মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল মোটর বাইক আরোহীর। পুলিশ জানায় মৃতের নাম দিনু সরেন (৪৫)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডের ডুকিতে। এরপর উত্তেজিত বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে মেদিনীপুর-রানিগঞ্জ সড়ক অবরোধ করেন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রায় ঘন্টা দেড়েক অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল দশটা নাগাদ চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকি গ্রামেরই বাসিন্দা পেশায় ঠিকাকর্মী দিনুবাবু মোটর বাইকে চেপে চন্দ্রকোনা রোডের দিকে যাচ্ছিলেন। তখন মেদিনীপুর থেকে আসা একটি মিনি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। চালক পলাতক। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধল কেশপুরে। বৃহস্পতিবার বিকেলে সরিষাখোলার এই সংঘর্ষে জখম হন ৪ জন। দুলাল মল্লিক, কিংশুক মল্লিক এবং চন্দন প্রামাণিক নামে ৩ জনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। জখমদের মধ্যে দুলালবাবুর আঘাত গুরুতর। তৃণমূল নেতৃত্ব অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তীর মোবাইল ফোন বন্ধ ছিল। আর প্রাক্তন ব্লক সভাপতি চিত্ত গরাই বলেন, “এমন কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।”
|