টুকরো খবর |
তরুণী খুনে জড়িত পরিবারই, সন্দেহ
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
আখের জমি থেকে এক তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়েছিল দিন দশেক আগে। সেই ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার মৃতার বান্ধবীকে গ্রেফতার করেছে বড়ঞা থানা। বৃহস্পতিবার রাতে বড়ঞার সমতরী গ্রামের ওই মহিলার নাম কল্পনা ভল্লা। তাঁর বান্ধবী বছর উনিশের মল্লিকা ভল্লার দেহ পুলিশ গ্রামের আখ খেত থেকে গত ২৬ নভেন্বর উদ্ধার করে। প্রথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক সম্মান রক্ষার জন্য মল্লিকাকে খুন করা হয়েছে। কান্দি মহকুমা পুলিশ অফিসার সন্দীপ মণ্ডল বলেন, “ওই খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কল্পনাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জেরা করে পরিবারের লোকজনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই মৃতার বাবাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।”
|
অ্যাসিডে আহত
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
নওদার দমদমা গ্রামে এক দম্পতিকে অ্যাসিড ছুঁড়ে জখম করল তাঁদেরই এক আত্মীয়। পুলিশ জানায়, নওদার পাটিকাবাড়ি গ্রামের সাহারুল শেখ তাঁর স্ত্রী কলিমান বিবিকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে কলিমানের ভগ্নিপতি মুর্শেদ শেখ ঘরে ঢুকে ওই দম্পতির মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন বলে অভিযোগ। কলিমন গুরুতর জখম হলেও সাহারুলের আঘাত সামান্য। তাঁদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত মুর্শেদ পলাতক।
|
আট বছর পরে শাস্তি
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
প্রায় এক যুগ আগে এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে বহরমপুর থানার সুন্ধিপুর গ্রামের মাসাদুল শেখ নামে এক যুবককে শুক্রবার বহরমপুরের ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন। সরকারী আইনজীবী আরিফুজ্জমান বলেন, “২০০৩-এর ২৪ জুলাই সুন্ধিপুরের এক নাবালিকাকে ধর্ষণ করেছিল সে। সেই অপরাধে বিচারক ৮ বছর সশ্রম কারাদণ্ড ছাড়াও এক হাজার টাকা জরিমানা করেন।”
|
আত্মঘাতী কিশোরী
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দিদির সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। নাম রাসমনি বিশ্বাস (১২)। বাড়ি ধুবুলিয়ার দীপচন্দ্রপুর। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিদি-বোনে ঝগড়া হয়েছিল। ওই সন্ধ্যায় সবাই প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যায়। বাড়িতে একা ছিল রাসমনি। সেই সময় গলায় ফাঁস দেয় সে।
|
তরুণীর দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বাবার বাড়িতেই রিজিয়া সুলতানা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হল বৃহস্পতিবার বিকেলে। ঘটনাটি সাগরদিঘির হাজিপুর গ্রামের। পুলিশ জানায়, বছর খানেক আগে বীরভূমের আটগ্রামে পেশায় রেশন ডিলার রেজাউল আলির সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। সোমবার তিনি বাবার বাড়িতে আসেন। স্বামীর সঙ্গে অশান্তির জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। মৃতের দাদা আব্দুর রহমান বলেন, “বিয়ের পর থেকেই বোনকে তার স্বামী মারধর করত। এখানে আসায় শাসানো হচ্ছিল। তার জেরে আত্মঘাতী হয়েছে বোন।” ম্যাজিষ্ট্রেটকে সমস্ত ঘটনা জানানো হয়েছে।
|
বিদ্যুৎ পরিষেবা মেলা
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে ‘বিদ্যুৎ পরিষেবা মেলা’ করল বিদ্যুৎ দফতর। শুক্রবার ডোমকলের প্রশাসনিক ভবনে ওই মেলায় উপস্থিত ছিলেন দফতরের রিজিওনাল ম্যানেজার (মুর্শিদাবাদ) বাসব মৈত্র, মহকুমাশাসক প্রশান্ত অধিকারী ও এসডিপিও দেবর্ষি দত্ত। মেলায় বিদ্যুৎ চুরি, অপব্যবহার ও গ্রাহকদের সমস্যা নিয়ে আলোচনা হয়। বাসববাবু বলেন, “এর মাধ্যমে গ্রাহকদের সমস্যার কথা জানতে পারছি। আমাদের সমস্যার কথাও গ্রাহকদের কাছে তুলে ধরছি।”
|
মাজদিয়ায় ধৃত ‘হবু’ জামাই
সংবাদসংস্থা • কৃষ্ণনগর |
বাক্পটু যুবকটি হবু ‘স্ত্রী’র পরিবারের সঙ্গে হৃদ্যতা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে ‘শ্বশুরবাড়িতে’ তার অবাধ যাতায়াত ছিল রান্নাঘরেও। ২ ডিসেম্বর নিজেই চা করতে ঢুকে পড়ে। চায়ে মাদক মিশিয়ে বাড়ির সকলকে খাইয়ে অজ্ঞান করে হাতিয়ে নেয় সোনার গয়না, নগদ টাকা, মোবাইল। তার পর গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া থেকে ওই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃত যুবকের নাম শৌভিক সমাদ্দার। কলকাতার তিলজলার এক তরুণীর বিয়ের বিজ্ঞাপন দেখে পাত্র সেজে সে কনে দেখতে যায়। পরিচয় দিয়েছিল ‘প্রতিষ্ঠিত ঠিকাদার’ বলে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ রাতে তার বাড়িতে হানা দেয়। হাতেনাতে ধরেও ফেলে তাকে।
|
বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। শুক্রবার সকালে ডোমকলের চাঁদপুরে গ্রামে এক নাবালিকার বিয়ে হচ্ছিল। শেষমেশ পুলিশ ও পঞ্চায়েত কর্তাদের মধ্যস্থতায় ভেস্তে যায় বিয়ে। এই নিয়ে গত এক মাসে এলাকায় ৫টি নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন। ডোমকলের মহকুমা শাসক প্রশান্ত অধিকারী বলেন, “বৃহস্পতিবার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে ওই নাবালিকার অভিভাবকদের বুঝিয়ে বিয়ে রোখা গিয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
গাড়ির ধাক্কায় মারা গেলেন এক মহিলা। মৃতের নাম অসীমা দে (৩৫)। বাড়ি নাকাশিপাড়ার যুগপুর গ্রামে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে পুজোর ফুল তোলার জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
|
ধৃত বান্ধবী
সংবাদসংস্থা • কান্দি |
বান্ধবীকে খুনে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতে বড়ঞার সমতরী গ্রাম থেকে ধরা হল এক তরুণীকে। দিন দশেক আগে ওই এলাকায় খুন হন মল্লিকা ভল্লা (১৯)।
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
লরির ধাক্কায় পিঙ্কি বিশ্বাস (১৮) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ফুলিয়া মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। লরিটি আটক করেছে পুলিশ।
|
পুরস্কার প্রদান |
বহরমপুর রবীন্দ্রসদনে বিআর অম্বেডকরের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতর থেকে জেলার ৪৭ জন ছাত্রছাত্রীকে মেধা পুরস্কার দেওয়া হয়। |
|