সুদ কমতে পারে জানুয়ারিতে
খুচরোয় বিদেশি লগ্নিতে বাধা
কাটায় পালে হাওয়া সূচকের

শুধু বালি দিয়ে নয়, এ বার লোহা সিমেন্ট সহকারে নতুন করে বাজারের ভিত গড়ার দায়িত্ব হাতে নিয়েছে খুচরোয় এফডিআই।
লোকসভা এবং রাজ্যসভা দু’জায়গাতেই ইউ পি এ সরকার বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির দরজা খোলার প্রশ্নে কৌশলে উত্তীর্ণ হওয়ায় প্রশস্ত হয়েছে আরও সংস্কারের পথ। পরিস্থিতি অনুকূলে থাকায় আর দেরি না-করে ব্যাঙ্ক, বিমা এবং পেনশন বিল নিয়ে দ্রুত এগোতে চায় কেন্দ্রীয় সরকার। বাজারের বেশ পছন্দ সরকারের এই সিদ্ধান্ত। এ ছাড়া সুদ কমার সম্ভাবনাও একদম উড়িয়ে দিচ্ছেন না বাজার বিশেষজ্ঞরা।
আগামী ১৮ ডিসেম্বর তাদের ঋণনীতি পর্যালোচনা করবে রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের কর্ণধার ডি সুব্বারাওয়ের ধারণা, আর্থিক বছরের শেষ তিন মাসে মূল্যবৃদ্ধি নিম্নমুখী হবে। অর্থাৎ ডিসেম্বরে না-হলেও জানুয়ারিতে সুদ কমার সম্ভাবনা থাকছেই। সংসদে এফডিআই প্রস্তাব উত্তীর্ণ হওয়া ছাড়া ভবিষ্যতে সুদ কমার সম্ভাবনাও সূচকের পালে হাওয়া জোগাচ্ছে।
শেয়ার বিশেষজ্ঞদের ধারণা, বিশ্ব বাজার বাদ না-সাধলে আগামী দিনে বাজার আরও উঠতে পারে। অনেকেই সেনসেক্সকে আগামী এক মাসে ২১ হাজারের আশেপাশে দেখতে চাইছেন। বাজার চাঙ্গা থাকলে আবার জমে উঠবে নতুন ইস্যুর বাজার। অনেক দিন পর স্বস্তি ফিরে পাবেন মিউচুয়াল ফান্ডের লগ্নিকারীরাও। হয়তো বাজারে আসতে দেখব নতুন মিউচুয়াল প্রকল্পও। ডিসেম্বরের শেষ দু’সপ্তাহে অবশ্য বড়দিনের উৎসবের কারণে বাজারে খুব একটা সক্রিয় থাকে না বিদেশি লগ্নিকারীরা। এই কারণে বছরের শেষ দিকে বাজারের লেনদেন সাধারণত একটু কমে আসে।
তেজী বাজারে এখন চালু রয়েছে মূল্যায়ন সংস্থা কেয়ার লিমিটেডের পাবলিক ইস্যু। এই ইস্যুর মূল্যবন্ধনী ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা। আবেদন করতে হবে কমপক্ষে ২০টি শেয়ারের জন্য। ইস্যুটি খোলা আছে ১১ ডিসেম্বর পর্যন্ত। ওই দিনই আবার বাজারে ছাড়া হবে ভারতী ইনফ্রাটেলের প্রথম আই পি ও। প্রতিটি ১০ টাকার শেয়ারের মূল্যবন্ধনী ২১০ টাকা থেকে ২৪০ টাকা। কমপক্ষে ৫০টি শেয়ারের জন্য আবেদন করতে হবে এই ইস্যুতে। এ দিকে ১০ তারিখে বন্ধ হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন (আর ই সি)-এর করমুক্ত বন্ড ইস্যু।
অন্য দিকে, বিভিন্ন পরিচিত মানুষের কাছ থেকে শুধু শুভেচ্ছার কার্ডই নয়, এ বার নতুন বছর শুরু হওয়ার আগেই আপনাকে আপনার ব্যাঙ্ক থেকে পেতে হবে নতুন চেকবইও। নতুন বছরের প্রথম দিন থেকে চালু হচ্ছে ‘চেক ট্রাঙ্কেশন সিস্টেম’ বা সংক্ষেপে সিটিএস-২০১০। এই ব্যবস্থা অনুযায়ী বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের ইস্যু করবে বিশেষ চেকবই।
