|
|
|
|
|
|
|
নজরদার |
|
পাতা নিয়ে কী করো, চড়াই? |
ব্যালকনিতে টবের মধ্যে একটি তুলসীগাছ লাগিয়ে ছিলেন আমার মা। সুন্দর কচি কচি পাতা নিয়ে গাছটি বাড়তে লাগল। কিছু দিনের পর ব্যালকনিতে গিয়ে অবাক হয়ে গেলাম। তুলসীগাছের কচি কচি পাতাগুলি সব উধাও। গাছটার অবস্থা কী করে এ রকম হল, তা কিছুতেই বুঝতে পারছিলাম না। তার পর এক দিন সকালে দেখলাম, একটা চড়াই পাখি ঠোঁটে করে কচি পাতাগুলি ছিঁড়ছে আর উড়ে চলে যাচ্ছে। এমনি করে ব্যালকনিতে রাখা বেলফুল গাছের পাতা, কারিপাতা, এমনকী রংবাহারি কচুপাতাগুলিও ছিঁড়তে লাগল। চড়াই পাখি সেই পাতাগুলি নিয়ে কী করে, সেটাই আমার জানতে ইচ্ছে করে।
আত্মদীপ সেন। তৃতীয় শ্রেণি, টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল |
|
|
কাঠবিড়ালি, তুমি স্পাইডারম্যান? |
আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে ছোটবড় গাছের ডালে ডালে অনেক কাঠবিড়ালি দৌড়দৌড়ি করে। সে দিন টিফিনের সময় দেখি আমড়া গাছের উঁচু দিকের একটা ডালে দু’টি কাঠবিড়ালি খেলা করছে। উড়ন্ত একটা চিল উপর থেকে সাঁ করে সেই ডালটির দিকে যেই ধেয়ে এল, অমনি কাঠবিড়ালি দু’টি সুড়ুৎ করে সেই ডালটিরই তলার দিকে লুকিয়ে পড়ল। ঠিক যেন ঘরের ভিতরের ছাদ আঁকড়ে লুকিয়ে থাকা স্পাইডারম্যান। বোকা চিলটা থ হয়ে উড়ে চলে গেল।
রাজাদিত্য ঘোষ। অষ্টম শ্রেণি, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় |
|
|
মজার টিকটিকি |
আমাদের ঘড়ির পিছনে, টিউব আলোর নীচে অনেক ছোটবড় কালো রঙের টিকটিকি থাকে। এদের মধ্যে একটা ছোট টিকটিকি আমাদের সোফার নীচে থাকত। কেউ সোফায় বসলে তার পায়ে এসে ও ঠোকর মারত। অনেকে ভয় পেয়ে পা সরিয়ে নিত।
সৌভজিৎ কুণ্ডু। পঞ্চম শ্রেণি, শৈশব শিশু শিক্ষা নিকেতন, হুগলি |
|
|
চার পাশে যে না-মানুষরা ঘুরছে-ফিরছে, তাদের সঙ্গে ভাব জমে তোমার? যদি বাড়িতে
থাকা টিকটিকি, পাড়ার পাজির পাঝাড়া ভুলো কুকুর, গাছের গোড়ায় বাসা বাঁধা
উইপোকা,
অ্যাকোয়ারিয়ামের লাল টুকটুকে মাছ, বা এ রকম অন্য কোনও
ঘনিষ্ঠ
প্রতিবেশীর রোজকার
জীবনে মজার কিছু খুঁজে পাও, চটপট
লিখে পাঠিয়ে দাও আমাদের। খামের উপরে লেখো: |
নজরদার,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|
|
|
|