|
|
|
|
আজ থেকে ফের উৎপাদন চালু ভদ্রেশ্বরের কারখানায় |
নিজস্ব সংবাদদাতা • ভদ্রেশ্বর |
প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে মিটল সমস্যা। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যাওয়া ভদ্রেশ্বরের বিঘাটির রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় আজ, শুক্রবার থেকে ফের চালু হচ্ছে উৎপাদন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে ১১ দফা দাবিতে শ্রমিকেরা আন্দোলন চালাচ্ছিলেন, তা নিয়ে বৃহস্পতিবার চন্দননগরের সহকারী শ্রম কমিশনার কালীদাস দত্তের উপস্থিতিতে এক বৈঠকে মিলিত হন কারখানার ম্যানেজিং ডিরেক্টর রাজীব অগ্রবাল এবং শ্রমিক সংগঠনের নেতারা। বৈঠকে ঠিক হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের প্রত্যেককেই ফের কাজে নেওয়া হবে। শ্রমিকদের পরিচয়পত্র তৈরি করারও প্রতিশ্রুতি দিয়েছেন মালিকপক্ষ। যদিও এ ব্যাপারে জানতে চাওয়া হলে কারখানার ম্যানেজিং ডিরেক্টর ফোনে কোনও মন্তব্য করতে রাজি হননি।
চন্দননগরের উপ-শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত বলেন, “শুক্রবার থেকে উৎপাদন শুরু হবে। শ্রমিকদের বেশ কিছু দাবিদাওয়া রয়েছে। তা নিয়ে পরে আলোচনা হবে।” কারখানার সংগ্রামী শ্রমিক সংগঠনের (এসএসইউ)-এর নেতা আভাস মুন্সি বলেন, “আমাদের আন্দোলনের জয় হয়েছে। তবে, শ্রমিকদের ন্যায্য অন্যান্য সুযোগ-সুবিধার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। আশা করি, কর্তৃপক্ষ এবং প্রশাসন শ্রমিক স্বার্থে সদিচ্ছা দেখাবেন।” শ্রমিকদের স্থায়ীকরণ এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে দিন কয়েক ধরে আন্দোলন করছিল ওই বেসরকারি কারখানার সংগ্রামী শ্রমিক সংগঠন। সংগঠনের অভিযোগ, কম উৎপাদনের অজুহাতে কয়েক দিন আগে বেশ কিছু শ্রমিককে ছাঁটাই করেন কর্তৃপক্ষ। কিছু শ্রমিকের নানা সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ে শ্রমিকেরা আন্দোলনে নামেন। মঙ্গলবার বিকেলের পর থেকে কাজ বন্ধ করে ধর্নায় বসেন তাঁরা। এর ফলে, বুধ এবং বৃহস্পতিবার কারখানায় কোনও কাজ হয়নি। |
|
|
|
|
|