নয়া ব্যবস্থায় একই রকম দেখতে হবে সব ব্যাঙ্কের চেক। চেকের কাগজ হবে একই মানের। থাকতে হবে জলছাপ। অদৃশ্য কালিতে ছাপা থাকবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের লোগো। সিটিএস ২০১০ ব্যবস্থা চালু হয়ে গেলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ক্লিয়ারিংয়ের জন্য আর চেক পাঠাতে হবে না ক্লিয়ারিং হাউসে। এর বদলে পাঠানো হবে ইলেকট্রনিক প্রতিচ্ছবি। যার ফলে ক্লিয়ারিং হবে অতি দ্রুত। কমবে জালিয়াতির সম্ভাবনাও। বেশ কিছু দিন হল কয়েকটি ব্যাঙ্ক নতুন চেকবই ইস্যু করার কাজ শুরু করে দিয়েছে। অনেক ব্যাঙ্ক পুরনো চেকবই ফেরত চাইছে নতুন চেকবই ইস্যু করার আগে। আবার কোনও কোনও ব্যাঙ্ক পুরনো চেকবই ফেরত না-নিয়ে নতুন চেকবই সরাসরি পাঠিয়ে দিচ্ছে গ্রাহকের ঠিকানায়।
স্টেট ব্যাঙ্ক সিটিএস ২০১০ চেকবই ১৫ ডিসেম্বর গ্রাহকদের ঠিকানায় পাঠিয়ে দেবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে। কারও ঠিকানা পরিবর্তন হয়ে থাকলে তা আগে থেকেই জানিয়ে দিতে হবে। অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকেরা আর দেরি না-করে দ্রুত যোগাযোগ করুন নিজের নিজের ব্যাঙ্কের সঙ্গে। যাঁরা ঋণ পরিশোধ বাবদ আগাম চেক দিয়েছেন, তাঁদের নতুন করে চেক দিতে হতে পারে ঋণদাতা ব্যাঙ্ক/সংস্থার নামে।
অবশেষে গত সপ্তাহে সেবি প্রকাশ করেছে রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিমের রূপরেখা। ২০১২-’১৩ অর্থবর্ষের বাজেট প্রস্তাব অনুযায়ী ১০ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের বার্ষিক আয়, তাঁরা বছরে ৫০,০০০ টাকা পর্যন্ত এই প্রকল্পে লগ্নি করলে তার ৫০ শতাংশের উপর করছাড় পাবেন ৮০-সি সি জি ধারা অনুযায়ী। কোন কোন শেয়ার, মিউচুয়াল প্রকল্প এবং ইটিএফ-এ লগ্নি করলে এই ছাড় পাওয়া যাবে, তা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছে স্টক এক্সচেঞ্জগুলিকে।
যে-সব রাষ্ট্রায়ত্ত সংস্থা মহারত্ন, নবরত্ন এবং মিনিরত্নের মর্যাদা পেয়েছে, তারা রাজীব গাঁধী প্রকল্পের জন্য যোগ্য বিবেচিত হবে বলে জানানো হয়েছে। এক বা একাধিক কিস্তিতে লগ্নি করা যাবে এই প্রকল্পে। একটি লক-ইন মেয়াদ থাকবে এই লগ্নির। সরকারি গেজেটে বিজ্ঞপ্তি জারি করার পর চালু হবে রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিম। ইক্যুইটির জগতে নতুন লগ্নিকারীদের আহ্বান করাই এই প্রকল্পের উদ্দেশ্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.