ব্রিটেনে মালালার সঙ্গে দেখা করবেন জারদারি |
মালালা ইউসুফজাইয়ের সঙ্গে দেখা করতে ব্রিটেন যাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বিদেশমন্ত্রী হিনা রব্বানি খারের সঙ্গে ইরান সফর সেরে ব্রিটেনে গিয়ে মালালার সঙ্গে দেখা করবেন তিনি। কোনও কূটনৈতিক কারণে নয়, শুধু মালালার সঙ্গে দেখা করতেই ব্রিটেন যাচ্ছেন জারদারি। তাঁর এই সৌজন্যে মুগ্ধ ব্রিটেনের বিদেশ মন্ত্রক। নারী শিক্ষার প্রসারের জন্য তালিবানি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুলে যাওয়ার অপরাধে অক্টোবর মাসে তালিবানের হাতে গুলিবিদ্ধ হয় ১৪ বছরের কিশোরী মালালা। ব্রিটেনের হাসপাতালে চিকিৎসার পর সেরে উঠেছে সে।
|
ইচ্ছে হলেই মিলবে চাঁদে যাওয়ার টিকিট। গোল্ডেন স্পাইক নামে আমেরিকার এক বেসরকারি সংস্থা মানুষের হাতের মুঠোয় এনে দিল অনবদ্য এই সুযোগ। খরচ, মাথাপিছু ৭৫ কোটি ডলার। ২০২০ সাল থেকে শুরু হচ্ছে এই চন্দ্র অভিযান। কর্তৃপক্ষের আশা, ২০১৪-র মধ্যেই বেছে নেওয়া সম্ভব হবে অভিযানের সঙ্গী উপযুক্ত চন্দ্র যানটি। গত আড়াই বছর ধরে চাঁদে যাওয়ার এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে নিরন্তর পরিশ্রম করে চলেছেন নাসার এক দল অবসরপ্রাপ্ত বিজ্ঞানী। গোল্ডেন স্পাইকের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এশিয়া, ইউরোপের দেশগুলির সঙ্গে। আশা করা হচ্ছে ফলপ্রসূই হবে তাঁদের এই উদ্যোগ।
|
জামাকাপড় বিক্রি করবেন লিন্ডসে |
অর্থ সঙ্কট থেকে রক্ষা পাওয়ার এক অভিনব উপায় বার করেছেন আমেরিকার অভিনেত্রী, গায়িকা ও ফ্যাশন ডিজাইনার লিন্ডসে লোহান। একটি পোশাক বিপণীতে তাঁর বেশ কিছু পোশাক, জুতো ও অন্যান্য সামগ্রী বেশ চড়া দামে বিক্রি করতে দেখা গিয়েছে তাঁর ছোট বোন আলিকে। সম্প্রতি শুল্ক বিভাগের পক্ষ থেকে লিন্ডসের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। অগত্যা এই ব্যবস্থা।
|
রহস্যজনক মৃত্যু সেই নার্সের |
কেট মিডলটনের সন্তানসম্ভবা হওয়ার খবর নিজের অজান্তেই ফাঁস করেছিলেন যে নার্স, শুক্রবার তাঁর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, আত্মঘাতী হয়েছেন জেসিন্থা সালডানহা। বুধবার অস্ট্রেলিয়ার এক রেডিও চ্যানেল থেকে রানি দ্বিতীয় এলিজাবেথ ও রাজকুমার চার্লসের গলা নকল করে ফোন করেন দুই সঞ্চালক। ফোন ধরেন জেসিন্থা। এর পরেই গোটা বিশ্ব জেনে যায় কেটের সন্তানসম্ভবা হওয়ার খবর।
|
বোফা টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০০। এখনও নিখোঁজ প্রায় ৪০০ জন। দিনরাত চলছে উদ্ধার কাজ। ঘরছাড়া প্রায় ৩ লক্ষ মানুষ ঠাঁই নিয়েছেন অস্থায়ী আশ্রয় শিবিরে।
|
মারা গেলেন জ্যাজ শিল্পী ডেব ব্রুবেক। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। হদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। |