|
|
|
|
রাসের টুকরো |
|
• রাসমেলায় হস্তশিল্পের স্টলে ভিড় উপচে পড়ছে। পাটজাত সামগ্রী থেকে কাঠের সামগ্রী, ব্যাগ, শীতবস্ত্র বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, “এক ছাদের নীচে এত কিছু সব সময় মেলে না।”
• এ যেন বইমেলাও। লক্ষ্মীর পাঁচালি থেকে ঠাকুরমার ঝুলি সবই মিলছে সেখানে। ক্রেতারা নিজেজের পছন্দের বই সংগ্রহ করে নিচ্ছেন।
• রাসমেলায় নজর কেড়েছে ‘লাইটিং বার্ড’। প্লাস্টিকের তৈরি ওই পাখিদের শরীরে আলো জ্বলছে। রাতে মেলায় এসে খুদেরা ওই পাখি কিনে নিয়ে যেতে ভুলছে না।
• রাসমেলার দর্শনার্থীদের রাতে বাড়ি ফেরার সুবিধে করে দিতে মেলা স্পেশাল বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এন বি এস টি সি। নিগম সূত্রে জানা গিয়েছে, মেলার দিনগুলিতে দিনহাটা, তুফানগঞ্জ, আলিপুরদুয়ার ছাড়াও কোচবিহার শহরের লাগোয়া বিভিন্ন রুটে ওই বাসগুলি চালানো হবে। শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের পরিচালন বোর্ড সদস্য আবদুল জলিল আহমেদ এই প্রসঙ্গে জানিয়েছেন, রবিবার থেকে ভিড় আরও বাড়বে। সে জন্য এই দিন থেকেই মেলা স্পেশাল বাসগুলিকে রাস্তায় নামানো হবে।
• নানা রঙের হাওয়াই মিঠাইয়েরও পসরা বসেছে রাসমেলায়। গোলাপি লাল, হলুদ, সাদা আরও কত রকমের হাওয়াই মিঠাই ভরা এক একটি বড় প্যাকেটের দাম দশ টাকা। ছোট থেকে বুড়ো প্রত্যেকে তা কিনছেন। অনেকে আবার বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। |
|
|
|
|
|