যে অস্ট্রেলীয় রেডিও-র ভুয়ো ফোনের পরেই আত্মঘাতী হন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নার্স জেসিন্থা সালডানহা, সেই রেডিও সংস্থাটিও জেসিন্থার পরিবারকে ৫ লক্ষ অস্ট্রেলীয় ডলার সাহায্যের আশ্বাস দিয়েছে। এ দিকে, মৃত্যুর পূর্ণ তদন্ত দাবি করেছেন ব্রিটেনের ভারতীয় এমপি কিথ ভাজ। হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করে তিনি অনুরোধ করেন, জেসিন্থার স্বামী ও দুই সন্তানকে তাঁরা যেন সাহায্য করেন।
জেসিন্থার পরিবারকে ৫ লক্ষ অস্ট্রেলীয় ডলার (ভারতীয় টাকায় যার মূল্য প্রায় তিন কোটি টাকা) সাহায্য করার কথা জানিয়েছে অস্ট্রেলীয় রেডিও সংস্থা সাউদার্ন ক্রস অস্টেরিও। তারাই এফএম চ্যানেলটি চালায়। বিতর্কের পর থেকে সব ধরনের বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তারা। আবার তা শুরু করতে চায় সংস্থাটি। এবং এখন থেকে এ বছরের শেষ পর্যন্ত বিজ্ঞাপনের যাবতীয় মুনাফা তারা জেসিন্থার পরিবারকে দেওয়ার আশ্বাস দিয়েছে। সংস্থাটির প্রধান রিস হলেরান বলেন, “ঘটনাটি যে এতটা মর্মান্তিক আকার নেবে, তা আমরা বুঝতে পারিনি। পরিবারটির প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আশা করি আমাদের এই সাহায্য তাদের এই কঠিন সময়ে কাজে আসবে।” আত্মহত্যা করার আগে পরিবারের কাউকেই অবশ্য এফএম চ্যানেল থেকে আসা ভুয়ো ফোনের ব্যাপারে কিছু জানাননি জেসিন্থা।
জেসিন্থার পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার ব্রিস্টলে তাদের বাড়ি যান ভাজ। হাসপাতালের পক্ষ থেকে কেউ মৃতার পরিবারের সঙ্গে দেখা না করতে যাওয়ায় বিস্মিত লেস্টারের ওই এমপি। ভাজের মতে, জেসিন্থার স্বামী বেন বারবোজা ও তাঁদের ১৬ বছরের ছেলে ও ১৪ বছরের মেয়ের মনস্তত্ত্ববিদের সাহায্য দরকার। তিনি বলেন, “যা ঘটেছে তাতে বিধ্বস্ত জেসিন্থার পরিবার। ঘটনাটি কেন ঘটেছে, তা-ও তাঁরা বুঝতে পারছেন না।” কাল ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে জেসিন্থার পরিবারকে বার্তা পাঠান। বুধবার ময়না-তদন্ত হবে। জেসিন্থা-মৃত্যুর তদন্ত করবে স্কটল্যান্ড ইয়ার্ড। অস্ট্রেলিয়ার পুলিশের সাহায্যও চেয়েছে তারা। |