সংস্কৃতি এখানে সেখানে

কলকাতার নাট্যমেলায় উত্তরের দল
২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমি আয়োজিত দ্বাদশ নাট্যমেলা। চলবে ৯ই ডিসেম্বর পর্যন্ত। রবীন্দ্রসদন, মধূসুদন মঞ্চ, গিরিশ মঞ্চ, মিনার্ভা থিয়েটার, শরৎসদন, মোহিত চট্টোপাধ্যায় মুক্ত মঞ্চে নাটগুলি মঞ্চস্থ হবে। মোট ৮০টি নাটক হবে। উত্তরবঙ্গের দুটি নাট্যদল সেখানে আমন্ত্রিত হয়েছে। ৭ ডিসেম্বর, মধুসুদন মঞ্চে, শিলিগুড়ি উত্তাল-এর নাটক ‘খারিজ’ মঞ্চস্থ হবে। পরদিন একই মঞ্চে মালদা মালঞ্চ-এর নাটক ‘রানীর ঘাটের বৃত্তান্ত’ হবে। নাটক দুটির নির্দেশক যথাক্রমে পলক চক্রবর্তী ও পরিমল ত্রিবেদী। ফি বছর কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার নাটকের দলকেও আমন্ত্রণ জানানো হয়। এ বছর তার ব্যতিক্রম হয়েছে। অনেক নাট্যকর্মীই বিস্মিত। ওই চার জেলার নাট্যদলগুলি নাট্যমেলার দ্বিতীয় পর্যায় ঘোষিত হয়েছে। তা হবে ১২ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

স্কুলের বার্ষিক উৎসব
বিমল স্মৃতি বিদ্যামন্দিরে সাংস্কৃতিক উৎসব। নিজস্ব চিত্র।
বুধবার শিলিগুড়ির কাছে ফকদই বাড়িতে বিমল স্মৃতি বিদ্যামন্দিরে সাংস্কৃতিক উৎসব হল। কচিকাঁচাদের নাচ-গান-আবৃত্তিতে জমজমাট হয়ে ওঠে স্কুল চত্বর। অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন। স্কুলের অন্যতম কর্ণধার তথা শিলিগুড়ি পুরসভার পূর্ত বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল এই প্রসঙ্গে জানিয়েছেন, একেবারেই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়াদের সার্বিক বিকাশের লক্ষ্যে তাঁরা অনেকে মিলে স্কুল চালাচ্ছেন।

বাউল মেলা চোপড়ায়
বাউলের একতারার টানে মাতল উত্তর দিনাজপুরের চোপড়াবাসী। ৫ ডিসেম্বর উত্তর দিনাজপুরের চোপড়ার তিন মাইলের সুখচরে শুরু হয়। মেলা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এলাকার প্রদীপ সাধুর উদ্যোগে নদীর পারে শ্মশানে বাউল গানের আসর বসে। ওই মেলার জন্য কারও কাছ থেকেই চাঁদা আদায় করেন না উদ্যোক্তারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বাউল এসে সেখানে গান করেন। ভিড় জমান উত্তরের বাউলপ্রেমীরা।

‘বাংলার মুখ’ প্রকাশিত
শিলিগুড়ি কলেজের মননশীল পত্রিকা ‘বাংলার মুখ’ প্রকাশিত হল । গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত পত্রিকার চতুর্থ সংখ্যা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও-কে উৎসর্গ করা হয়েছে। ঝকঝকে ছাপা, প্রচ্ছদ পাঠকের ভাল লাগবে। বাড়তি পাওনা ডিরোজিও ও বিবেকানন্দকে নিয়ে আলোচনা।

কবি-গানের আসর
সম্প্রতি ক’দিন আগে ইসলামপুর শহরে বসেছিল কবি-গানের আসর। শহরের মিলনপল্লি এলাকায় ওই অনুষ্ঠান হয়। দক্ষিণবঙ্গের কবি-গানের বিভিন্ন শিল্পী তাঁদের গানে মুগ্ধ করেন ইসলামপুর শহরের বাসিন্দাদের। ৩ দিন ব্যাপী গানের অনুষ্ঠান দেখতে মিলনপল্লিতে ছিল উপচে পড়া ভিড়।

নাটক প্রতিযোগিতা
নাটক প্রতিযোগিতা। নিজস্ব চিত্র।
ময়নাগুড়ি অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে স্থানীয় ময়দানে মুক্ত মঞ্চে শুরু হয়েছে বাংলা একাঙ্ক এবং অণু নাটক প্রতিযোগিতা। ৫-১০ ডিসেম্বর প্রতিযোগিতায় শুক্রবার পর্যন্ত কলকাতা, কোচবিহার, বহরমপুর, বেলঘড়িয়া, দমদম, চুঁচুড়া ও জলপাইগুড়ির ৭টি গোষ্ঠী অংশ নেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.