|
|
|
|
বেতনবৃদ্ধি, দরাজ মানিক |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
যে কোনও দিন নির্বাচন ঘোষণা হয়ে যাবে রাজ্যে। তাই আর সময় নষ্ট না করে রাজ্য সরকারি কর্মীদের জন্য ‘কল্পতরু’ হয়ে উঠলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
আজ সরকারি কর্মীদের নতুন বেতন কাঠামো ঘোষণা করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ বেতন কমিশনের সঙ্গে সঙ্গতি রেখেই নতুন বেতনক্রম চালু করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর ফলে চলতি আর্থিক বছরে শেষ চার মাসে সরকারের বাড়তি খরচ হবে ৮৮.৩৭ কোটি টাকা। এক বছরে ২৬৫.১০ কোটি টাকা।
ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা ফেব্রুয়ারি মাসে। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দিলে সরকার কোনও প্রকল্প ঘোষণা করতে পারবে না। তাই কর্মীদের দাবি মেনে, আর্থিক চাপের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা করে কল্পতরু হয়ে উঠতে চাইছে রাজ্যের বাম সরকার। শুধু সরকারি কর্মীরাই নন, এর ফলে অধীনস্থ সংস্থা, স্থানীয় প্রশাসন ও স্বশাসিত সংস্থার কর্মীরাও একই সুবিধা পাবেন। |
সিদ্ধান্ত ঘোষণার পথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মঙ্গলবার আগরতলায় উমাশঙ্কর রায়চৌধুরীর তোলা ছবি। |
কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরা সরকার জানিয়েছে, মহার্ঘভাতা (ডিএ)-র ৫০% অর্থ মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। নতুন বেতন কাঠামো চালু হবে ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে। কিন্তু কর্মচারীরা এই বর্ধিত অর্থ হাতে পাবেন ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে। সরকারের দাবি, আর্থিক দুরবস্থার জন্য আগে বেতনকাঠামো পরিবর্তন করা যায়নি। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ভাবে রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাওয়ায় সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করল। এই আর্থিক সুবিধা পেনশন ও ফ্যামিলি পেনশন প্রাপকরাও পাবেন। |
|
|
|
|
|