টুকরো খবর
চাকরি দেওয়ার নামে প্রতারণা
রেলের ভুয়ো নিয়োগপত্র দিয়ে টাকা নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল আসানসোল জিআরপি থানার পুলিশ। ধৃতদের নাম রাজীবপ্রসাদ গোয়েল ও নরেন্দ্রকুমার। বাড়ি উত্তরপ্রদেশের গাজিপুরে। বৃহস্পতিবার বিকেলে আসানসোল স্টেশনের টিকিট কাউন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের আসানসোল আদালতে তোলা হয়েছে। পুলিশ ও রেলের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা জানান, বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা সুনীল রাজভর ও তাঁর দুই সঙ্গী আসানসোল ডিআরএম অফিসে আসেন। এদের হাতে রেলের নিয়োগের চিঠি ছিল। সন্দেহ হওয়ায় পূর্ব রেলের আসানসোল ডিভিশনের দুর্নীতি দমন শাখার অফিসার মলয় মজুমদার ও রেলের সিআইবি ইন্স্পেক্টর দীপঙ্কর দে ওই নিয়োগপত্রগুলি পরীক্ষা করেন। পরে ডিভিশনের সিনিয়র ডিপিও অবধেশ কুমার জানিয়ে দেন, ওই নিয়োগপত্রগুলি জাল। এর পরে দুর্নীতি দমন শাখা ও সিবিআইয়ের আধিকারিকেরা সুনীলবাবু ও তাঁর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন দুই ব্যক্তিকে তাঁরা নিয়োগপত্র বাবদ আড়াই লক্ষ টাকা দিয়েছেন। বৃহস্পতিবার তাঁরা টিকিট কাউন্টারের সামনে থেকে টাকা নিতে আসবেন। এর পর ওই অফিসারেরা টিকিট কাউন্টারের সামনে থেকে ওই দু’জনকে গ্রেফতার করেন।

চুরি যাওয়া পাইপ উদ্ধার, ধৃত ৫ রক্ষী
ঠিকাদার সংস্থার চুরি যাওয়া ১৪টি লোহার পাইপ বৃহস্পতিবার রাতে উদ্ধার করল পুলিশ। দুর্গাপুরের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি’র (এনআইটি) একটি নির্মীয়মান ভবন থেকে ওই পাইপগুলি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে এনআইটি’র পাঁচ জন বেসরকারি নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এনআইটিতে একটি নতুন বহুতল ভবনের নির্মাণ করছে একটি ঠিকাদার সংস্থা। সেই কাজে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের লোহার পাইপ, যা দিয়ে বেশ উঁচুতে কংক্রিটের মশলা পাঠানো যায়। ঠিকাদার সংস্থার জিএম সন্তোষ কুমার পুলিশের কাছে অভিযোগ করেন, রবিবার ভোর রাতে ১৪-১৫ জনের একটি দুষ্কৃতী দল সংস্থার নিরাপত্তাকর্মীদের আটকে রেখে ১৪টি লোহার পাইপ নিয়ে পালায়। শুক্রবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব) মুরুগান জানান, পাইপগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এনআইটি’র ৫ বেসরকারি নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করেছে।

ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইনের কাজ চলছে দাঁইহাটে। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়

জল সরবরাহ নিয়ে ক্ষোভ জামুড়িয়ায়
জল সঙ্কট তীব্র আকার নিল জামুড়িয়ার ১৪ নম্বর ওয়ার্ডের ইকড়া, তেলিপাড়া, মহিষাবুড়ি, মামুদপুর, চণ্ডীপুর ও সার্থকপুর এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, কলের খুঁটি থাকলেও সেখান থেকে জল পড়ছে না। পাশাপাশি, যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত। জামুড়িয়ার রানিগঞ্জ ভায়া ইকড়া রুটের পথ এক বছর ধরে বন্ধ। সমস্যা সমাধানের জন্য তৃণমূলের ১৪ নম্বর ওয়ার্ড কমিটির তরফে পুরপ্রধানকে দাবিপত্র দেওয়া হয়। কমিটির সভাপতি গুণময় বাউড়ি জানান, দরবারডাঙা জল প্রকল্প থেকে ওই সব এলাকায় পাইপ বসিয়ে জল দেওয়া শুরু হয়। কিন্তু দিন কয়েক পর থেকেই তা মিলছে না। ছ’ইঞ্চি পাইপের পরিবর্তে তিন ইঞ্চি পাইপে জল সরবরাহও অবৈজ্ঞানিক বলে দাবি। রাজ্যে সরকার পরিবর্তনের পরে ৪টি বাস এই রুটে চলছে না বলে পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন তাঁরা। ভাস্করবাবু জানান, জল নিয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বাস চলাচলের জন্য মহকুমাশাসকের কাছে আবেদন জানাবেন তিনি।

বাস ও লরির ধাক্কায় জখম ৫
বাস ও লরির সংঘর্ষে আহত হলেন পাঁচ জন যাত্রী। পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে শুক্রবার ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বাসটি আসানসোল থেকে লালগোলা যাচ্ছিল। কাঁকসার মিনি বাজারের কাছে রাস্তার খন্দ এড়াতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল থমকে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বুধবার ওই সড়কের ত্রিলোকচন্দ্রপুরের কাছে একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দুর্গাপুর-রায়গঞ্জগামী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের সংঘর্ষে ৩০ জন জখম হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্য সড়কের সংস্কার না হওয়ায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

