টুকরো খবর |
আরায় বিষ মদে মৃত বেড়ে ১৩
নিজস্ব সংবাদদাতা • পটনা |
আরায় বিষ মদে মৃত্যুর সংখ্যা সাত থেকে বেড়ে আজ হল ১৩। এই ঘটনার প্রতিবাদে আজ সিপিআইএমএল (লিবারেশন)-এর পক্ষ থেকে আরায় ১২ ঘণ্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। এর জেরে কাল থেকে আজ পর্যন্ত পুলিশ ও আবগারি দফতর যৌথ ভাবে তল্লাশি চালিয়ে বেআইনি মদ-সহ ১৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পাপ্পু চৌধুরী। আনাইত গ্রামের এই মদ ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আবগারি দফতরের কমিশনার বিনোদ ঝা বলেন, “১ ডিসেম্বর থেকে সরকারি পর্যায়ে জেলায় দেশি মদ তৈরি বন্ধ আছে। নতুন এক জনকে লাইসেন্স দেওয়া হলেও এখনও উৎপাদন শুরু হয়নি।” সরকারি মদে সরবরাহ না থাকায় চোলাইয়ের রমরমা বেড়েছে। অন্য জায়গা থেকে মদ এনে বিক্রি করা হচ্ছে। তাতেই এই বিষক্রিয়া কি না তা নিয়ে জেলাশাসক প্রতিমা এস বর্মা বলেন, “এটা এখনই বলতে পারব না। সরকারি স্তরে মদ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।” জেলাশাসক জানান, “এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। বিষ মদেই যে তাদের মৃত্যু হয়েছে ময়না তদন্তে তার প্রমাণও মিলেছে। আবগারি দফতর থেকে জানানো হয়েছে, ৬৪০ লিটার মদ এবং ২০০ লিটার মহুয়া বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, মদের কারবারিদের কাছ থেকে দু’টি পিস্তল ও কিছু কার্তুজও উদ্ধার হয়েছে। লিবারেশনের আরা জেলা সম্পাদক, জওহর সিংহ বলেন, “নীতীশ কুমার মদ বিরোধী মিছিল এবং সভা করে বিহারের মানুষকে দেখাচ্ছেন। অথচ রাজ্যে প্রতি বছর যে ভাবে যথেচ্ছ মদের লাইসেন্স দেওয়া হচ্ছে ও বিভিন্ন জেলায় বিষ মদে মানুষের মৃত্যু হচ্ছে তাতে মুখ্যমন্ত্রীর দ্বিচরিতা প্রমাণিত।” গ্রামবাসীদের বক্তব্য, সরকারি মদের যে কোটা তার থেকে এখানে মদের বেশি চাহিদা। সেই চাহিদা মেটাতে মদ ব্যবসায়ীরারাই মদ তৈরি করে সাইকেলে গুমটি দোকানের মাধ্যমে বিক্রি করছে। সেই মদ থেকেই মূলত বিষ ক্রিয়া ঘটছে। |
কবি চানুকে নিয়ে তথ্যচিত্র
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
লড়াই নয়, এখানে তাঁর কবি সত্ত্বাই এসেছে পুরোভাগে। তিনি ইরম শর্মিলা চানু। ১২ বছর ধরে আফস্পা প্রত্যাহারের দাবিতে অনশন চালানো এই গাঁধীবাদী নেত্রী একজন কবিও। শর্মিলার বন্দী জীবন ও তাঁর কবিতার নানা দিক নিয়ে স্বল্পদৈর্ঘ্যের একটি ছবি তারি করেছেন মণিপুরের পরিচালক বরুণ থকচম। সেই ছবিটি এ বার, গুয়াহাটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ। নবম ‘আড্ডা’র আসর বসতে চলেছে গুয়াহাটিতে। আজ ও আগামী কাল রাজ্য গ্রন্থাগার প্রেক্ষাগৃহে দেশ-বিদেশের স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখানো হবে। এ বারের প্রতিযোগিতা বিভাগে কলকাতা, উত্তর-পূর্ব, পুণে, দিল্লি ও বেঙ্গালুরুর ১৯ জন পরিচালক তাঁদের ছবি-সহ অংশ নিচ্ছেন। শর্মিলার জীবন নিয়ে গড়া ‘দ্য সাইলেন্ট পোয়েট’ ছাড়াও বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত ভেঙ্কট এস আমুধানের ‘থুগ বেরাম’, অমিত দত্তর ‘ক্রাম-শা’, কেশব পাণ্ডের ‘হু থট অফ দ্য লিট্ল বয়’, ডমিনিক এম সাংমার ‘কার ইউকি’, মোহন কুমার ভালাসালার ‘পঞ্চভূত’, রীমা বোরার ‘ইকোস অফ সায়লেন্স’ দেখানো হবে ‘আড্ডা’য়। ছবি দেখানো ছাড়াও, ‘উত্তর-পূর্বে স্বাধীনভাবে চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যৎ’ নিয়ে আলোচনায় বসবেন বিশেষজ্ঞরা। |
