ফের দুর্যোগে কিংফিশার। আইএলএফসি নামের মার্কিন লিজ সংস্থা মঙ্গলবার কিংফিশারের চারটি বিমান ফিরিয়ে নিয়েছে। ওই বিমান সংস্থার অন্য একটি বিমান বাজেয়াপ্ত করেছে পরিষেবা কর বিভাগ। মুম্বই বিমানবন্দর সূত্রে খবর, ওই লিজ সংস্থাকে সময়মতো টাকা না দেওয়ায় ওই চারটি বিমান ফিরিয়ে নিয়েছে তারা। বিশেষ সূত্রের খবর, আইএলএফসি-র কাছ থেকে ছ’টি এয়ারবাস লিজে নিয়েছিল কিংফিশার। পরিষেবা কর বিভাগ একটি এটিআর বিমান বাজেয়াপ্ত করার কথা স্বীকার করলেও মার্কিন লিজ সংস্থা বা কিংফিশারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
|
সন্ত্রাসবাদে টাকা জোগানোর অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে মার্কিন কর্তৃপক্ষকে ১৯২ কোটি ডলার দিতে রাজি হল এইচ এস বি সি। বিষয়টি নিয়ে তদন্তের পর দেখা গিয়েছিল, মার্কিন কালো টাকা প্রতিরোধ আইন ও অন্যান্য নিষেধাজ্ঞা ঠিক মতো মানেনি হংকঙের বহুজাতিক ব্যাঙ্কটি। সেই ভুল স্বীকার করে বিষয়টি মিটিয়ে নিতেই এ দিন মার্কিন বিচার বিভাগের সঙ্গে ওই রেকর্ড অঙ্কের রফা-চুক্তি করেছে তারা। ভুলের জন্য ক্ষমাও চেয়েছে।
|
নভেম্বরে ফের কমলো রফতানি। এই নিয়ে টানা ৭ মাস। ৪.১৭% কমে তা হয়েছে ২২৩০ কোটি ডলার। আমদানি বেড়েছে ৬.৩৫%। বাণিজ্য ঘাটতি ১৯২৮ কোটি ডলার। রফতানি কমায় সেনসেক্স প্রথমে ২০২ বাড়লেও পরে পড়ে যায়।
|
শুরু হচ্ছে ‘বাংলাদেশ উৎসব’। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উদ্যোগে হাইকমিশন চত্বরে মিলবে বাংলাদেশের শাড়ি, পোশাক ও অন্যান্য হস্তশিল্প সামগ্রী। থাকবে কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি ও ইলিশের রকমারি পদও। পাঁচ দিনের উৎসবের সূচনা হচ্ছে শুক্রবার বিকেলে। চলবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। উৎসবমঞ্চে প্রতি সন্ধ্যায় বাংলাদেশের শিল্পীদের গানের আয়োজনও থাকছে।
|
তারাপীঠে ‘চক্র নয়নতারা’ নামে তিন তারা হোটেল তৈরি করল চক্র গোষ্ঠী। তাদের শাখা সংস্থা চক্র হোটেল অ্যান্ড লেজার এটি তৈরি করেছে। |