দামোদর পেরিয়ে হাজির হাতির দল |
বাঁকুড়ার মেজিয়া থেকে দামোদর পেরিয়ে রানিগঞ্জে ঢুকে পড়ল এক দল হাতি। বন দফতর জানিয়েছে, বৃহস্পতিবার শেষ রাতে হাতির দলটি এ পাড়ে এসেছে। তিরাটের কাপাসিয়া জঙ্গলে রয়েছে দলটি। স্থানীয় বাসিন্দারা জানান, ১৬টি হাতির একটি দল তিরাট পঞ্চায়েত এলাকায় ঢুকে জঙ্গলে আশ্রয় নিয়েছে। ওই জঙ্গল থেকে হাওড়া-দিল্লি গ্র্যান্ড কর্ড রেল লাইনের দূরত্ব বেশি নয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা অনল মুখোপাধ্যায় জানান, তিনি রেল কর্তৃপক্ষকে ফোনে বিষয়টি জানিয়েছেন। হাতির দল রেললাইনে উঠে বিপদে পড়তে পারে বলে তাঁদের আশঙ্কা। রেল কর্তৃপক্ষ জানান, বন দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা। বন দফতরের তরফে জানানো হয়েছে, এক জন রেঞ্জ অফিসারের নেতৃত্বে বনকর্মীরা এলাকায় নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি, গ্রামবাসীরাও মশাল নিয়ে রাতে পাহারার ব্যবস্থা করেছেন। দুর্গাপুর বন বিভাগের ডিএফও সুদীপ কুমার জানান, কতগুলি হাতি জঙ্গলে রয়েছে, তা এখনও তাঁদের কাছে স্পষ্ট নয়। এ দিন দুপুরে একটি দাঁতাল-সহ তিনটি হাতি এক বার জঙ্গল থেকে বেরিয়ে ফের ঢুকে গিয়েছে। দলটিকে দামোদর পার করে বাঁকুড়ায় ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে বন দফতরের তরফে জানানো হয়।
|
গরু পাচারের পাণ্ডা-সহ গ্রেফতার ১১ |
বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৬টি ট্রাকসমেত ৯০টি গরু আটক করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে পাচারচক্রের এক পাণ্ডা-সহ ১১ জনকে। বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে এদের ধরে পুলিশ। পুলিশ জানায়, ধৃত ওই পাণ্ডার বাড়ি গাইঘাটা এলাকায়। এদিন বনগাঁ থানার আইসি জাফর আলম স্থানীয় প্রতাপনগর এলাকা থেকে টহল দিয়ে ফেরার সময়ে দেখেন, স্থানীয় তিলির মাঠ থেকে ছয়টি ট্রাকে গরু নিয়ে যাওয়া হচ্ছে। সন্দেহ হওয়ায় প্রথমে তিনি ট্রাকগুলি থামানোর চেষ্টা করেন। কিন্তু তারা না থামায়, তাদের তাড়া করে বেশ কিছুদূর গিয়ে পাকড়াও করে পুলিশ। মহকুমার সীমান্তবর্তী এলাকায় গরু পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি দীর্ঘদিনের। শুক্রবার গাইঘাটার ঝিকড়া এবং সেকাটি গ্রামের বাসিন্দারা গরুপাচার বন্ধের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন। জনপ্রতিরোধ গড়ে তুলে কয়েকটি এলাকায় গরুপাচার বন্ধও করে দিয়েছেন গ্রামবাসীরা। এই অবস্থায় পুলিশের এমন ভূমিকায় গ্রামবাসীরা স্বভাবতই খুশি। এক পুলিশ কর্তা বলেন, “পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলবে লাগাতার। মূল পাণ্ডাদের খোঁজ চলছে।”
|
ফের গন্ডার হত্যার ঘটনা ঘটল রাজ্যে। এ বার ঘটনাস্থল ওরাং জাতীয় উদ্যান। রাজীব গাঁধী জাতীয় উদ্যানের ডিএফও সুশীলকুমার দায়লা জানান, আজ অমূল্য বন শিবিরের কাছে স্ত্রী গন্ডারটির দেহ উদ্ধার হয়। ভোর পাঁচটা নাগাদ গুলির শব্দ পেয়ে বনরক্ষীরা অভিযানে নামে। এতে শিকারিরা খড়্গটি না নিয়েই পালায়। শিকারিদের লক্ষ্য করে রক্ষীরা গুলি চালালেও কেউ হতাহত হয়নি। শিকারিরা যাতে পালাতে না পারে তার জন্য সব শিবিরের রক্ষীদের সতর্ক করা হয়েছে। ঘটনাস্থল থেকে রাইফেলের ফাঁকা কার্তুজ মিলেছে। অন্য দিকে, আজ বিকেলে কাজিরাঙার অগরাতলি রেঞ্জে বরনলনি শিবিরের কাছ থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ মিলেছে। বনবিভাগের সন্দেহ, নিজেদের মধ্যে মারামারি করেই বাঘটির মৃত্যু হয়েছে।
|
ধান ক্ষেতে চিতাবাঘের হানায় জখম হলেন দুই যুবক। পুলিশ জানায়, তিনসুকিয়া জেলার পানিতোলা থানা এলাকার বড়ুয়াহোলা গ্রামের মাঠে চাষ করছিলেন দীপ চেতিয়া ও ডিসেম্বর চেতিয়া। তখনই চিতাবাঘটি তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাড়, হাত, মুখে ক্ষত নিয়ে দু’জন আপাতত হাসপাতালে ভর্তি। |