মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা হুগলিতে |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল হুগলির দু’টি স্কুলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরনাথ নিরোদাসুন্দরী ঘোষ বিদ্যামন্দিরে শুক্রবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৭ ডিসেম্বর ওই স্কুলে নির্বাচন। তৃণমূল তাদের প্রার্থীদের মনোনয়ন তুলতে বাধা দিয়েছে এই অভিযোগে সিপিএম সমর্থকেরা চুঁচুড়া-বাঁশবেড়িয়া রুটের বালির মোড়ে ঘণ্টা দেড়েক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, সিপিএম তাঁদের পতাকা ও ফেস্টুন ছিঁড়ে দিয়েছে। অন্য দিকে, ব্যান্ডেল স্টেশন-সংলগ্ন ব্যান্ডেল বিদ্যামন্দির বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করেও উত্তেজনা দেখা দেয় এ দিন। সিপিএম ও বিজেপির দাবি, তৃণমূল তাদের মনোনয়নপত্র তুলতে বাধা দেয়। এই ঘটনায় তাদের এক কর্মী আহত হয়েছেন বলেও বিজেপির দাবি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই স্কুলেও ১৭ ডিসেম্বর ভোট হওয়ার কথা। সিপিএম নেতা রূপচাঁদ পাল বলেন, “সামান্য স্কুল নির্বাচনেই যদি এই ঘটনা ঘটে, তা হলে পঞ্চায়েত নির্বাচনে কী হবে?” হুগলি-চুচুঁড়ার বিধায়ক তৃণমূলের তপন মজুমদারের বক্তব্য, “পঞ্চায়েত নির্বাচনের আগে বিশৃঙ্খলা তৈরি করাই সিপিএমের লক্ষ্য।”
|
রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে নিজের এবং পরিবারের নিরাপত্তার দাবি জানালেন নিহত পরিবেশকর্মী এবং বালির তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমাদেবী। শুক্রবার দীপা দাশমুন্সির নেতৃত্বে রাজ্য কংগ্রেসের প্রতিনিধিদলের সঙ্গে প্রতিমাদেবী দুই মেয়েকে নিয়ে রাজ্যপালের কাছে যান। জলাভূমি বুজিয়ে প্রোমোটারির বিরুদ্ধে সরব হওয়ায় তপনবাবুকে তৃণমূলের স্থানীয় মন্ত্রী এবং নেতাদের হাতে খুন হতে হয় বলে প্রতিমাদেবীর অভিযোগ। কিন্তু পুলিশ ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ জানান দীপারা। তাঁর অভিযোগ, প্রতিমাদেবীদের হুমকি দেওয়া হচ্ছে। ওঁর মেয়েরা কলেজে যেতে ভয় পাচ্ছেন। পরে দীপা বলেন, “সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।”
|
গুড়াপের একটি হোমে গুড়িয়া নামে এক তরুণীর হত্যাকাণ্ডে ধৃত উদয়চাঁদ কুমারের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। উদয়চাঁদ ওই হোমের সম্পাদক। তাঁর আইনজীবী অসীমেশ গোস্বামী শুক্রবার আদালতে বলেন, উদয়চাঁদ পাঁচ মাস জেল-হাজতে আছেন। অন্য ধৃত ব্যক্তি এবং সাক্ষীদের বয়ান অনুযায়ী উদয়চাঁদ গুড়িয়াকে খুন করেননি বলে সওয়াল করেন কৌঁসুলি। তার পরেই উদয়চাঁদকে জামিনে মুক্তির নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচি ও অসীম মণ্ডলের ডিভিশন বেঞ্চ।
|
আস্তাকুঁড়ে ফেলে রাখা শিশুর ঠাঁই মিলল এক নিঃসন্তান দম্পতির কাছে। শুক্রবার বিকেলে হাওড়ার নিতাইচরণ চক্রবর্তী লেনে নর্দমার ধারে একটি চটের থলে থেকে কান্না শুনে মাস তিনেকের ওই শিশুপুত্রকে উদ্ধার করেন এলাকার বাসিন্দা কার্তিক গুপ্ত ও তাঁর স্ত্রী বিপাশা। পুলিশ জানায়, নিঃসন্তান ওই দম্পতিই শিশুটিকে দত্তক নিতে চেয়ে আদালতের কাছে আবেদন করবেন।
|
দু’সপ্তাহ পিছোল সিঙ্গুর-শুনানি |
সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার শুনানি ফের দু’সপ্তাহ পিছিয়ে গেল। টাটা মোটরসের পক্ষ থেকে শুনানির দিন পিছিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের কাছে আবেদন জানানো হয়। সেই আবেদনের ভিত্তিতে নথি পেশ করার জন্য শুক্রবার টাটা গোষ্ঠীকে আরও দু’সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানির দিন জানানো হয়নি। এর আগে টাটা মোটরসের আবেদনের ভিত্তিতেও তাদের সময় দিয়েছিল আদালত।
|
ট্রাকের ধাক্কায় জখম বাসযাত্রী |
ট্রাকের ধাক্কায় জখম হলেন কয়েক জন বাসযাত্রী। শুক্রবার সকালে ডানকুনির চাকুন্দিতে দিল্লি রোডে এই ঘটনা ঘটে। ২৬ নম্বর রুটের বাসটি শ্রীরামপুর থেকে ডানকুনির দিকে যাওয়ার পথে চাকুন্দিতে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। তখনই পিছন থেকে ট্রাকটি ধাক্কা মারে। অন্য দিকে, এ দিন ভোরে সিঙ্গুরের রতনপুর মোড়ে রাস্তার রেলিং ভেঙে একটি ট্রাক নিচে পড়ে গেলে চালক-খালাসি জখম হন। ধান-বোঝাই ট্রাকটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসছিল। |