টুকরো খবর
সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশন
ধর্মনিরপেক্ষতার প্রশ্নে মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক দিলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার। বৃহস্পতিবার এক কনভেনশনে তিনি বলেন, “আমরা নির্বাচনের কথা মাথায় রেখে সাম্প্রদায়িক বিভাজনের পথে হাঁটি না। ধর্মনিরপেক্ষতাকে আরও শক্তিশালী ও মজবুত করতে হবে। ধর্মনিরপেক্ষতার প্রশ্নে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে সমস্ত মানুষকেই এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।” জেলা বামফ্রন্টের ডাকে বৃহস্পতিবার এক সাম্প্রদায়িকতা-বিরোধী কনভেনশন হয় মেদিনীপুর শহরে। বিকেলে শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার, সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা, আরএসপির জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা সুকুমার ভুঁইয়া প্রমুখ। কনভেনশনে দীপকবাবু বলেন, “রাজনীতিতে ধর্মের কোনও জায়গা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বামফ্রন্টের আমলে এ রাজ্যে আরও মজবুত ও দৃড় হয়েছিল। এখন আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। রাজনীতিতে সাম্প্রদায়িক অনুপ্রবেশ রুখতে হবে।”

ভট্টর কলেজের ৫০ বছর
সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা। ছবি: কৌশিক মিশ্র।
সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হল দাঁতনের ভট্টর কলেজে। বৃহস্পতিবার কলেজে সুবর্ণ জয়ন্তী ভবনের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। ছিলেন ওড়িশার বালেশ্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুমারবর দাস। অধ্যক্ষ পবিত্র কুমার মিশ্র জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২২ লক্ষ টাকায় তৈরি সুবর্ণ জয়ন্তী ভবনে রয়েছে ছাত্র সংসদ কক্ষ, ছাত্র ও শিক্ষকদের আলাদা কমন রুম। কলেজে আইটিআইয়ের উদ্বোধন করেন কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এ দিন বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিরও আবরণ উন্মোচন করা হয়। আজ, শুক্রবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ সাহায্যে ‘সৌরজগতের নতুন রূপ’ বিষয়ে একটি সেমিনার হবে। উপস্থাপক কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারি। শনিবার কলেজ ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল নেতা মুকুল রায়। উৎসবের শেষ দিন রবিবার পুর্নমিলন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জাতীয় সড়কে লরি হাইজ্যাকে ধৃত পাঁচ যুবক
জাতীয় সড়ক থেকে লরি ‘হাইজ্যাক’ করার ঘটনায় জড়িত অভিযোগে ৫ জন যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতদের ১২ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ হয়। খড়্গপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “নির্দিষ্ট অভিযোগেই ৫ জন যুবককে গ্রেফতার করা হয়েছে।” এই ঘটনায় আগে রাজ গোস্বামী, রাজু রাণা-সহ ৩ জন গ্রেফতার হয়েছিল। মেদিনীপুর থেকে বুধবার ধরা হয় প্রসেনজিৎ কুড়ি, শেখ চাঁদ, শেখ সইদুল ইসলাম, শেখ সাদ্দাম ও শেখ টুকুনকে। সকলেরই বাড়ি শহরের অলিগঞ্জ, ছোটবাজার ও আশপাশ এলাকায়। সব মিলিয়ে ধৃতের সংখ্যা দাঁড়াল ৮। লরি ‘হাইজ্যাক’ করার ঘটনাটি ঘটেছিল গত ৩০ জুলাই রাতে। ঠান্ডা পানীয়ের বোতল বোঝাই লরিটি খড়্গপুরের চৌরঙ্গি ও সাদাতপুরের মাঝে এক জায়গায় দাঁড় করিয়য়ে বিশ্রাম নিচ্ছিলেন চালক। তখনই কয়েকজন যুবক এসে লরিতে উঠে চালককে মারধর করেন। পরে তাদেরই একজন লরি চালাতে শুরু করে। মেদিনীপুরে গোপের জঙ্গলের কাছে চালককে নামিয়ে লরি নিয়ে চম্পট দেয় ওই যুবকেরা। পরে কোলাঘাটের একটি জায়গা থেকে লরিটি উদ্ধার করা হয়।

