কম্পিউটারের অধীনেই
সংবাদসংস্থা • লন্ডন |
কর্মক্ষেত্রে আপনার পরবর্তী ‘বস’ হতে পারে আস্ত একটি কম্পিউটার। সেই হয়তো বলে দেবে আপনার কী করণীয়, সেই ঠিক করে দেবে আপনার কী কর্তব্য। ঘাবড়াবেন না। এমনটাই ঘটিয়ে ফেলেছেন মার্কিন বিজ্ঞানী ড্যানিয়েল বারওয়ে। দীর্ঘদিনের চেষ্টায় তিনি আবিষ্কার করে ফেলেছেন সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি কম্পিউটার। নাম ‘অটোম্যান’। মানুষের মতোই অবাধ যার গতি, মানুষের মতোই যে পারদর্শী সব কাজে। ফারাক এটাই, স্বয়ংক্রিয় এই কম্পিউটার মানুষের চেয়ে অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন, নিপুণতার দিক থেকেও মানুষের চেয়ে অনেকটাই এগিয়ে সে।
|
সময়সীমা বাড়ল
সংবাদসংস্থা • দোহা |
সময়সীমা বাড়ল কিয়োটো চুক্তির। উন্নত দেশগুলির গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রা কমাতে ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় এই চুক্তি। চলতি বছরে কিয়োটো চুক্তির সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও শনিবার জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্রপুঞ্জের গোষ্ঠী তা ২০২০ সাল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
|
মুম্বই হামলার মামলায় রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী আদালতে ‘গুরুত্বপূর্ণ’ সামগ্রী জমা দিল পাক গোয়েন্দা সংস্থা এফআইএ। করাচি ও সিন্ধু প্রদেশের অন্যান্য এলাকায় জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ঘাঁটিতে ওই সামগ্রী পাওয়া গিয়েছে বলে দাবি এফআইএ-র। জমা করা ওই সামগ্রীর মধ্যে রয়েছে বিশেষ ধরনের এক গোলাপি ফোম। মুম্বইয়ে যে সব স্থানে জঙ্গিরা বিস্ফোরক রেখেছিল সেখানেও ওই ফোম পাওয়া গিয়েছে। তাই তা এক গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। রাওয়ালপিন্ডিতে লস্কর নেতা জাকিউর রহমান লকভি-সহ সাত জঙ্গির বিচার চলছে। |