টুকরো খবর
ব্যবসায়ী খুনে ধৃতেরা হেফাজতে

থানা থেকে আদালতের পথে। —নিজস্ব চিত্র।
দুবরাজপুরে ব্যবসায়ীকে খুন করে তাঁর টাকা ছিনতাইয়ে জড়িত অভিযোগে ধৃত লাল্টু নায়ক ও উত্তম সাহাকে বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিন পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিল পুলিশ। বিচারক হিমানীল ভট্টাচার্য লাল্টুকে ৯ দিন পুলিশি হেফাজতে এবং উত্তমকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। ১০ ডিসেম্বরখ টিআই প্যারেড (শনাক্তকরণ) করানোর নির্দেশও দেন বিচারক। গত ৩০ অগস্ট দুষ্কৃতীদের গুলিতে আক্রমনে গুলিবিদ্ধ হয়ে খুন হযেছিলেন মৃণালকান্তি ওঝা নামে এক ব্যবসায়ী। তদন্তে নেমে ওই ব্যবসায়ীরই কর্মী লাল্টু (ঘটনার দিন সে নিহত ব্যবসায়ীর সঙ্গেই ছিল) ও উত্তমকে বুধবার ধরে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশের দাবি, খুনের ঘটনায় আরও চার জন জড়িত। তাদের খোঁজ চলছে। লাল্টুর পরিবারের অবশ্য দাবি, তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করেছে পুলিশ। লাল্টুর ভাই পিন্টু ও পিসি রত্না মুখোপাধ্যায় বলেন, “ও অত্যন্ত সাধাসিধে ছেলে। খেটে খায়। মাথায় সামান্য গণ্ডগোলও রয়েছে। লাল্টু কোনও অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে আমরা মানি না।”

খুনের দায়ে ৭ বছর জেল

সাজাপ্রাপ্তেরা। —নিজস্ব চিত্র।
পড়শি এক যুবককে খুনের দায়ে পাঁচজনকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিলেন বোলপুর ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সোমেশপ্রসাদ সিংহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালের ২৫ নভেম্বর তালের আঁটি নিয়ে নানুরের সেহালা গ্রামের হানুফা বিবির সঙ্গে বচসা বাধে পড়শি মরু বিবির। ওই বচসাকে কেন্দ্র করে আত্মীয়দের নিয়ে হানুফা বিবি মরু বিবির বাড়িতে চড়াও হয়ে ছেলে মিরাজ শেখের মাথায় তারা লাঠির আঘাত করে বলে অভিযোগ দায়ের হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল মিরাজের। হানুফা বিবি, জ্যোৎস্না বিবি, মুনির খান, বাবলু খান এবং কচি খানের বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ করেছিলেন মরু বিবি। দীর্ঘদিন মামলা চলার পরে ১৩ জনের সাক্ষ ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিচারক বুধবার পাঁচ জনকেই দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার সাজা ঘোষণা হয়। ওই মামলার সহকারী সরকারি আইনজীবী শ্যামসুন্দর কোনার বলেন, “কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছ’মাসের জেল হয়।”

হুকিংয়ের অভিযোগ
অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ উঠল রামপুরহাটের দখলবাটি পঞ্চায়েতের সদস্য পূর্ণেন্দুভূষণ মণ্ডলের বিরুদ্ধে। মাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহকারি বাস্তুকার সূর্যপ্রতাপ সিংহ। বাস্তুকার বলেন, “অভিযান চালাতে গিয়ে বুধবার বামদেবপুর গ্রামে একজনের বাড়িতে হুকিং করে টিভি চলছে। আমরা তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি।” পূর্ণেন্দুবাবু বলেন, “জনপ্রতিনিধি হয়ে আমি খামোকা কেন হুকিং করতে যাব? হয়তো ছেলেরা টিভি দেখতে না পেয়ে সাময়িক হুকিং করেছিল।”

ট্রেন চলাচলে বিঘ্ন
রেল লাইনে ঝুঁকে থাকা ওভারহেডের তার জড়িয়ে গেল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারে। যার জেরে ঘণ্টা খানেক ধরে ট্রেন চলাচল বিঘ্নিত হল আপ লাইনে। বুধবার রাতে সাঁইথিয়া-গদাধরপুর স্টেশনের মাঝের ঘটনা। রেল সূত্রে খবর, ওই এলাকার রেল লাইনে এখন ওভারহেডে তার লাগানোর কাজ চলছে। বুধবার কাজ হওয়ার পর ওই তারই সম্ভবত লাইনের দিকে ঝুঁকে ছিল বলে রেল কর্তৃপক্ষের অনুমান। রামপুরহাটগামী আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার সেখান দিয়ে যাওয়ার সময় কোনও ভাবে ওই তার ট্রেনের সঙ্গে জড়িয়ে যায়। কিছু একটা হয়েছে বুঝতে পেরে চালক সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন। পরে রেলের কর্মীরা এসে তার সরিয়ে লাইন ঠিক করেন।

পুড়ে ছাই বাড়ি
উনুন থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হয়ে গেল দু’টি বাড়ি। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে নলহাটি থানার বাঁধখালা গ্রামের মধ্যপাড়ায়। স্থানীয় বাসিন্দারা তিনটি পাম্প চালিয়ে আগুন আয়ত্তে আনেন। গ্রামের বাসিন্দা তথা শীতলগ্রাম পঞ্চায়েত প্রধান তাইজুদ্দিন মণ্ডল জানান, দ্রুত আগুন আয়ত্তে না আনলে আরও বাড়ি ক্ষতিগ্রস্ত হত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.