চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিরুদ্ধে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়ে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হল লিওনেল মেসিকে। ম্যাচও ০-০ শেষ হল। রবিবার লা লিগায় রিয়াল বেটিসের বিরুদ্ধে মেসি অনিশ্চিত। যদিও বার্সার তরফে জানানো হয়েছে, চোট গুরুতর নয়। এক নম্বর বার্সার সঙ্গে এই গ্রুপ থেকে নকআউটে গেল সেল্টিক। স্পার্টাক মস্কোভাকে ২-১ হারিয়ে। ‘ই’ গ্রুপে বড় ব্যবধানে জিতেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল গত বারের চ্যাম্পিয়ন চেলসি। নর্ডসজিল্যান্ডের বিরুদ্ধে চেলসি ৬-১ জিতল। লিগ ইতিহাসে এই প্রথম আগের বারের চ্যাম্পিয়ন নকআউটে উঠল না। এই গ্রুপে শাখতারকে ১-০ হারিয়ে শেষ ষোলোয় উঠল জুভেন্তাস। সঙ্গে শাখতারও। অন্য গ্রুপ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আগেই নক আউটে উঠে গেলেও গত রাতে তারা ০-১ হেরেছে সিএআর ক্লুজ-এর কাছে। এ ছাড়া নকআউটে উঠল গালাতাসারে, বায়ার্ন মিউনিখ এবং ভ্যালেন্সিয়া। এ দিনই ইউরো নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল। আর কোনও বিশেষ একটি কিংবা দু’টি দেশ নয়। ২০২০ ইউরো কাপের আসর বসবে গোটা ইউরোপ জুড়েই। গত জুনেই এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন উয়েফার প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। বৃহস্পতিবার লুসানে উয়েফার সভায় তা সবুজ সঙ্কেত পেয়েছে।
|
ব্রাজিল মাস্টার্সের হয়ে ম্যাচ খেলতে কলকাতায় চলে এলেন কলম্বিয়ার কিংবদন্তি গোলকিপার রেনে হিগুয়েতা। স্প্যানিশ ছাড়া আর কোনও ভাষায় কথা বলতে পারেন না। কিন্তু তাতে কী? দোভাষীর সাহায্যে বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমেই উচ্ছ্বসিত হিগুয়েতা বলে দিলেন, ‘‘পেলে, মারাদোনার মতো ফুটবলাররা কলকাতায় এসে ঘুরে গিয়েছেন। আমিও এখানে আসতে পেরে দারুণ খুশি। শনিবারের ম্যাচের জন্য মুখিয়ে আছি।” বিকেলে ঘুরে দেখলেন যুবভারতী। যেখানে আইএফএ একাদশ ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময়ও কাটালেন হিগুয়েতা। পরে বললেন, “আমার জীবনে নির্দিষ্ট করে কোনও বিশেষ মুহূর্ত নেই। কলকাতায় এসেছি। এটাই আমার কাছে একটা বিশেষ মুহূর্ত।” যুবভারতীর কৃত্রিম ঘাস ছুঁয়ে প্রথমিক পরীক্ষা-নিরীক্ষাও সেরে নিলেন হিগুয়েতা।
|
রবিবার কলকাতায় যখন আই লিগের ডার্বি তখন সাগরপারেও ডার্বির উত্তেজনা। এত্তিহাদ স্টেডিয়ামে ইপিএল-এর ম্যাচে ফার্গুসনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ মানচিনির ম্যাঞ্চেস্টার সিটি। ১৫টা করে ম্যাচ খেলার পর লিগ টেবলে শীর্ষস্থানে থাকা রুনিদের পয়েন্ট ৩৬, আগেরো-তেভেজরা ৩৩ পয়েন্টে দুইয়ে। গত মরসুমে ১-৬ হারার লজ্জা-সহ ইপিএল-এর দুই সাক্ষাতেই মাথা হেঁট হয়েছিল ফার্গুসনের। এ বার তিনি প্রতিশোধ চান। বলেছেন, “সিটিকে হারাতে পারলে সেটা হবে আমার কেরিয়ারের অন্যতম সেরা জয়।”
|
কলকাতা বাস্কেটবল সংস্থার মাঠে আয়োজিত সিনিয়র নকআউট বাস্কেটবলে গ্রুপ লিগ পর্যায়েই বিদায় নিল বর্ধমানের ছেলেরা। তারা প্রথম ম্যাচে কলকাতা পুলিশকে ৪-৩৯ পয়েন্টে হারায়। পরের দু’টি ম্যাচে পোর্ট ট্রাস্ট ও সেন্ট জেভিয়ার্স কলেজের কাছে বড় ব্যবধানে হারে। বর্ধমানের মেয়েরা অবশ্য ৫২-৪৩ পয়েন্টে চেতলা পার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেমিফাইনালে উঠতে গেলে শুক্রবার তাদের হারাতে হবে রাখী সঙ্ঘকে।
|
জলপাইগুড়ি স্টেডিয়ামে শিলিগুড়ির কাছে হেরে আন্তঃজেলা সিনিয়র টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা থেকে বিদায় নিল বর্ধমান। প্রথমে ব্যাট করে বর্ধমান ২০ ওভারে ৯৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ২৫ করেন অর্ণব ঘোষ। জবাবে শিলিগুড়ি করে ১৯.৩ ওভারে ৯৬-৫।
|
পিতৃবিয়োগ হল ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়ার। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিকিমের তিঙ্কিতামের বাসভবনেই মারা গেলেন সোনাম ভুটিয়া। |