জঙ্গির আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এনএলএফটি-র (বিশ্বমোহন) গোষ্ঠীর এক সদস্য, নগেন্দ্র ত্রিপুরা আত্মসমর্পণ করল শনিবার। পশ্চিম ত্রিপুরার মুঙ্গিয়াকামি অঞ্চলের বাসিন্দা নগেন্দ্র। শুক্রবার জঙ্গি সংগঠন, এটিটিএফের নেতা চিত্ত দেববর্মা রইস্যাবাড়ি অঞ্চলে আত্মসমর্পণ করে। পুলিশ জানায়, আত্মসমর্পণকারী মান্দাইয়ের বাসিন্দা। আগে সে সিআরপিএফের জওয়ান ছিল। এনএলএফটির জঙ্গিরা গত মাসে যে তিন গ্রামবাসীকে রইস্যাবাড়ি থেকে অপহরণ করেছিল, তাদেরকে মুক্তি দিয়েছে। এক জন আগেই ফিরেছিলেন, বাকি দু’জন বাংলাদেশের একটি জঙ্গি শিবিরে ছিলেন কয়েক সপ্তাহ। এ সপ্তাহে মুক্তি পেয়ে তাঁরা গ্রামে ফিরে এসেছেন। পুলিশের অনুমান, মুক্তিপণ পাওয়ার পরই জঙ্গি শিবির থেকে অপহৃতরা মুক্তি পেয়েছেন। |
ট্রাক-জিপ সংঘর্ষে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পটনা |
ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। ছ’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কাল রাতে লখিসরাই জেলার বারাইয়া থানার দরিয়াপুল সেতুতে। পুলিশ জানিয়েছে, রাত ১১টা নাগাদ ১০ জন যাত্রী নিয়ে একটি জিপ বারাইয়া থেকে লখিসরাই ফিরছিল। দরিয়াপুলের সেতুতে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। |
বাস উল্টে
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
রাস্তায় বাস উল্টে দু’জনের মৃত্যু হল। জখম ৩০ জন। অসমের শোণিতপুর জেলার জামুগুড়িহাটের ঘটনা। পুলিশ জানায়, বাকোলা-জামুগুড়িহাটের মধ্যবর্তী ৫২ নম্বর জাতীয় সড়কে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৯ জন সঙ্কটজনক। |
রক্ষী বদলের সাক্ষী |
লন্ডনে বাকিংহাম রাজপ্রাসাদের সামনে এই দৃশ্য দেখতে ভিড় জমান দেশ-বিদেশের বহু দর্শক। এ বার সেই ধাঁচেই ভারতের রাষ্ট্রপতি ভবনের ‘চেঞ্জ অফ গার্ড’ অনুষ্ঠানটি দেখতে পারবেন সাধারণ মানুষ। তবে সপ্তাহে শুধু এক দিন। শনিবার। এ বার থেকে মোট ২০০ জন দর্শক রাষ্ট্রপতি ভবনের সামনের লনে রক্ষী বদলের এই অনুষ্ঠান দেখতে পারবেন। শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব বেণু রাজামণি। রাজামণি বলেছেন, “চেঞ্জ অফ গার্ড নিয়ে যা যা নিষেধাজ্ঞা এত দিন ছিল, তা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নির্দেশেই এই পরিবর্তন। |
সনিয়াকে শুভেচ্ছা |
আজ, রবিবার ৬৬ বছরে পা দিচ্ছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তবে রবিবার সারা দিনই নানা কাজে ব্যস্ত থাকবেন তিনি। শনিবারই সনিয়াকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে আসলেন দলের সদস্য ও কর্মীরা। শনিবার ১০ জনপথের বাড়িতে গিয়ে সনিয়ার সঙ্গে দেখা করে তাঁকে শুভেচ্ছা জানান সুশীল কুমার শিন্দে, গুলাম নবি আজাদের মতো নেতারা। |
বাবাই ধর্ষক |
ছ’মাস মদ খাইয়ে বাবা ধর্ষণ করেছেন ছ’বছরের শিশুকে। মনোবিদকে এ কথা জানাল শিশুটিই। মা-বাবার বিচ্ছেদের পর ওই শিশুকন্যাটির দায়িত্ব নিয়েছিলেন বাবা। |
বন্ধুর কীর্তি |
প্রতিবন্ধী ছেলেটির হাত দু’টো বাঁধা গাড়ির সঙ্গে। সেই অবস্থায় গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে বন্ধু দেবেন্দ্র। তিলওয়ারার ঘটনা। শুক্রবার রাতে অজয় বাগ্-যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন দেবেন্দ্রের সঙ্গে। হুমকিও দিয়েছিল অজয়কে। পর দিন কয়েক জনকে সঙ্গে নিয়ে দেবেন্দ্র, অজয়কে বাড়ি থেকে বের করে এনে গাড়িতে বেঁধে এক কিলোমিটার নিয়ে যায়। |
বোকা ভারতীয় |
৯০ শতাংশই ভারতীয়ই বোকা বলে মনে করেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু। তাঁর মতে, খুব সহজেই এই ‘বোকা’ ভারতীয়দের ধর্মের নামে হিংসাত্মক কাজ করতে উস্কানি দেওয়া যায়। কাটজুর দাবি, দিল্লিতে ২ হাজার টাকা খরচ করলে সংঘর্ষ বাধানো যায়। |
অসুস্থ অণ্ণা |
হজমের সমস্যা, সর্দি এবং দুর্বলতার কারণে শুক্রবার গুড়গাঁওয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় ৭৫ বছরের অণ্ণা হজারেকে। পরে অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে সরানো হয় তাঁকে। এখন তিনি সুস্থই আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। |
|