বর্ধমানে হতে চলেছে পূর্বাঞ্চল ও সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। বর্ধমান গত বার পূর্বাঞ্চল রানার্স বলে তারা ৩০ ডিসেম্বর কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে। পূর্বাঞ্চল প্রতিযোগিতা হবে ২৪-৩১ ডিসেম্বর। সর্বভারতীয় প্রতিযোগিতা হবে ২-৮ জানুয়ারি। ম্যাচগুলি হবে মোহনবাগান মাঠ, স্পন্দন কমপ্লেক্স ও সাই প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে। প্রতিযোগিতা উপলক্ষে ৩০ জনের দল বাছাই করে আবাসিক শিবির করছে বর্ধমান। বর্ধমানের নামী ফুটবল কোচ ও বেশ কয়েকবার সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যলয় প্রতিযোগিতায় আশুতোষ কাপ জেতা রথীন ভট্টাচার্যকে প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।
|
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন সুপার লিগ ফুটবলের শুক্রবারের জিবিএফসি মাঠের খেলায় জিতল ক্লাব ডিএসএমএস। তারা ৩-২ গোলে হোস্টেল এসিকে হারায়। ক্লাব ডিএসএমএসের পাপ্পু কর্মকার দু’টি গোল করেন। অপর গোলটি করেন সঞ্জীব ওঁরাও। বিজিত দলের হয়ে গোল করেন শিবানন্দ মুর্মু ও তাপস কৈতা। ডিপিএসএ মাঠের খেলায় রবীন্দ্রভবন ১ গোলে হারায় আইএন দিশারি সঙ্ঘকে। গোল করেন অরজিৎ মশান।
|
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে জিতল মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি। বার্নপুর ফুটবল স্টেডিয়ামে তারা যাদবপুর এক্স এফএ-কে ১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। |