|
|
|
|
সরকারি উপেক্ষা সত্ত্বেও ব্রোঞ্জ মণিপুরি প্রদীপের |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের একটা পালক মুকুটে গুঁজলেন খুনদ্রেকপাম প্রদীপকুমার সিংহ। আর নিয়মমতোই ভারতীয় ক্রীড়া-গৌরবের মহাকাব্যে থেকে গেলেন আবার উপেক্ষিত। সংবাদ শিরোনামের আড়ালেই বিশ্ব দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় ৬৫ কিলোগ্রাম বিভাগে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক পেলেন মণিপুরের এড্স আক্রান্ত বডিবিল্ডার প্রদীপকুমার। কেবল প্রদীপই নন, মণিপুরের বডিবিল্ডার এ ববি সিংহ ৭৫ কিলোগ্রাম বিভাগে প্রথম হয়ে গত কাল সোনা পেয়েছেন। মহিলাদের ৫০ কিলোর নীচের বিভাগে ব্রোঞ্জ এনেছেন এই রাজ্যেরই ইয়ুমনাম মমতা দেবী। ৫০ কিলোর উপরের বিভাগে কে রেবিতা দেবীকে অবশ্য পঞ্চম স্থানেই থামতে হয়।
মণিপুরের সাগোলবাঁধ খামনাম লেইরাকের প্রদীপ হেরোইন নিতে গিয়ে সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি জীবাণুর শিকার হন। ৪৩ বছর বয়সী প্রদীপকুমার ১১ বছর ধরে এইচআইভির মারণজীবাণু বহন করছেন শরীরে। তবু পেশিবহুল শরীরের জোরে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বহু পুরস্কার আদায় করেছেন। কিন্তু না পেয়েছেন সরকারি সম্মান, না জুটেছে চাকরি। এমন কী, ‘রাজ্য এড্স নিয়ন্ত্রণ পর্ষদ’-এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর প্রদীপকে জুন মাসের পর থেকে মাসিক ৮ হাজার টাকার ভাতা দেওয়াও বন্ধ করে দিয়েছে সরকার।
মাসে ৪০ হাজার টাকার দেশি-বিদেশি ওষুধ ও খোরাকি কিনতে হয় প্রদীপকে। তাঁর অবস্থা দেখে রাজ্যের এইচআইভি বহনকারী বিধবারা একজোট হয়ে অর্থ সংগ্রহে নামেন। ‘জয়েন্ট ব্রাদার্স’ নামে একটি সংস্থা দেড় লক্ষ টাকা তাঁর হাতে তুলে দেয়। তার জোরেই, নভেম্বর মাসের গোড়ায়, ‘মিস্টার দক্ষিণ-পূর্ব এশিয়া’ প্রতিযোগিতা জিতে আসেন প্রদীপ কুমার।
তাইল্যান্ডে বিশ্বশ্রী প্রতিযোগিতায় নামার জন্য অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মেরি কম প্রদীপকুমারকে সাহায্য করেন। মণিপুর মন্ত্রিসভার একমাত্র মহিলা সদস্য সমাজকল্যাণমন্ত্রী আকোইজাম মীরাবাই দেবী প্রদীপকে ৫০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি, প্রতিমাসে, নিজের বেতন থেকে ৫ হাজার টাকা তাঁকে দেওয়ার অঙ্গীকার করেন। শেষ অবধি, তাইল্যান্ড রওনা দেন প্রদীপকুমার।
৬৫ কিলো বিভাগে প্রদীপকুমারের প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও ৪ জন। দুইজন তাইল্যান্ডের। ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ার একজন করে। তাইল্যান্ডের দুই প্রতিযোগীই সোনা ও রুপো পান। ব্রোঞ্জ জেতার পরে প্রদীপ বলেন, “মণিপুরবাসীর ভালবাসা ও আশীর্বাদেই এই বয়সে, এমন রোগের সঙ্গে লড়েও এতদূর পৌঁছলাম।” আজ শেষ হচ্ছে বিশ্বশ্রী প্রতিযোগিতা। অল মণিপুর জিমনাসিয়াম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান জানায়, ববি, প্রদীপরা সোমবার রাজ্যে পৌঁছবেন। |
|
|
|
|
|