টুকরো খবর
সোনার দোকানে লুঠ করিমপুরে
রদুপুরে সোনার দোকান থেকে কয়েক লক্ষ টাকার সোনা ও রুপোর গহনা ডাকাতি করে চম্পট দিল একদল দুষ্কৃতী। রবিবার ঘটনাটি ঘটেছে করিমপুর বাজারের ১ নম্বর ওয়ার্ডে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দোতলার উপরে ওই সোনার দোকানে একাই ছিলেন মনোরঞ্জন কর্মকার। দোকানের কর্মচারী বাড়িতে খেতে গিয়েছিলেন, সেই সময় জনা তিনেক দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢুকে ডাকাতি করে। তাদের সকলেরই হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এদিন সন্ধ্যায় পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মনোরঞ্জনবাবু। নদিয়ার পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ’’ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির করিমপুর শাখার সদস্য অমরেশ কর্মকার বলেন, ‘‘এই ঘটনার পরে আমরা আতঙ্কিত।” করিমপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিধান দত্ত বলেন, “২০০৯ সালে করিমপুরে ব্যাঙ্ক ডাকাতি হয়েছিল। সেই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েছিল গোটা করিমপুর। তবে রবিবার দুপুরে যে ভাবে করিমপুর বাজারের সোনার দোকানে ডাকাতি হল, তার পর স্থানীয় ব্যবসায়ীরা সত্যিই উদ্বিগ্ন।”

ভেঙে দেওয়া হল ব্যবসায়ী সমিতি
সংগঠন চালানোর ক্ষেত্রে অসৎ পথ অবলম্বন, অভব্য আচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেলডাঙা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতিকে ভেঙে দিল মুর্শিদাবাদ জেলা ‘ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স’। চলতি মাসের ৭ তারিখে কার্যকর সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি অজয় সিংহ বলেন, “অসৎ উপায় অবলম্বন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেলডাঙা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতিকে ভেঙে দেওয়া হয়েছে। আগামী দিনে নতুন করে নির্বাচনের মাধ্যমে ওই সমিতি তৈরি করা হবে।” জেলা সূত্রে জানানো হয়েছে, বেলডাঙা ব্যবসায়ী সমিতির তিন সদস্যকে জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। মাস ছয়েক আগে সমিতির কিছু সদস্য নতুন একটি সমিতি গড়ে নিজেদের প্রকৃত বেলডাঙা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতি বলে দাবি করছিলেন। এরপরই জেলা চেম্বার অফ কমার্স এই সিদ্ধান্ত নেয়।

পানীয় জলের সমস্যা কাশীপুরে
রেজিনগরের কাশীপুর পঞ্চায়েত এলাকার ১৪টি সংসদে পানীয় জলের আকাল দেখা দিয়েছে। এমনকী কাশীপুর পঞ্চায়েত ভবনের নলকূপটিও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের আনিসুর রহমান বলেন, “গোটা পঞ্চায়েত এলাকাতেই পানীয় জলের সমস্যা রয়েছে।” পঞ্চায়েত প্রধান সিপিএমের টুম্পা মণ্ডল বলেন, “পানীয় জলের সমস্যা রয়েছে। তবে কবে তা মেটানো যাবে বলা মুশকিল।”

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় রবিবার সকাল নাগাদ ফরাক্কা স্টেশনের কাছে সরিফা খাতুন (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি মালদহের দক্ষিণ আলিনগর গ্রামে। রেললাইন বরাবর হাঁটছিলেন ওই তরুণী। সেই সময় ডাউন কর্মভূমি এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.