিলার স্বামী। পরে তাঁকে ওই যুবকেরা মারধর করে বলে অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাটের বাবুরামপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বধূ আরামবাগের একটি কম্পিউটার কেন্দ্রে প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টা নাগাদ বাস ধরতে নিজের গ্রাম-সংলগ্ন রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সে সময়ে আরসেন আলি-সহ জনা চারেক স্থানীয় যুবক তাঁকে কটূক্তি করেন বলে অভিযোগ। মহিলার স্বামীর দোকান কাছেই। তিনি ঘটনাটি জানালে স্বামী দোকান থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেন। ওই যুবক বলেন, “আমি রুখে দাঁড়ানোয় ওরা হাসাহাসি শুরু করে। তবে তখনকার মতো আর কিছু বলেনি। ভেবেছিলাম মিটে গিয়েছে। কিন্তু রাত ৮টা নাগাদ লাঠিসোঁটা নিয়ে আমার দোকানে চড়াও হয় ওরা।” জখম ওই যুবককে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। আরসেন-সহ ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। আরসেনে দাবি, কটূক্তি করা হয়নি। সামান্য কথার সূত্র ধরে ওই বধূ ও তাঁর স্বামী তাঁদের জুতো মারেন। অভিযুক্ত যুবকের বক্তব্য, পরে গ্রামের অন্য এক মহিলার সঙ্গে নাম জড়িয়ে কুৎসা রটানোয় পাল্টা প্রতিবাদ করেন তাঁরা।

মগরায় অস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র-সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে হুগলির মগরার শঙ্খনগর এলাকায় অসম লিঙ্ক রোড থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম দেবাশিস প্রামাণিক এবং সুশান্ত পোদ্দার ওরফে রাজু। মোটরবাইকে চেপে ওই পথ দিয়ে যাওয়ার সময় মগরা থানার টহলদারি পুলিশকর্মীদের হাতে তারা ধরা পড়ে। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি পাইপগান এবং তিনটি গুলি উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে বাইকটিও। দু’জনের বিরুদ্ধেই সমাজবিরোধীমূলক নানা কাজের অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। দেবাশিসের বিরুদ্ধে এর আগে খুনের অভিযোগও উঠেছে।

কারখানা পরিদর্শনে অধীর
রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী সোমবার রেলের সহযোগী সংস্থা হাওড়ার ‘ব্রিজ অ্যান্ড রুফ’ কারখানা ঘুরে দেখেন। ওই সংস্থার তরফে আরও বরাত চেয়ে মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তাদের কারখানায় রেলসেতু ও স্টেশন ভবনের জন্য বিভিন্ন ইস্পাতের সরঞ্জাম তৈরি হয়। ইদানীং ইস্পাতের বক্স ওয়াগনও তৈরি হচ্ছে। পরিদর্শনে অধীরবাবুর সঙ্গে ছিলেন পূর্ব রেলের অফিসারেরাও।

স্বাধিকার-স্বস্তি বেচারাম মান্নার
সিঙ্গুর-রায় নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আদালত অবমাননার রুল জারি হলেও বিধানসভায় আপাতত স্বস্তি পেলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তাঁর বিরুদ্ধে আনা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে। সিপিএম বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা ওই স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছিলেন। সিপিএম এবং বিচারপতিদের জড়িয়ে বেচারামের সিঙ্গুর সংক্রান্ত মন্তব্য ছিল বিধানসভার বাইরের ঘটনা। তাঁর অভিযোগের সমর্থনে সংবাদমাধ্যম থেকে সংগৃহীত তথ্য-প্রমাণ কিছু জমা দেননি রেজ্জাক। তাই স্পিকার ওই নোটিস গ্রহণ করেননি।

খুলছে ডেল্টা জুট
প্রায় তিন মাস বন্ধ থাকার পরে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুট মিল বুধবার খুলছে। জানালেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.