আগুন নিয়ে ধন্দ
গোপীনাথপুরে পোড়া বাড়ি দেখছেন বিডিও
প্রথমে ধোঁয়া, তারপর হঠাৎই দেখা গেল আগুন ধরেছে খড়ের ছাউনি দেওয়া বাড়িতে। দিন সাতেক ধরে এমনটাই চলছিল খড়্গপুর ২ ব্লকের গোপীনাথপুর গ্রামের আদিবাসী পাড়ায়। বৃহস্পতিবার গ্রামে গিয়ে বিডিও সোমা দাস আতঙ্ক না ছড়ানোর আবেদন জানান। তিনি বলেন, “মিথেন গ্যাসের কারণে এমনটা হতে পারে। কারণ, আশপাশে অনেকগুলি মজে যাওয়া ডোবা আছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলাও। তাঁর মতে, “যাই হোক না কেন, এটা কোনও অলৌকিক ঘটনা নয়। জঙ্গলে মাঝেমধ্যে এমন ঘটে।” খড়্গপুর আইআইটিকেও বিষয়টি জানাতে উদ্যোগী হচ্ছে প্রশাসন।

এসইউসি-র সভা
বৃহস্পতিবার এক সাম্প্রদায়িকতা বিরোধী সভার আয়োজন করল এসইউসি। মেদিনাপুরের এলআইসি চকে সভাটি হয়। এসইউসির অভিযোগ, রাজনৈতিক সুবিধে পেতে বিজেপি বাবরি মসজিদ ধ্বংস করতে গিয়েছিল। প্রচ্ছন্ন মদত ছিল কংগ্রেস সরকারেরও। সেই ঘটনার ২১ বছর হল। এখনও বিভিন্ন রাজনৈতিক দল সাম্প্রদায়িকতা উস্কে সুবিধে আদায়ের চেষ্টা চালাচ্ছে। এ সব দূরে সরিয়ে সম্প্রীতির বন্ধন জোরদার করার আহ্বান জানানো হয়।ন সভায় ছিলেন সংগঠনের মেদিনীপুর গ্রামীণ লোকাল কমিটির সদস্য স্বপন পাত্র, মেদিনীপুর লোকাল কমিটির সদস্য দীপক পাত্র, অক্ষয় খান।

লোধা ছাত্রদের জন্য
লোধা ছাত্রছাত্রীদের পাঠ্যসামগ্রী দিয়ে সাহায্য করল ‘ইউনাইটেড ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন’। বৃহস্পতিবার নারায়ণগড়ের ‘বিদিশা’য় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বই, খাতা, কলম দেওয়া হয় ছাত্রছাত্রীদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার আঞ্চলিক সম্পাদক নিরঞ্জন মণ্ডল ও সহ-সভাপতি বিকর্তন চাঁদ।

পিরাকাটায় ক্রীড়া
সদর দক্ষিণ চক্রের ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং ৮ ম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হল বৃহস্পতিবার। শালবনির পিরাকাটায় অনুষ্ঠানে ছিলেন বিডিও জয়ন্ত বিশ্বাস, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, অবর বিদ্যালয় পরিদর্শক তপন হুই, সদর দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক অরুণাভ প্রহরাজ। সব মিলিয়ে ৮৫টি প্রাথমিক বিদ্যালয়, ৭৪টি শিশুশিক্ষা কেন্দ্র ও একটি শিশু শ্রমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে যোগ দেয়। সফলদের এ দিনই পুরস্কৃত করা হয়। ‘শিশু মিত্র’ পুরস্কার প্রাপ্ত শালবনির ধাপড়া প্রাথমিক স্কুলকেও বিশেষ সম্মান জানানো হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.