পিয়ারলেস ডেভেলপার্স ও উনিশ কুড়ির ‘উড়ান’ |
তিন দুঃস্থ ছাত্রকে সাহায্য |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
‘পিয়ারলেস ডেভেলপার্স’ ও ‘উনিশ কুড়ি’র যৌথ উদ্যোগে ‘উড়ান’ স্কলারশিপ পেল উত্তরবঙ্গের তিন দুঃস্থ ছাত্র। শুক্রবার দুপুরে শিলিগুড়ি লাগোয়া দাগাপুরের দিল্লি পাবলিক স্কুলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বাছাই হয়।
চলতি বছরে মাধ্যমিক পাশ করে আগামীতে পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক এমন দুঃস্থদের নিয়ে ‘উড়ানে’র আয়োজন করা হয়। এ দিন চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন লেখক সৌরভ মুখোপাধ্যায়। উদ্যোক্তারা জানান, উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে এক হাজারের উপর আবেদনপত্র জমা পড়ে। সেখান থেকে উত্তরের জন্য পাঁচজন এবং দক্ষিণের জন্য পাঁচ জনকে বাছাই করা হয়। তাদের পরিবার-সহ যাবতীয় তথ্য ভিডিও ফ্লিমিং করানো হয়। সেখান থেকে চূড়ান্ত পর্বে আসে উত্তর এবং দক্ষিণ মিলিয়ে ছয় জন। |
|
‘পিয়ারলেস ডেভেলপার্স’ ও ‘উনিশ-কুড়ি’র যৌথ উদ্যোগে ‘উড়ান’ অনুষ্ঠানে তিন ছাত্র। নিজস্ব চিত্র। |
এ দিন শিলিগুড়িতে ৫০ হাজার টাকার স্কলারশিপ পেয়েছে মুশির্দাবাদের সাহেবনগরের বিড়ি শ্রমিক পরিবারের ছেলে মহম্মদ জয়নাল আবেদিন। দ্বিতীয় ৩০ হাজার টাকার স্কলারশিপ পেয়েছে চালক পরিবারের সন্তান বহরমপুরের সৌরভ মণ্ডল এবং তৃতীয় ২০ হাজার টাকা পেয়েছে কালিয়াগঞ্জের কৌশিক মোহন্ত। কৌশিকের বাবা খুচরো ব্যবসার সঙ্গে জড়িত। তিন জনই জানিয়েছে, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং এপিজে আবদুল কালাম। তিনজনই প্রতিবন্ধকতার মধ্যে লড়াই চালিয়ে আগামী দিনে পড়াশুনো চালিয়ে যেতে চায়। সৌরভ ও কৌশিক চায় চিকিৎসক হতে। আর বিড়ি শ্রমিক পরিবারের ছেলে জয়নাল জানায় তার ইচ্ছা যতদূর সম্ভব পড়াশোনা চালিয়ে যাওয়া। |
|