থানায় বিক্ষোভ ডিওয়াইএফ-এর
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে অন্ডাল থানা ঘেরাও করল ডিওয়াইএফ এবং এসএফআই।
‘তৃণমূল ও পুলিশি সন্ত্রাসে’র অভিযোগে ডিওয়াইএফ ও এসএফআইয়ের নেতৃত্বে অন্ডাল থানায় শুক্রবার বিক্ষোভ দেখালেন সংগঠনের কয়েক হাজার সমর্থক। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসে আক্রান্ত হচ্ছে বামপন্থী যুব সংগঠনের সদস্যেরা। অভিযোগ, পুলিশ অভিযুক্তদের না ধরে আক্রান্তদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। বিক্ষোভ শেষে তারা অন্ডাল থানার ওসির হাতে দাবিপত্র তুলে দেন। পুলিশ সূত্রে জানানো হয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে।

কোলিয়ারি চালু করার দাবি
কোলিয়ারি চালু করার দাবিতে আইএনটিটিইউসি, আইএনটিইউসি এবং সিটুর নেতৃত্বে জে কে নগর কোলিয়ারিতে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা রামচন্দ্র সিংহ, চণ্ডী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাঁদের দাবি, ভূগর্ভের জল বের না করেই খনি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খনির এজেন্ট এস কুমারের হাতে এ ব্যাপারে দাবিপত্র তুলে দেন তাঁরা। যদিও খনির এজেন্টের দাবি, প্রযুক্তিগত সমস্যার কারণেই খনি বন্ধ হয়ে রয়েছে। ঠিক সময়ে খোলা হবে।

পঞ্চায়েত ভোট নিয়ে সর্বদল বৈঠক হল জেলাশাসকের দফতরে।

বধূ নির্যাতন, ধৃত
বধূ নির্যাতনের অভিযোগে জামুড়িয়ার পাথরপুর এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নিতাই গড়াই। তাঁর স্ত্রী পূর্ণিমা গড়াই জামুড়িয়া থানায় লিখিত অভিযোগে জানান, ১৯৮৯ সালে তাঁর সঙ্গে বিয়ে হয় নিতাইবাবুর। মাস দুই আগে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। শুক্রবার ধৃতকে আদালতে তুলেছে পুলিশ।

মা কেন শিশুদের ফেরত পাননি, রিপোর্ট তলব
শিশুকল্যাণ সমিতির নির্দেশ সত্ত্বেও মা শিশুদের ফিরে পাননি। রাজ্য মানবাধিকার কমিশন এই বিষয়ে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলল দুর্গাপুর-আসানসোলের পুলিশ কমিশনারকে। কমিশন সূত্রের খবর, এক প্রবাসী বাঙালি দম্পতির দুই সন্তানকে নিজেদের হেফাজতে নেয় নরওয়ে সরকার। পরে বিদেশ মন্ত্রকের মধ্যস্থতায় তাদের দেশে ফেরানো হয়। কুলটিতে কাকা অরুণাভ ভট্টাচার্যের কাছে রয়েছে অভিজ্ঞান ও ঐশ্বর্যা নামে ওই দু’টি শিশু। কমিশন সূত্রের খবর, অরুণাভবাবুর বাড়িতে দু’টি শিশুর ‘যথাযথ’ যত্ন হচ্ছে না বলে জানিয়ে মা সাগরিকা চক্রবর্তীর কাছে তাদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় শিশুকল্যাণ সমিতির বর্ধমান শাখা। ৮ নভেম্বর সমিতি-সদস্যদের নিয়ে সাগরিকাদেবী সন্তানদের আনতে গেলে পড়শিরা বাধা দেন। পুলিশও সাগরিকাদেবীকে সাহায্য করেনি বলে অভিযোগ। শুক্রবার এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিকে নিয়ে কমিশনে অভিযোগ জানান ওই মহিলা। কমিশনের চেয়ারম্যান বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় তার পরেই পুলিশ কমিশনারের রিপোর্ট তলব করেন।

খনির জলে চাষ
আসানসোলের পরিত্যক্ত কয়লা খনির জমা জল সেচের কাজে ব্যবহার করতে চায় সেচ দফতর। শুক্রবার মহাকরণে সেচ অফিসারদের সঙ্গে বৈঠকের পরে সেচমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় বলেন, “আসানসোলে পরিত্যক্ত খনিতে পাঁচ লক্ষ একর ফুট জল থাকে। সেই জল রবি ও বোরো চাষে লাগানো হবে।” খেতে জল নিয়ে যেতে হলে পাইপলাইন দরকার। তার টাকা কোথা থেকে আসবে, তা পরিষ্কার নয়। সেচমন্ত্রীর কথায়, কংসাবতী, ময়ূরাক্ষী এবং ডিভিসি থেকে চাষের জল পাওয়া যায়। কিন্তু তিলপাড়া ও হিঙ্গলঘাট জলাধারে পলি জমে যাওয়ায় জল পেতে সমস্যা হচ্ছে। পলি কাটা শুরু হয়েছে। গত বছর রবি ও বোরে চাষের জন্য প্রায় ছ’কোটি টাকার জল কিনতে হয়েছিল। খনির জল পেলে আর কিনতে হবে না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.