খেলার টুকরো খবর

আরও দৃঢ় হতে হবে ফুটবলারদের, বললেন নাসিরি
কলকাতা বা ভিন্ রাজ্যের নামী ফুটবল ক্লাবকে বর্ধমানে এনে খেলাতে চান প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরি। তিনি চান, এই ম্যাচগুলিতে তাদের বিপক্ষে

জামশেদ নাসিরি।
—নিজস্ব চিত্র
খেলুক বর্ধমানের উঠতি ফুটবলারেরা। সম্প্রতি বর্ধমানের ইছলাবাজারের একটি ক্লাবের ফুটবল প্রতিযোগিতায় বিশেষ অতিথি হয়ে এসেছিলেন তিনি। বর্ধমানের স্পন্দন মাঠও পরিদর্শন করেন তিনি। জামশেদ বলেন, “রাজ্য থেকে ফুটবল হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম আর ফুটবলে আকৃষ্ট হচ্ছে না। এর জন্য দায়ী রাজ্যের ফুটবল কর্তাদের মানসিকতা। তরুণদের সামনে না রয়েছে কোনও অনুসরণ যোগ্য আদর্শ, ফুটবলের উন্মাদনা। তাই দরকার তরুণদের পথ দেখানোর মতো ফুটবল ম্যাচ।” তিনি দাবি করেন, প্রতিভার দিক থেকে একটুও পিছিয়ে নেই গ্রামের ছেলেরা। শুধু দরকার দৃঢ় মানসিকতা। সম্ভব হলে পাঁচ বছর বয়স থেকেই শিশুদের মাঠে নিয়ে আসতে হবে। দরকার উপযুক্ত প্রশিক্ষণও। দরকার রয়েছে বড় ফুটবল অ্যাকাডেমিরও। বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সচিব দেবাশিস কোনারের বক্তব্য, “আমাদের পক্ষে এই প্রকল্পে যতটা সম্ভব সাহায্য করা হবে। এই ধরনের অ্যাকাডেমি না করতে পারলেও আমারা একটি ফুটবল কোচিং কেন্দ্র চালাই। সেখানে জামশেদ যদি মাঝেমধ্যে আসেন, তা হলে ওই ফুটবলাররা উপকৃত হবে।”

ভলিবল লিগ
বর্ধমান সদর প্রথম বিভাগ ভলিবল লিগে শনি ও রবিবার চারটি খেলা হয়। মেমারির মণ্ডলজোনা গোরাচাঁদ তরুণ সঙ্ঘ ১৭-২৫, ২৫-২৩, ২৫-২২, ২৫-১৯ পয়েন্টে হারায় রতন স্মৃতি সঙ্ঘকে। অগ্রদূত সঙ্ঘ ১৯-২৫, ২৭-২৫, ২৫-৩ ও ২৫-২০ পয়েন্টে হারিয়েছে অগ্রদূত কোচিং সেন্টারকে। এ দিকে, অগ্রদূত কোচিং সেন্টার ২৫-১৭, ২১-২৫, ২৫-১৭, ২৫-৩ পয়েন্টে হারিয়ে দেয় রতন স্মৃতি সঙ্ঘকে। নবোদয় সঙ্ঘ ২৮-২৬, ২৫-২০, ২৫-২৭, ২৫-২১ পয়েন্টে হারিয়েছে মণ্ডলজোনাকে। অন্য দিকে, কলকাতার বাস্কেটবল মাঠে আয়োজিত রাজ্য সিনিয়র বাস্কেটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বর্ধমান জেলার মেয়েরা ৩০-২৪ পয়েন্টে হেরে বিদায় নিয়েছে।

স্মৃতি ক্রিকেট
ভগৎ সিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বাদল দত্ত, অঞ্জনী বণিক ও প্রবোধকুমার চক্রবর্তী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় বিজয়ী হল সাইন ক্লাব। তারা রেনবো ক্লাবকে ৫১ রানে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে সাইন ক্লাব ৮ উইকেটে ১২৬ রান করে। জবাবে রেনবো সব উইকেট হারিয়ে ৭৫ রান তোলে। সর্বোচ্চ ৬৭ রান করেন বিজয়ী দলের কাজল ঠাকুর। এই প্রতিযোগিতার শনিবারের খেলায় বালক সঙ্ঘ ৪ উইকেটে জুনিয়র টেকনিক্যাল স্কুল রূপনারায়ণপুরকে হারায়। প্রথমে ব্যাট করে জুনিয়র টেকনিক্যাল ৯ উইকেটে ৯৬ রান তোলে। জবাবে ৬ উইকেটে জয়ের রান তুলে নেয় বালক সঙ্ঘ।


দ্বিতীয় ডিভিশন সুপার লিগ চলছে দুর্গাপুরের অআকখ মাঠে।

প্রথম রানিগঞ্জ চক্র
আসানসোল মহকুমা স্তরে প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা হল বারাবনির কেলেজোড়া হাইস্কুল মাঠে। শনিবার ২৯টি ইভেন্টে ১৮৯ জন পড়ুয়া যোগ দেয়। ৭৫ পয়েন্টে পেয়ে রানিগঞ্জ চক্র প্রথম ও ৪৯ পয়েন্ট পেয়ে চিত্তরঞ্জন চক্র দ্বিতীয় স্থান লাভ করেছে। ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম চক্রবর্তী প্রমুখ।

স্কুলে ক্রীড়া
মহকুমা প্রাথমিক শিক্ষা সংসদের ৩২তম ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল মন্তেশ্বরের ভাগরা উচ্চ বিদ্যালয়ের মাঠে। শনিবার এই প্রতিযোগিতায় যোগ দেয় মহকুমার পাঁচটি ব্লকের বিভিন্ন চক্রের সফল প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় লং জাম্প, দৌড়, হাড়ি ভাঙা-সহ বিভিন্ন বিভাগ ছিল। হাজির ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প, ভূমি ও বস্ত্র বিভাগের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবাশিস নাগ, মহকুমাশাসক শশাঙ্ক শেঠি, মন্তেশ্বরের বিডিও প্রদীপকুমার বারুই প্রমুখ।

অনূর্ধ্ব ১৪ ফুটবল
মহকুমা সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবলের প্রথম সেমিফাইনালে বিজয়ী হল ভারতী ভলিবল ক্লাব। শনিবার নবদিগন্ত মাঠের খেলায় তারা ১-০ গোলে আইএন দিশারী সঙ্ঘকে হারায়। গোল করে শঙ্কর পাসোয়ান।

দ্বিতীয় ডিভিশন লিগ
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন সুপার লিগ ফুটবলের রবিবারের অআকখ মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। এ দিন মুখোমুখি হয়েছিল রবীন্দ্রভবন ও ডায়মন্ড ক্লাব। কোনও দলই গোল করতে পারেনি।


ইস্কো চ্যালেঞ্জ ফুটবলের ফাইনাল হল আসানসোলে। ছবি: শৈলেন সরকার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.