প্রতিবেশী দৌত্যে মন দিয়েছে মনমোহন সরকার। আগামী বছর বাংলাদেশ এবং মায়নমারে নির্বাচন। তার আগে দু’দেশেই দূত পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১৪ তারিখ তিন দিনের সফরে মায়ানমার যাচ্ছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ। আগামী মাসে ঢাকা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে। বিদেশমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এই প্রথম দেশের বাইরে যাচ্ছেন খুরশিদ। কূটনৈতিক সূত্রের বক্তব্য, প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, এর মাধ্যমে তারই বার্তা দিতে চাইছে সাউথ ব্লক। গত মাসে সে দেশের বিরোধী রাজনৈতিক নেত্রী আউং সান সু চি-র সঙ্গে বৈঠক করেছেন ভারতের রাজনৈতিক নেতৃত্ব। এ বারের সফরে সামরিক নেতা থান শোয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন খুরশিদ। মায়ানমারের হাতে তুলে দেওয়া হবে একটি ১৬ ফুটের বুদ্ধমূর্তি।
|
স্বাস্থ্যবিমার টাকা পাওয়ার জন্য ভুল নথিপত্র জমা দেওয়ায় ২০ বছরের জেল হল ভারতীয় বংশদ্ভুত মীরা সচদেবের (৫০)। এ ছাড়া ১৪ কোটি ডলার জরিমানা করা হয়েছে তাঁকে। নিজের ক্যানসার চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার নামে ভুয়ো নথিপত্র জমা দেওয়ায় এই শাস্তি দেওয়া হয়।
|
মালালার উপর তালিবানি হামলার ঘটনায় সোয়াট উপত্যকা ছাড়ার সিদ্ধান্ত নিল তাঁরই বান্ধবী সাঝিয়া রহমানের পরিবার। মালালার উপর হামলা হওয়ার সময়ে সাঝিয়াও আহত হন। |