টুকরো খবর |
পাথর শিল্পাঞ্চলে কাটল অচলাবস্থা
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
প্রশাসনিক বৈঠকের পর অবশেষে অবরোধ উঠল শালবাদরা পাথর শিল্পাঞ্চলে। মঙ্গলবার রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও, মালিকপক্ষ ও আন্দোলনকারীদের নিয়ে বৈঠকে বসেন। দুর্ঘটনায় মৃত ধানু হাঁসদার পরিবারকে পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য আপাতত ১০ হাজার টাকা তুলে দেন মালিকপক্ষ। বিডিও বিশ্বনাথ চক্রবর্তী বলেন, “মালিকপক্ষ পরবর্তীতে ধানু হাঁসদার পরিবারকে ৪৫ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাস পাওয়ার পর আন্দোলনকারীরা আপাতত অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।” গত বৃহস্পতিবার সোঁয়াসা ও গোয়ালা গ্রামের মাঝে ধানু হাঁসদাকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এর পরেই ক্ষতিপূরণের দাবিতে পরের দিন সকালে ঠাকুরপুরা-আম্বা মোড় রাস্তায় অবরোধ হয়। সোমবারও অবরোধ হয়েছিল। স্টোন মাইন ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক সন্তোষ গুপ্ত বলেন, “এ দিন ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও কিছু টাকা দেওয়া হবে।” |
চাই অধ্যক্ষ
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
সাঁইথিয়া অভেদানন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম মণ্ডল গত ৩০ নভেম্বরের পর থেকে কলেজে আসছেন না। স্বাভাবিক ভাবে পঠন-পাঠন থেকে শুরু করে কলেজের বহু কাজ থমকে গিয়েছে। অবিলম্বে স্থায়ী অধ্যক্ষ ও পঠন-পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা-সহ কয়েক দফা দাবিতে মঙ্গলবার কলেজে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের ছেলেরা তাঁকে হেনস্থা করেছেন বলে গত ৩০ নভেম্বর উত্তমবাবু অভিযোগ করেছিলেন। উত্তমবাবু বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে ইস্তফা চেয়ে আমি গভর্নিংবডির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।” তবে তিনি কেন কী কারণে পদত্যাগ করছেন তা উল্লেখ নেই। তাঁর এই পদত্যাগপত্র গৃহীত হয়নি বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। |
স্কুলের তালা ভাঙা
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
আট বছর পরে মুরারই থানার রাজগ্রাম মহামায়া হাইস্কুলের পরিচালন কমিটির নির্বাচন। তার আগেই সোমবার সন্ধ্যায় স্কুলের লাইব্রেরি ও স্টাফ রুমের দরজার তালা ভাঙার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “সাড়ে পাঁচটা পর্যন্ত স্কুলে ছিলাম। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ নৈশপ্রহরী আমাকে জানান, লাইব্রেরি ও স্টাফরুমের তালা ভাঙা। একটি তালা নিয়ে পালিয়েছে কেউ। লাইব্রেরির আলমারিগুলিও খোলা ছিল।” পুলিশকে ঘটনার কথা মৌখিক ভাবে জানান প্রধান শিক্ষক। |
|