টুকরো খবর |
বিষ মদ খেয়ে বিহারে মৃত ৭ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিষ মদ খেয়ে সাত জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আরা জেলার নওয়াদা থানা এলাকার আনাইত গ্রামে। কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সাত জনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এই গ্রামে অধিকাংশ বাসিন্দাই গরিব। তাঁরা মূলত জনমজুরের কাজই করেন। মৃতদের বয়স ৩০ থেকে ৫০ এর মধ্যে। ওসি শিউনারায়ন রাম বলেন, “প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সাইকেল করে এসে অনেকেই এখানে মদ বিক্রি করে। সেখান থেকে মদ কিনে খাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আমরা ওই বিক্রেতাদের খোঁজ করছি।” এ দিকে, গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের একাংশের মদতেই কিছু লোক বাইরে থেকে সাইকেলে করে এসে সংশ্লিষ্ট অঞ্চলে মদ বিক্রি করে। এটা নিয়মিত ঘটনা। পুলিশ বা প্রশাসন সবই জানে।
|
মার্চ থেকে মাঠে নামবে সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লোকসভা নির্বাচনকে সামনে রেখে মার্চ থেকেই মাঠে নামবে সিপিএম। খাদ্য, জমি, বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যের অধিকার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে কেন্দ্র করে গোটা দেশে জাঠা বের হবে। যা পরিণতি পাবে দিল্লির জনসভায়। গত কাল ও আজ পলিটব্যুরোর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। দলীয় বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় স্তরে একটি বিকল্প গড়ে তুলতেই এই কর্মসূচি। কিন্তু প্রশ্ন হল, যেখানে মায়াবতী-মুলায়ম কংগ্রেসকে সাহায্য করে চলেছেন, সেখানে বিকল্প হবে কাদের নিয়ে!
|
রেশন মালিকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
গণবণ্টন ব্যবস্থা নিয়ে রেশন দোকান মালিকদের উদ্বেগ দূর করতে কলকাতায় তাঁদের সঙ্গে বৈঠক করতে চান কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কে ভি টমাস। কেন্দ্রের প্রস্তাবিত খাদ্য-সুরক্ষা আইন ও নগদ ভর্তুকি হস্তান্তরের বিরুদ্ধে ১১ ডিসেম্বর দেশ জুড়ে ধর্মঘটে নামছেন তাঁরা। আজ সৌগত রায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু খাদ্যমন্ত্রীকে স্মারকলিপি দেন। তখনই মন্ত্রী জানান, ১৭ বা ১৮ জানুয়ারি কলকাতায় জাতীয় সম্মেলন ডাকা হোক। তিনি সেখানে এ বিষয়ে আলোচনা করবেন।
|
ঝাড়খণ্ডের ত্রাস আনন্দজি ধৃত |
অসম থেকে গ্রেফতার করা হল ঝাড়খণ্ডের ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেতা অমৃত সিংহ খেড়ওয়াড় ওরফে আনন্দজিকে। ৩৫ বছরের এই শীর্ষ নেতার নামে খুন, তোলাবাজি, অপহরণ, ডাকাতি-সহ ১৮টি মামলা রয়েছে। ঝাড়খণ্ড সরকার তাঁর মাথার দাম ঘোষণা করেছিল ৫ লক্ষ টাকা। বৃহস্পতিবার তেজপুরের একটি লজ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর শ্বশুর অনিল সিংহ খেড়ওয়াড়ও।
|
উদ্ধার বিস্ফোরক |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আত্মসমর্পণকরা জঙ্গির কাছ থেকে খবর পেয়ে উদ্ধার হল বোমা। পুলিশ জানায়, সঞ্জয় মুণ্ডা নামে ওই আলফা জঙ্গি গত কাল আত্মসমর্পণ করে। তাকে জেরা করেই ডিব্রুগড়ের হলদিবাড়ি এলাকা থেকে পুলিশ আজ একটি শক্তিশালী আইইডি উদ্ধার করে। পরে সেটিকে নিষ্ক্রিয় করা হয়।
|
সমৃদ্ধ পাকিস্তান দেখতে চায় ভারত |
শক্তিশালী, সমৃদ্ধশালী ও সুস্থির পাকিস্তানের ছবিই দেখতে চায় ভারত। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ পাকিস্তান পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ঘটনাতেও অত্যন্ত খুশি হয়েছেন তিনি। অন্য দিকে, এই দুই প্রতিবেশী দেশের মধ্যে তৈরি হওয়া মতান্তরগুলিকে অগ্রাহ্য করে বন্ধুত্বের উপর বেশি জোর দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে পাক সেনেটের চেয়ারম্যান সৈয়দ নৈর হুসেন বোখারি জানান, দু’টি দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি করার জন্য দুই দেশের মানুষকে কাছাকাছি আসতে হবে। তার জন্য কূটনৈতিক স্তরে আরও বেশি আদান-প্রদানের প্রয়োজন বলে মনে করেন তিনি।
