|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৪... |
|
প্রচ্ছদ সত্যজিৎ রায়? |
বইপোকা |
অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল সম্প্রতি প্রকাশিত হইয়াছে শিশু সাহিত্য সংসদ হইতে। হাফ টাইটল হইতে শেষ পৃষ্ঠা, এমনকী ‘প্রকাশকের কথা’ শিরোনামের বর্ণলিপিটি পর্যন্ত সিগ্নেট প্রেস সংস্করণের অনুরূপ। ইহাকে প্রকাশক বলিতেছেন ‘সশ্রদ্ধ অনুসরণ’। কিন্তু অনুসরণটি যদি কিঞ্চিৎ সযত্নও হইত তবে অন্নদা মুন্সীর পরিকল্পনায় সত্যজিৎ রায়ের আঁকা প্রচ্ছদটি আমূল বদলাইয়া দিবার দুঃসাহসটি এড়ানো যাইত। এই পরিবর্তিত প্রচ্ছদও সত্যজিৎ রায়ের বলিয়া চালানো হইয়াছে এই সংসদ-সংস্করণে। সত্যজিৎ রায়ের প্রচ্ছদশিল্প সম্পর্কে কিঞ্চিৎ ধারণা থাকিলেই বুঝা যাইবে, স্পেসের এমন গতানুগতিক ব্যবহার, নামলিপির জন্য এমন উদ্ভাবনাহীন স্থান নির্বাচন সত্যজিৎ করিতেন না। |
সত্যজিৎ-কৃত মূল প্রচ্ছদ |
সংসদ-সংস্করণের প্রচ্ছদ |
|
করিলে এই ক্ষীরের পুতুল-এরই সিগনেট-সংস্করণের প্রকাশকের কথায় প্রকাশক দিলীপকুমার গুপ্ত ওরফে ডিকে যে আশা করিয়াছিলেন তাহা মাঠে মারা যাইত: ‘বইকে উপযুক্ত চিত্রে শোভিত করবার বাধা শুধু বৈষয়িক নয়; উপযুক্ত চিত্রকরের সাক্ষাৎ পাওয়াও চাই। স্বীকার করছি, এদিক থেকে শ্রীমান সত্যজিৎ রায়ের মতো একজন ভালো শিল্পীর অকৃপণ সাহায্য আমরা পেয়েছি। সত্যজিৎ স্বর্গীয় সুকুমার রায়ের ছেলে। বয়েস অল্প, কিন্তু এ বয়েসেই যে প্রতিভার আভাস আমরা পাচ্ছি তাতে এর ভবিষ্যৎ যে অত্যন্ত উজ্জ্বল এ আশা নিঃসন্দেহে করা যেতে পারে।’ |
|
|
|
|
|