টুকরো খবর
বণিকসভার এসি ফেটে মৃত কারিগর
মহাকরণের পিছনে ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে একটি বণিকসভার অফিসে বিস্ফোরণ ও তাতে প্রাণহানি ঘটল। পুলিশের অনুমান, এসি যন্ত্রে গ্যাস ভরতে গিয়েই কোনও ভাবে এই দুর্ঘটনা। হাত ভেঙে জখমও হয়েছেন আর এক যুবক। ওই দুই যুবকই এসি যন্ত্রে গ্যাস ভরতে এসেছিলেন। মৃতের নাম সেন্টু মজুমদার (৪০), বাড়ি যাদবপুরে। জখম যুবকের নাম মহম্মদ জসিম। তিনি কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বাড়ি নারকেলডাঙায়। পুলিশ জানায়, বণিকসভার বাড়িটির পিছনের দিকে তিন তলা ও চার তলার মাঝখানে ৩৫ বর্গফুটের ছোট একটি ঘর রয়েছে। ওই ঘরে তিনতলার সব এসি যন্ত্রের রক্ষণবেক্ষণের ব্যবস্থা রয়েছে। লোহার ঘোরালো সিঁড়ি বেয়ে ওই ঘরে পৌঁছতে হয়। বণিকসভার মানব-সম্পদ বিভাগের অফিসার হরিসাধন দাস জানান, দক্ষিণ কলকাতার একটি সংস্থাকে এসি মেরামতের দায়িত্ব দেওয়া রয়েছে। ওই দুই যুবক সেই সংস্থার কর্মী। প্রতি শনিবার ওই সংস্থা থেকে রক্ষণাবেক্ষণে জন্য লোক আসে। ছুটির বিকেলে প্রচণ্ড শব্দ শুনে রক্ষীরা ওই ঘরে গিয়ে দেখেন রক্তাক্ত এক যুবক পড়ে রয়েছেন। আর এক যুবক অচৈতন্য। পরে হাসপাতালে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বি কম পার্ট ওয়ান ও পার্ট টু-র জেনারেলের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে আগামী ফেব্রুয়ারিতে। যে সব পরীক্ষার্থী এক বা একাধিক জেনারেল বিষয়ের পরীক্ষায় ফেল করেছেন, কিন্তু পরের পরীক্ষায় বসার যোগ্য, তাঁরা সাপ্লিমেন্টারিতে বসার সুযোগ পাবেন। পরীক্ষা নিয়ামক ওঙ্কারসাধন অধিকারী জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার জন্য এ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন জানাতে হবে বিশ্ববিদ্যালয়ের কাছে।

ত্রিফলার খবরে ক্ষোভ পার্থর
শহরের সৌন্দর্যায়ন নিয়ে প্রচারের বদলে ত্রিফলা আলো নিয়ে খবর প্রকাশ করায় সংবাদমাধ্যমের সমালোচনা করলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার নাকতলায় জলপ্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মেয়রকে পাশে বসিয়ে পার্থবাবু বলেন, “আপনারা বাতিস্তম্ভ নিয়ে প্রচার করছেন। ভাল কাজ নিয়ে তো বলছেন না। শহরে সৌন্দর্যায়ন, জলপ্রকল্পের মতো ভাল কাজ হচ্ছে। কিন্তু আপনারা শুধু নগ্নতা দেখতে চান। সুস্থতা নয়।” কলকাতা পুরসভায় বামফ্রন্টের চিফ হুইপ অমল মিত্র বলেন, “ত্রিফলা আলো নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেটা তো বলেই আসছি। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতা পার্থবাবুও তা হলে মানলেন, ওই দুর্নীতি আসলে পুরসভাকে নগ্ন করেছে।”

মমতা নিয়ে মন্তব্য এড়ালেন অরবিন্দ
কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য এড়িয়ে গেলেন আম আদমি দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল। সায়েন্স সিটি অডিটোরিয়ামে আইআইটি-র প্রাক্তনীদের অনুষ্ঠান ‘প্যান আইআইটি’-তে শনিবার ‘স্বচ্ছ রাজনীতির ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা করেন খড়্গপুর আইআইটি-র স্নাতক অরবিন্দ। রাজ্যে ‘পরিবর্তন’ নিয়ে অরবিন্দের বক্তব্য, “সত্যিই পরিবর্তন হয়েছে, না কেবল দল এবং রং পরিবর্তন হয়েছে, তা মানুষ বুঝবেন।”

লকার থেকে উধাও
তাঁর ব্যাঙ্কের লকার থেকে কয়েক লক্ষ টাকার গয়না উধাও হয়েছে বলে থানায় অভিযোগ জানালেন এক প্রৌঢ়া। ইলিয়ট রোডের বাসিন্দা বছর পঞ্চাশের যমুনা ফকিরুদ্দিন ধারিওয়ালার লকার রয়েছে ওয়েলেসলি স্ট্রিটের একটি ব্যাঙ্কে। এ নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কিছু বলতে চাননি।

যুবককে চপার
ইমারতি দ্রব্য সরবরাহ করা নিয়ে দুই প্রোমোটার গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে এক যুবককে চপার দিয়ে আঘাত করা হল। শনিবার সন্ধ্যায় তপসিয়ার দারা পাড়া এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, আরজু নামে ওই যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্তেরা পলাতক। তদন্ত চলছে।

খালে গাড়ি
বাসন্তী রোডের পাশে ঘুষিঘাটা খালে শনিবার দুপুরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পুলিশের দাবি, গাড়িটি খালের পাড়ের ঢালে আটকে যায়। স্থানীয় বাসিন্দারাই ওই গাড়ির চালক-সহ দুই আরোহীকে উদ্ধার করেন।

অফিসে লুঠ
এক ব্যবসায়ীর অফিসে চড়াও হয়ে কয়েক লক্ষ টাকা লুঠ করে নিয়ে গেল কয়েক জন দুষ্কৃতী। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বাগুইআটির হানাপাড়ায় ওই ঘটনা ঘটে। শনিবার রাত পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ধৃত ছাত্র
জালিয়াতির অভিযোগে ভবানীপুরের এক কলেজ ছাত্রকে শনিবার গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নিখিল অগ্রবাল। বছর কুড়ির ওই যুবকের বাড়ি ঝাড়খণ্ডের গিরিডিতে। পড়াশুনোর জন্য বেহালায় একটি ভাড়াবাড়িতে থাকত সে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.