রঞ্জি ট্রফির নকআউটের আশা বাঁচিয়ে রাখতে আজ সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামছে মনোজ তিওয়ারির বাংলা। রাজকোটের ব্যাটিং উইকেটে মনোজ-ঋদ্ধিমান-লক্ষ্মীরতনরা বড় রান না পেলে বাংলার নকআউটের রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে। চার ম্যাচে ন’পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-তে সৌরাষ্ট্র চার নম্বরে। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বাংলা ছয়ে। রাজকোটে আগের ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি করেছেন সৌরাষ্ট্রের রবীন্দ্র জাডেজা। এই ম্যাচে দলে ঢুকছেন দেবব্রত দাস। ফিরেছেন অশোক দিন্দাও।
|
সিএবি-র প্রাক্তন যুগ্ম-সচিব নির্মল মুখোপাধ্যায় শুক্রবার সকালে নিজের বাসভবনে প্রয়াত হলেন। বয়স হয়েছিল ৮৫। সিএবি-র কোষাধ্যক্ষ এবং সহ-সচিব পদেও ছিলেন সাউথ সুবার্বন ক্লাবের প্রতিনিধি নির্মলবাবু। তাঁর ছেলে সুজন মুখোপাধ্যায় প্রাক্তন বাংলা ক্রিকেটার এবং বর্তমানে সিএবি যুগ্ম-সচিব।
|
যে ক্লাবে টানা সাত বছর খেলেছেন, আই লিগ চ্যাম্পিয়ন করেছেন চার বার, আজ রবিবার সেই ডেম্পোর বিরুদ্ধেই নামছেন র্যান্টি মার্টিন্স। এবং সেটা গোয়ার মাঠেই। প্রয়াগ ইউনাইটেডের হয়ে। গোয়ায় ফোন করে জানা গেল, সামান্য চোট সত্ত্বেও র্যান্টি খেলতে মরিয়া। সুব্রত পালের জ্বর। তবে তিনি ফিরছেন দলে। ক্লাইম্যাক্স লরেন্সকে ফেরাচ্ছেন আর্মান্দো কোলাসো। র্যান্টি নিয়ে তাঁর মুখে কুলুপ। বললেন, “আমরা টিম গেম খেলব। প্রয়াগের পুরো টিম নিয়েই ভাবছি।”
|
শনিবারে
আই লিগ ফুটবল
• ডেম্পো: প্রয়াগ ইউনাইটেড (মারগাও ৭-০০)
• ওএনজিসি: স্পোর্টিং ক্লুব (দিল্লি)
• সিকিম ইউনাইটেড: লাজং এফ সি (সিকিম)। |