পাল্টা জবাব দিলেন মোদীও
বিভাজন চলছে গুজরাতে, আক্রমণ প্রধানমন্ত্রীর
গুজরাতের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কংগ্রেস এবং বিজেপির বাগ্যুযুদ্ধ। গত শুক্রবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘তরজা’ দেখা গিয়েছিল। আর আজ মোদী বনাম প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রচার যুদ্ধের সাক্ষী থাকল গুজরাত।
এ দিন ভানসাদায় ভোট প্রচারে গিয়ে মোদীর নাম না করে মনমোহন সিংহ অভিযোগ করেন, বিজেপি শাসিত এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “সময় এসেছে গুজরাতকে এই ধরনের রাজনীতি থেকে মুক্ত করার। যাঁরা ভোটের জন্য সমাজ এবং দেশকে ভাগ করার চেষ্টা করছেন, তাঁরা যেন কিছুতেই আর ক্ষমতায় না ফিরতে পারেন।”
প্রধানমন্ত্রীর দাবি, কংগ্রেস কখনও এই ধরনের রাজনীতি করে না। এর পাল্টা হিসেবে ভালসাদের জনসভা থেকে মোদী মনমোহনকে আক্রমণ করে বলেন, “ভোটের জন্য প্রধানমন্ত্রী সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর তাস খেলছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে দেশের প্রধানমন্ত্রী ভোটব্যাঙ্ক রাজনীতির উর্ধ্বে উঠতে পারলেন না।”
গুজরাতে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, প্রধানমন্ত্রীর এই অভিযোগের উত্তরে মোদী বলেন, “গুজরাতে সংখ্যালঘু-সংখ্যাগুরুদের মধ্যে কোনও বিভেদ নেই। রাজ্য সরকার ৬ কোটি গুজরাতবাসীর উন্নতির জন্যই কাজ করছে।” প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে গুজরাতের মুখ্যমন্ত্রী অসমের সাম্প্রতিক হিংসার কথাও তুলে ধরেন। মোদী বলেন, “আপনি (প্রধানমন্ত্রী) অসম থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। গোটা দেশ জানে ছ’মাস আগে সেখানে কী ধরনের হিংসা হয়েছে।” পাশাপাশি তাঁর দাবি, গত ১০ বছরে গুজরাতে কোনও সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি।
গুজরাত যে শান্তিপূর্ণ রাজ্য, তা প্রমাণ করতে শাহিন ধাদার উদাহরণও টেনে আনেন মোদী। সেই শাহিন ধাদা যিনি প্রয়াত বাল ঠাকরের বিরুদ্ধে ফেসবুকে মন্তব্য করে মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। শাহিন এখন মহারাষ্ট্র ছেড়ে গুজরাতে এসে রয়েছেন। সেই কথা তুলে প্রধানমন্ত্রীর প্রতি মোদীর কটাক্ষ, “আপনি গুজরাতকে অপমান করছেন, কিন্তু শাহিনের মতো মেয়েরা আপনাকে ভুল প্রমাণ করে ছেড়েছেন।”
প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, সংখ্যালঘুদের পাশাপাশি গুজরাতের সরকারি অফিসাররাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। মনমোহনের মতে ,‘‘মোহনদাস কর্মচন্দ গাঁধীর রাজ্যে এই ধরনের পরিস্থিতি খুবই দুর্ভাগ্যজনক।” উত্তরে মোদী বলেছেন, “ভোটের জন্য রাজ্যের শান্তি এবং সৌভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন মনমোহন সিংহ।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.