টুকরো খবর
রেকর্ড বইয়ে বাঁশের বেহালা
এক আসরে বসে টানা আধ ঘণ্টা ‘চিগরিং’ বা বাঁশের বেহালা বাজিয়ে লিমকা বুক অফ ওয়র্ল্ড রেকর্ডস-এ নাম তুলে ফেলল তুরা। আজ থেকে তুরায় শুরু হল ‘আহাইয়া’ শীতকালীন উৎসব। তারই শুরুতে গত কাল বিকেলে তুরার চাঁদমারি মাঠে সমবেত হন এক হাজার চিগরিং বাদক। পশ্চিমী ও ইদানীং কোরীয় সংস্কৃতির আগ্রাসনে যখন ক্রমশ কোণঠাসা হতে চলেছে উত্তর-পূর্বের লোকগীতি, লোকবাদ্য, তখনই গারো পাহাড়ের এই চিগরিং বাদন শিরোনামে নিয়ে এল মেঘালয়কে। দিন কয়েক আগেই, মেঘালয় ও বাংলাদেশের মিলিত উৎসব ওয়াংগালা শেষে হয়েছে। সেখানে ইলেকট্রিক চিগরিং বাজিয়ে সাড়া ফেলেছিলেন অ্যান্ডি মারাক। তা নিয়ে প্রথাগত চিগরিং বাদকরা বিস্তর আপত্তি তোলেন। গত কাল কিন্তু আদি ও অকৃত্রিম বাঁশের ছিলার তার আর বাঁশের টুকরোয় বানানো চিগরিং আসর মাতাল। নজির গড়ার অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ডি আর লিংডো। তবে উৎসবের মেজাজে বাধ সাধে আলোর অভাব। মন্ত্রীরাও ক্ষোভের মুখে পড়েন। তবে বাজনদাররা তাতে দমেননি। টানা তিরিশ মিনিট বাঁশের ছিলায় একের পর এক সুর তোলেন তাঁরা। লিমকা বুকের তরফে পুরো অনুষ্ঠানটি রেকর্ড করা হয়। আশা, পরের বছরের উৎসবে ১০ হাজার চিগরিং বাদককে একত্র হবেন।

বিহারে বরযাত্রীদের গাড়ি দুর্ঘটনায় মৃত ৬
বিয়ে বাড়ি যাওয়ার পথে, দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দ্বারভাঙা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও তিন জন চিকিৎসাধীন। কাল রাতে সুপোল জেলার রাঘোপুর থানার গাঁধীনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, কাল রাত সাড়ে সাতটা নাগাদ একটি গাড়িতে করে বরযাত্রীদের একটি দল মধুবনি থেকে নেপালের দিকে যাচ্ছিল। ৫৭ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বরযাত্রীদের গাড়িটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। হাসপাতালে যাওয়ার পথে মারা যায় আরও একজন। মৃতদের মধ্যে আছেন সন্তোষ কুমার শা (২৮), মনোজ চৌধুরী (২৩), রাজেশ শা (২৫), রাজকমল ভারতী (৩৫), সুরেশ শা (২৪) এবং জিতেন্দ্র কুমার মাহাতো (১৯)।

খুঁটিতে নিহত বিজেপি নেতা
রাঁচির লাগোয়া খুঁটিতে জঙ্গি হানায় নিহত হলেন এক বিজেপি নেতা। নাম সম্বল প্রধান (৫০)। পুলিশ জানিয়েছে, কাল সন্ধ্যায় খুঁটির সুন্দারি গ্রামের সান্ধ্য বাজার থেকে বাড়ি ফিরছিলেন সম্বলবাবু। ভিড়ে ঠাসা বাজারের কাছে অতর্কিতে তাঁর উপর চড়াও হয় পিএলএফআইয়ের জনা ছয়েক জঙ্গি। খুব কাছ থেকে তাঁর বুকে, গলায় গোটা তিনেক গুলি করে জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

অপহৃত ২ নির্মাণকর্মী
দুই নির্মাণকর্মীকে অপহরণ করল মণিপুরি জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, ইম্ফল-জিরিবাম সড়কের পাশে, পাটসই এলাকায় নির্মাণকাজ চলছে। দিন কয়েক আগে দুই এক্সক্যাভেটর চালক তোম্বা ও জালালুদ্দিন বারবুইয়াকে সেখান থেকে অপহরণ করে সশস্ত্র জঙ্গিরা।

নয়া খনিজের সন্ধান মিলল
ফসফরাস সমৃদ্ধ খনিজের সন্ধান মিলল মেঘালয়ে। রাজ্যের খনি বিশেষজ্ঞরা অ্যাপাটাইট নামে এই খনিজের সম্ভার সম্পর্কে সরকারকে রিপোর্ট দিয়েছে। ফসফরাস থাকা এই ধরনের খনিজ সার তৈরির কাজে ব্যবহার করা যায় বলে দাবি।

দীপাবলির রাতে এ রকমই আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল ভারতের আকাশ। নাসার কৃত্রিম উপগ্রহ
‘ভিআইআইআরএস’ এই সাদা কালো ছবিটি তুলেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি
ভুয়ো ছবির প্রচার রুখতেই নাসা তাদের আসল ছবিটি প্রকাশ করেছে বুধবার।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.