• মদনমোহনের মূর্তি নেই। ফলে রাসমেলায় আসা পেতলের দেব দেবীর মূর্তি বিক্রির স্টলে ঘুরে এমন হতাশা নিয়ে ফিরতে হচ্ছে আগ্রহী ক্রেতাদের। ওই ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতারা জানাচ্ছেন, রাধাকৃষ্ণ, গোপাল, কালী সহ বিভিন্ন দেবদেবীর পেতলের মূর্তি ওই সব দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু যাকে কেন্দ্র করে মেলা সেই মদনমোহন দেব থাকবেন না এটা মানা যায় না।
•
বাংলাদেশের শাড়ির দোকানে প্রতি দিনই ভিড় উপচে পড়ছে মহিলাদের। রকমারি ঢাকাই জামদানি, তাঁত দেখে কিনেও নিচ্ছেন অনেকে। কয়েকজন তো বলেই দিচ্ছেন, আরে বাংলাদেশের শাড়ি ঘরে বসে এ ভাবে কেনার সুযোগ হাতছাড়া করা যায় নাকি? |
রাসমেলায় মিলছে বেনারসি পান। ছবি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব। |
•
রাসমেলায় নজর কাড়ছে স্পাইডারম্যান। স্টলে বোর্ডের ওপর অবিকল ওঠানামা করছে ওই স্পাইডারম্যানেরা। দাম ১০ টাকা। কচিকাঁচাদের চাহিদার তালিকার প্রথম সারিতে থাকা ওই খেলনা মেলার মাঠে বিক্রিও হচ্ছে ভাল।
• বেনারসি পান খেতে চান। বেনারস যাওয়ার দরকার নেই। রাসমেলা চত্বরে পানপ্রেমীদের মন ভরাতে হাজির বিক্রেতারা। মোগলাই, কাটলেট কিংবা জিলিপি যাই খান, বাড়ি ফেরার মুখে বেনারসি পান মুখে পুরছেন সকলেই।
•
মুম্বইয়ের খ্যাতনামা সঙ্গীতশিল্পী বিনোদ রাঠৌর আসছেন রাসমেলায়। ১০ ডিসেম্বর পুরসভার সাংস্কৃতিক মঞ্চে গান পরিবেশন করবেন তিনি। মেলায় এসে এমন একটা বাড়তি পাওনা ভাবা যায়! |