টুকরো খবর
নরওয়ের উচ্চ আদালতে যাচ্ছেন দম্পতি
ছেলের উপর অত্যাচারের অপরাধে কারাদণ্ড হওয়ার পর নরওয়ের উচ্চতর আদালতে আবেদন জানালেন ভারতীয় দম্পতি চন্দ্রশেখর ও অনুপমা বল্লভানেনি। তাদের যথাক্রমে ১৮ ও ১৫ মাসের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত । সরকারি কৌঁসুলি জানিয়েছেন, সাইয়ের গায়ে বেল্ট দিয়ে মারার ও গরম ছেঁকা দেওয়ার দাগ ছিল। আরও নানা রকম ভাবে অত্যাচারের হুমকিও দেওয়া হয়েছিল তাকে। ওই দম্পতির অবশ্য বক্তব্য, ছেলে প্যান্টে প্রস্রাব করে ফেলায় তাঁরা তাকে বকাবকি করেছিলেন।

চোরাই মূর্তি উদ্ধার
পাঁচটি বহুমূল্য ও দুষ্প্রাপ্য ব্রোঞ্জ মূর্তি আটক করল মার্কিন শুল্ক বিভাগ। মূর্তিগুলি তামিলনাড়ুর একাধিক মন্দির থেকে চুরি করে জুলাই মাসে আমেরিকায় পাচার করা হয়েছিল। তার মধ্যে একটি পার্বতী মূর্তির কয়েক লক্ষ ডলার দাম হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় সুভাষ কপূর নামের এক চোরাচালানকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। অভিযোগ, ওই ব্যক্তি বেশ কয়েক বছর ধরেই এমন বহুমূল্য সম্পদ পাচার করে চলেছেন।

মৃত্যু বাড়ছে ফিলিপিন্সে
বোফা টাইফুনে মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে ফিলিপিন্সে। বৃহস্পতিবার এই সংখ্যা ৪৭৫-এ পৌঁছেছে। নিখোঁজ অন্তত ৩৭৭ জন। ঘরছাড়া প্রায় দু’লক্ষ। খাদ্যসঙ্কটও প্রকট। মঙ্গলবার মিন্দানাও দ্বীপে প্রচণ্ড গতিবেগে আছড়ে পড়ে বোফা টাইফুন। বন্যা ও ধসে বিপর্যস্ত ফিলিপিন্স এখন কার্যত মৃতদেহের দ্বীপ।

প্রেসিডেন্টের বাড়ির সামনে সংঘর্ষ
খসড়া সংবিধান নিয়ে মতবিরোধের জেরে বড়সড় সংঘর্ষ বাধল মিশরের প্রেসিডেন্ট মহম্মদ মুরসির প্রাসাদের সামনে। এই সংঘর্ষে নিহত হন ৫ জন বিক্ষোভকারী। আহত প্রায় ৩৫০। প্রেসিডেন্টের বাসভবনের সামনে এক প্রতিবাদ সভা থেকেই গণ্ডগোলের সূত্রপাত। মুরসির সমর্থক ও বিরোধী গোষ্ঠী পরস্পরকে লক্ষ্য করে পাথর, এমন কী পেট্রোল বোমাও ছোড়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.