বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের বালসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন চিকিৎসক নিয়োগ করল জেলা স্বাস্থ্য দফতর। একই সঙ্গে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আরও এক চিকিৎসককে দেওয়া হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ দিন্দা বলেন, “চিকিৎসকের অভাব থাকায় বালসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিছু দিন ডাক্তার ছিল না। ওই স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে এবং আরও একজন চিকিৎসককে পাঠানো হয়েছে। তাঁদের কাজে যোগ দিতে বলা হয়েছে।” গত ২৪ নভেম্বর থেকেই বালসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কোনও চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে ওই স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছিলেন ফার্মাসিস্ট জগবন্ধু বাগ। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা অবিলম্বে চিকিৎসক নিয়োগের দাবিতে সরব হন। বালসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই অবস্থার কথা গত শুক্রবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দফতর। তড়িঘড়ি করে জেলা স্বাস্থ্য দফতর দু’জন চিকিৎসককে পাত্রসায়র ব্লকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকান্ত মণ্ডল ও প্রিয়দর্শী যশ নামে দু’জন চিকিৎসককে পাত্রসায়র ব্লকে পাঠানো হয়েছে। বালসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক পদে যোগ দিচ্ছেন প্রিয়দর্শী যশ। আজ সোমবার তিনি দায়িত্ব নেবেন। দেরিতে হলেও নতুন চিকিৎসক আসার খবরে খুশি এলাকার মানুষ।
|
খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে চাপড়ার পুকুরিয়া গ্রামের ১৩ জন শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চাপড়ার বিডিও রিনা ঘোষ বলেন, “একটি চায়ের দোকানে চা খাওয়ার পরই সকলের বমি ও পেট ব্যথা শুরু হয়ে যায়। তারপরই তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়।” চায়ের জল থেকেই বিষক্রিয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
|
সেন্ট জন অ্যাম্বুল্যান্সের খড়্গপুর শাখার উদ্যোগে দু’দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা শিবির শেষ হল রবিবার। রেলশহরের সাউথ সাইড এলাকায় সংস্থার সভাগৃহে শনিবার শিবির শুরু হয়। অসীমকুমার নাথের পরিচালনায় শিবিরে প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তাপসকুমার বল। দু’দিন ব্যাপী এই শিবিরে উপস্থিত ছিলেন শতদল বন্দ্যোপাধ্যায়, গৌতম বাঁকুড়া, মোহন কুণ্ডু প্রমুখ ব্যক্তিত্ব। |
ডেবরার ‘গ্রিন টাচ স্পোর্টিং ক্লাবে’র উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল সম্প্রতি। ৩০ জন রক্ত দিয়েছেন ওই শিবিরে। অনুষ্ঠানে হাজির ছিলেন ডেবরা থানার ওসি কৃষ্ণেন্দু হোতা, স্থানীয় তৃণমূল নেত্রী জয়ন্তী ভট্টাচার্য। উদ্যোক্তারা জানান, রক্তের সঙ্কট মেটাতেই এই শিবিরের আয়োজন।
|
রবিবার স্বাস্থ্য শিবির হয়ে গেল কাঁথির সুভাষ ময়দানে। প্রায় ৫০০জনকে চিকিৎসা পরিষেবা ও ২৫ জন দুঃস্থকে বিনামূল্যে ১ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা পরিষেবার অর্ন্তভূক্ত করা হয়। ড্রাগস নিয়ে আলোচনা, যোগব্যায়াম প্রদর্শন হয়। |