টুকরো খবর
গাছ উদ্ধার
উদ্ধার হওয়া কাঠ।—নিজস্ব চিত্র।
পাচারের উদ্দেশ্যে শালগাছ কাটা হয়েছিল। এই অভিযোগে ওই কাটা গাছ আটক করে বন দফতরের হাতে তুলে দিলেন বাসিন্দারা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার বেলশুলিয়া গ্রামে। রবিবার বাসিন্দারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রামবাসী বিকাশ ঘোষ, হিরালাল মণ্ডল বলেন, “গত তিন মাস ধরে এলাকার জঙ্গলে গাছ কাটার খবর পাচ্ছিলাম। রাস্তার পাশে দু’টি শালগাছ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে বন সুরক্ষা কমিটির সদস্যরা আমাদের খবর দেন। পরে সেগুলি স্থানীয় বিট অফিসে তুলে দিয়েছি।” বিষ্ণুপুরের রেঞ্জ অফিসার প্রকাশ ওঝা বলেন, “রাতে গাছ চুরির ঘটনা ওই এলাকায় ঘটছে বলে আমরাও জানতে পেরেছি। গ্রাম সুরক্ষা কমিটির সদস্য ও গ্রামবাসীরা দু’টি কাটা শালগাছ উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছেন। কারা এই কাজের সঙ্গে জড়িত, তা জানতে তদন্ত চলছে। সেইসঙ্গে ওই এলাকার জঙ্গলে বনকর্মীদের নজরদারি আরও বাড়াতে বলা হয়েছে।”

বাঘিনির দেহ কাজিরাঙায়
দুই দিনের মধ্যে ফের রয়্যাল বেঙ্গলের মৃতদেহ মিলল কাজিরাঙায়। বনকর্মীরা জানান, গত কাল রাতে উদ্যানের মধ্যভাগে বরুন্তিকা বন শিবিরের কাছ থেকে দু’ বছর বয়সী বাঘিনির দেহটি মেলে। উদ্যান অধিকর্তা এন কে ভাসু জানান, প্রাথমিক ভাবে বাঘ দু’টির শরীরের ক্ষত দেখে মনে হচ্ছে, অগরাতলিতে উদ্ধার হওয়া পুুরুষ বাঘ ও গতকাল রাতে উদ্ধার হওয়া বাঘিনিটি নিজেদের মধ্যে মারামারি করে মারা গিয়েছে। এই বছর এখন অবধি উদ্যানে ৫টি রয়্যাল বেঙ্গলের মৃত্যু হল।

শনিবার বিকেলে হুড়ার পড়াশিবনা গ্রামে একটি ধানখেতের পাশ থেকে এই
সদ্যোজাত পেঁচাগুলি উদ্ধার হয়। রবিবার বনদফতরের হাতে পেঁচাগুলিকে তুলে
দেন বাসিন্দারা। কেশরগড়ের বিট অফিসার মনোজ মণ্ডল বলেন,
“গ্রামবাসীরা সচেতনতার পরিচয় দিয়েছেন।” নিজস্ব চিত্র।

মোরগের ছুরির ঘায়ে যুবক মৃত
মোরগের আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শিবসাগরে। পুলিশ সূত্রে খবর, শিবাসাগরের টাওকাক এলাকায় মোরগের লড়াইয়ের আসর বসেছিল। নিয়মমতো মোরগের পায়ে ধারালো ছুরি বেঁধে দেওয়া হয়েছিল। লড়াই চলাকালীনই একটি জখম মোরগ ক্ষিপ্ত হয়ে তুলসী মাহালি নামে এক যুবকের দেহ ক্ষতবিক্ষত করে দেয়। মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে তাঁর ধমনী কেটে গিয়ে অঝোরে রক্ত ঝরতে থাকে। হাসপাতালে নিয়ে গেলে তুলসীকে মৃত বলে ঘোষণা করা হয়।

সর্পদষ্ট হয়ে মৃত্যু
সাপের ছোবলে মৃত্যু হল এক কিশোরের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার নানকারচক গ্রামে। মৃত সন্দীপ হাজরা (১৩) স্থানীয় হাঁসচড়া হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১১টা নাগাদ সন্দীপ মাছ ধরতে বাড়ির কাছে জলাজমিতে গিয়েছিল। মাছ ধরার জন্য সে জলাজমি সংলগ্ন আলের গর্তে হাত ঢোকালে সাপ ছোবল মারে। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে সন্দীপ। চণ্ডীপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ধৃত ২
গরু পাচারের অভিযোগে ২ যুবককে মারধর করল গ্রামবাসীদের একাংশ। রবিবার ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ায়। পরে পুলিশ গিয়ে ওই ২ জনকে সেখান থেকে উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করা হয়।

ওগো বিদেশিনি
রাশিয়া থেকে বিশ্বভারতীতে বাংলা পড়তে এসেছেন আনা সাবানোয়া।
পড়াশোনার পাশাপাশি প্রায়ই ব্যস্ত থাকেন আবর্জনা
পরিষ্কারে। শান্তিনিকেতনে।ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.