|
কোণঠাসা বিহারের রাজ্যপাল |
এ বার হাইকোর্টের রায়েও কোণঠাসা হলেন বিহারের রাজ্যপাল দেবানন্দ কোঁয়ার। রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে রাজ্য সরকারকে এড়িয়ে তাঁর আচার্যের পদ ব্যবহার করে রাজ্যপাল উপাচার্য ও সহ-উপাচার্য নিয়োগ করেছিলেন। হাইকোর্ট সেই নিয়োগ খারিজ করে দিয়েছে। সাতটি বিশ্ববিদ্যালয়ের ছয় উপাচার্য ও চার সহ-উপাচার্যের নিয়োগকে বাতিল করে দিয়ে পটনা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছে, রাজ্যপাল এই পদগুলিতে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই নিয়োগ করেছেন। যা বিহার বিশ্ববিদ্যালয় আইনের বিরোধী। হাইকোর্টের রায়ে রাজ্যপালকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করে ৩০ দিনের মধ্যে ওই পদে নতুন করে নিয়োগ করতে হবে। খুশি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “দুই তরফে মতপার্থক্য থাকলে সমস্যা মেটে না।”
|
খুনের বদলা খুন |
বাবার খুনির বুকে গুলি করতে চেয়েছিলেন পঞ্জাব পুলিশের নিহত অফিসার রবীন্দ্রপল সিংহের মেয়ে। শাসক অকালি দলের তরুণ নেতা রণজিৎ সিংহ রানা রবীন্দ্রকে তাঁর মেয়ের সামনেই খুন করে। রবীন্দ্রপলের মেয়ের সাহসিকতার পরিচয় পেয়ে পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল তাঁকে সাব-ইনস্পেক্টরের পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন।
|
রাজ্যসভায় গোনার ভুল |
প্রথমে দেখিয়েছিল সরকারের পক্ষে ১২৩টি ও বিরোধী পক্ষে ভোট পড়েছে ১০৯টি। কিন্তু সরকার পক্ষের সন্দেহ হয়, কিছু ভুল হচ্ছে ভোটযন্ত্রের। কংগ্রেসের রাজীব শুক্ল তাই ফের গোনার আর্জি জানান। দ্বিতীয় বার যন্ত্র ভোট গুনে জানাল, রাজ্যসভায় বিরোধীদের পক্ষে ভোট পড়েছে ১০২টি। রাতে কংগ্রেসের জয়ে যোগ হল বাড়তি একটু আনন্দ।
|
ফেসবুকে মনীষা |
অবশেষে ফেসবুকে বার্তা দিলেন মনীষা কৈরালা। জরায়ুতে ক্যানসারের জন্য মার্কিন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাই দর্শকদের ফেসবুকে আশ্বস্ত করলেন। জানালেন, তাঁর চিকিৎসা ভালই হচ্ছে। দর্শকদের ভালবাসায় তিনি শীঘ্রই সুস্থ হবেন।
|
গ্যাসের নিয়ম |
একই বাড়িতে রান্নার গ্যাসের বহু সংযোগ থাকা সত্ত্বেও ৩১ ডিসেম্বরের মধ্যে নো ইয়োর কাস্টমার (কেওয়াইসি) ফর্ম জমা না দিলে, বন্ধ করে দেওয়া হবে ভর্তুকিতে সিলিন্ডার সরবরাহ। অর্থাৎ, ফর্ম জমার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে বাজার দরে সিলিন্ডার কিনতে হবে। জানিয়েছেন মন্ত্রী।
|
সরলো ক্যামেরা |
পুরীর সমুদ্রসৈকতে ঘুরতে আসা মহিলা পর্যটকদের উত্যক্ত করার ঘটনা দিন দিন বাড়ছিল। নজর রাখার জন্য দু’টি সিসিটিভিও লাগিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু অভিযোগ, সেই ক্যামেরায় মহিলাদের স্নানের ছবিও উঠে যাচ্ছে । তাই তাঁদের আপত্তিতে শুক্রবার খুলে নেওয়া হল সিসিটিভি দু’টি।
|
নিগ্রহের জেরে আত্মহত্যা |
স্কুলে যাওয়ার পথে প্রায় রোজই যৌন হেনস্থা করত ২৩ বছরের এক যুবক। কাউকে বলতে না পেরে অবশেষে আত্মহত্যা করে মুক্তির পথ বেছে নিল বছর পনেরো এক যুবতী। তাঁর মৃত্যুর পর এক বন্ধু এ কথা জানায় পুলিশকে। যুবককে গ্রেফতার করা হয়েছে।
|
পাকিস্তানের হিংসা |
ভারতীয় অর্থনীতির উন্নতি পাকিস্তানের হিংসার কারণ। যার ফল ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে এই মন্তব্য করেন। এও বলেন বিস্ফোরণে অভিযুক্ত দুষ্কৃতীরা কেউ ছাড় পাবেন না। এমনকি দাউদ ইব্রাহিমও না। তাদের সকলকে কাঠগড়ায় তোলা হবে।
|
চাঙ্গা করতে |
এয়ার ইন্ডিয়া (এআই)-কে চাঙ্গা করতে আরও ২,০০০ কোটি টাকা শেয়ার মূলধন জোগাবে কেন্দ্র। শুক্রবার এ কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
|
দুর্ঘটনায় মৃত্যু |
শুক্রবার সন্ধ্যায় ধুবুরির ছাগলিয়ায় ট্রাক ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কোরবান আলি (২২)। |
|