বিতর্কিত আইন তুলে নিলেন মিশরের প্রেসিডেন্ট মহম্মদ মুরসি। গত ২২ নভেম্বর এক ঘোষণায় প্রচুর ক্ষমতা নিজের হাতে নেন মুরসি। বিরোধীদের অভিযোগ ছিল, ক্ষমতা কুক্ষিগত করে সম্রাটের মতো আচরণ করছেন প্রেসিডেন্ট। ওই ঘোষণার পর থেকেই মুরসি-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তাহরির স্কোয়ার। অন্যান্য নেতার সঙ্গে আলোচনার পর রবিবার বিতর্কিত ওই ঘোষণা প্রত্যাহার করে নেন মুরসি। তবে নতুন সংবিধানের উপর গণভোট পিছোনোর যে দাবি করেছিল বিরোধীরা, তা মেনে নেননি তিনি।
|
মালালা ইউসুফজাইয়ের সঙ্গে ব্রিটেনের এক হাসপাতালে দেখা করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সঙ্গে তাঁর কন্যা আসিফা ভুট্টোও ছিলেন। অন্য কোনও কূটনৈতিক কারণে নয়, তাঁরা শুধু মালালার সঙ্গে দেখা করতেই ব্রিটেন এসেছেন। মালালার সঙ্গে দেখা করে তার দ্রুত আরোগ্য কামনা করেন ও মালালার সাহসিকতার প্রশংসা করেন তাঁরা। মালালার পরিবারের লোকেদের সঙ্গেও তাঁরা কথা বলেন। চিকিৎসকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন এবং মালালার যত্ন নেওয়ার জন্য তাঁদের ধন্যবাদ জানান। |