|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
অন্ধকার ও আলোর সংঘাত |
মৃণাল ঘোষ |
আলোকচিত্রীদের একটি সংগঠন ‘আলোকরেখায়’। সম্প্রতি অ্যাকাডেমিতে এদের একাদশতম সম্মেলক প্রদর্শনী অনুষ্ঠিত হল। বিষয় ও ভাবনার বৈচিত্র এবং অভিনবত্ব প্রদর্শনীটিকে খুবই উপভোগ্য করেছে। |
|
বিল্বনাথ চট্টোপাধ্যায়ের সাদা-কালো ছবিতে আলো ও অন্ধকারের সংঘাত অত্যন্ত মায়াবী পরিমণ্ডল তৈরি করেছে। ড. হীরক মুখোপাধ্যায়, অভিজিৎ ভট্টাচার্য,প্রবীর মুখোপাধ্যায় প্রমুখ অন্যান্য শিল্পীর প্রকাশভঙ্গিতেও যথেষ্ট স্বাতন্ত্র্য রয়েছে।
|
প্রদর্শনী |
চলছে
সিমা: ‘বিটুইন ডার্কনেস অ্যান্ড ম্যাজিক’ ৫ জানুয়ারি পর্যন্ত।
বিড়লা অ্যাকাডেমি: ‘থার্ড আই ফোটোগ্রাফি উৎসব’ ৯ পর্যন্ত।
কেমোল্ড: শেখর দাস, তাপস বেরা প্রমুখ ১০ ডিসেম্বর পর্যন্ত।
জি সি লাহা: ওকুলার ১৫ ডিসেম্বর পর্যন্ত।
অ্যাকাডেমি: সৌমেন খামরুই ১৪ ডিসেম্বর পর্যন্ত।
গ্যালারি গোল্ড: জীবন, সুরজিৎ প্রমুখ ১২ ডিসেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|