মহিলা ডাক্তার অপহরণের অভিযোগ, উদ্ধার দিল্লিতে |
কলকাতার এক মহিলা চিকিৎসককে অপহরণ করে সোজা দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল বলে চেতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, জয়িতা মজুমদার নামে ওই চিকিৎসক মঙ্গলবার সকালে চেতলার বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি বাড়ি না-ফেরায় তাঁর পরিবার চেতলা থানায় নিখোঁজ-ডায়েরি করে। পুলিশের বক্তব্য, বুধবার জয়িতা তাঁর বাবাকে ফোনে বলেন, তিনি দিল্লিতে রামমনোহর লোহিয়া হাসপাতালের সামনের ফুটপাথে পড়ে আছেন। দিল্লি পুলিশের সাহায্যে জয়িতাকে উদ্ধার করে কলকাতায় আনা হয়। পুলিশ সূত্রের খবর, জয়িতা বৃহস্পতিবার তাদের জানান, তিনি মঙ্গলবার নিজের গাড়িতে বন্ডেল রোড দিয়ে যাচ্ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর গাড়ির কাগজপত্র দেখতে চান। তার পরে তাঁর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে জয়িতা দেখেন, তিনি দিল্লির ওই ফুটপাথে পড়ে আছেন। পুলিশ বৃহস্পতিবার রাতে লেক টাউনের বি ব্লকে রাস্তার ধারে জয়িতার গাড়ি ও মোবাইল ফোন পায়। কে বা কারা কেন তাঁকে অপহরণ করেছিল, সেই বিষয়ে পুলিশ অন্ধকারে।
|
ইস্তফায় জটমুক্তি আর্ট কলেজে |
তখনও বিক্ষোভ:
আর্ট কলেজের টিচার ইনচার্জের ইস্তফা চেয়ে পোস্টার।—নিজস্ব চিত্র |
পড়ুয়াদের দাবি মেনে বৃহস্পতিবার সরকারি আর্ট কলেজের টিচার ইনচার্জের পদে ইস্তফা দিয়েছেন জয়ন্ত চৌধুরী। তাঁর ইস্তফার আগে এ দিনও ক্লাস বয়কট করেন ছাত্রছাত্রীরা। তবে জয়ন্তবাবু সরে দাঁড়ানোয় কলেজে আপাতত জট কাটল। জয়ন্তবাবু বলেন, “আমি সরে দাঁড়ালে কলেজের ভাল হবে বলে পড়ুয়াদের দাবি। তাই ইস্তফা দিলাম।” কলেজ সূত্রের খবর, টিচার ইনচার্জ হচ্ছেন রেবন্তী গোস্বামী। রাতেই পড়ুয়াদের তরফে জানানো হয়, ক্লাস বয়কট তুলে নেওয়া হচ্ছে।
|
কোলে সন্তান নিয়ে বাস থেকে নামার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার, ঠাকুরপুকুরে। মৃতার নাম সীমা দেবী (২৪)। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। শিশুটি অক্ষত। চালক-সহ বাসটি আটক করেছে পুলিশ। এ দিনই আগরপাড়ায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় তাতা রাও (৪৫) নামে এক ব্যক্তির। পুলিশ জানায়, ট্রাকটি আটক হলেও চালক পলাতক।
|
ফের নিউ টাউনে সিন্ডিকেটের জুলুমের অভিযোগ উঠল। পুলিশ জানায়, বুধবার পাথরঘাটায় একটি সংস্থা নির্মাণ সামগ্রী ফেলার কাজ করছিল। তখন কিছু যুবক এসে জানান, তাঁদের দিয়েই ওই কাজ করাতে হবে। অভিযোগ, সংস্থা রাজি না হওয়ায় তাদের কিছু অফিসারকে মারধর করা হয়। বিধাননগরের এডিসি সন্তোষ নিম্বলকর বলেন, “তাপস সর্দার ও আলি হুসেন নামে দু’জন গ্রেফতার হয়েছে।” এলাকার বিধায়ক সব্যসাচী দত্ত বলেন, “সিন্ডিকেটের জুলুমবাজি হচ্ছে শুনে ঘটনাস্থলে যাই। এলাকার গরিব মানুষ কাজের জন্য আবেদন করতেই পারেন। তবে কাজ চাওয়ার নামে জুলুমবাজি বরদাস্ত করব না।”
|
দরজা ভেঙে ১০ হাজার টাকা-সহ গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার, রাজা দীনেন্দ্র স্ট্রিটে। পুলিশ জানায়, গৃহকর্তা নবনীত সাহা অফিসে ছিলেন। ওই বাড়িতে সপরিবার থাকেন তাঁর ভাই। ভ্রাতৃবধূ ফিরে দেখেন নবনীতবাবুর ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড। উধাও হিরের দুল, ২টি সোনার হার ও ৪টি আংটি। এ দিনই এয়ারপোর্ট থানার কালী পার্কে মন্দিরের ক্যাশ বাক্স ভেঙে খোয়া যায় ১৫ হাজার টাকা ও প্রতিমার গয়না। বুধবার রাতে সোনার মুদ্রা চুরির অভিযোগে এক পরিচারিকা গ্রেফতার হন। ধৃত আজমিরা বিবি শেক্সপিয়র সরণিতে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে কাজ করেন। মঙ্গলবার ওই বাড়ি থেকে ১৭টি মুদ্রা চুরির অভিযোগ মেলে। ওই দিনই হেয়ার স্ট্রিট থানা এলাকার একটি অফিস থেকে ৬ লক্ষ টাকা চুরির অভিযোগ মেলে।
|
কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪১ থেকে তিন বেড়ে হচ্ছে ১৪৪। মেয়র-পারিষদের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হচ্ছে। সেই জন্য ১৯৮০-র কলকাতা পুর আইন সংশোধনের একটি বিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। মহাকরণ সূত্রের খবর, সম্প্রতি জোকা-১ এবং জোকা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতকে কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত করা হয়েছে।
|
কলকাতায় দু’টি দুর্ঘটনায় তিন জন মারা গিয়েছেন। নিউ টাউনে বৃহস্পতিবার রাতে রাস্তা পেরোনোর সময় গাড়ির ধাক্কায় দু’জনের মৃত্যু হয়। বাগুইআটি-জগৎপুর বাজারে অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার।
|
ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচ ঘিরে অনলাইন বেটিং চালানোর অভিযোগে দীনেশ গুপ্ত নামে দিল্লির এক ব্যবসায়ীকে বৃহস্পতিবার বেলেঘাটায় একটি বাড়িতে গ্রেফতার করা হয়েছে। |