টুকরো খবর |
গ্রেফতার তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পাইপগান ও বোমা-সহ তৃণমূলের এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে রায়নার হিট্টা মোড় এলাকা থেকে তাকে ধরা হয়। বৃহস্পতিবার আদালতে তোলা হলে তাকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গোলাম মুস্তাফা মল্লিক। বাড়ি স্থানীয় জ্যোৎসাদি গ্রামে। তার কাছ থেকে দু’টি পাইপগান ও ১১টি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানান বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। তিনি বলেন, ‘‘কয়েক দিন আগে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। এক মহিলা জখম হন। কয়েকটি বাড়ি ভাঙচুরও হয়। তাতে ওই ব্যক্তি জড়িত ছিল। ধৃতকে জেরা করে আরও কিছু অস্ত্রের হদিস মিলবে বলেই আমাদের আশা।” লোকসভা নির্বাচনের আগে রায়নার জ্যোৎসাদি, আলমপুর, হিজলনা, হিট্টা-সহ কয়েকটি গ্রামে সিপিএমের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ ছিল নিত্য দিনের ঘটনা। পরে তৃণমূলের দুই নেতা বামদেব মণ্ডল ও নিয়ামুল হকের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বিধানসভা ভোটে রায়না আসনে পরাজিত হয় তৃণমূল। ভোটের পর থেকেই দুই গোষ্ঠীর সংঘর্ষ ব্যাপক আকার নেয়। কয়েক দিন আগেই বেলসোর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে ভাঙচুর হয় ৩০টি বাড়ি। বোমাবাজিও হয়।
তবে তৃণমূলের রায়না ১ ব্লকের সভাপতি শৈলেন্দ্রনাথ সাঁইয়ের অভিযোগ, “পুলিশ এক পক্ষের লোকদেরই ধরছে।” তাঁর দাবি, “গোলাম মুস্তাফা সিপিএমের বিরুদ্ধে লড়াই করে এক সময় জেল খাটেন। এ বার তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে আসা লোকেদের যথেচ্ছাচার আটকানোর চেষ্টা করছিলেন। তাই তাঁকে ফের গ্রেফতার করা হল। তবে ওঁর কাছ থেকে পুলিশ কিছুই উদ্ধার করতে পারেনি।” পুলিশ সুপার অবশ্য বলেন, ‘‘কে কোন দলের লোক, সে দিকে আমরা নজর দিইনি। ওই লোকটি পুরনো দুষ্কৃতী।” |
জমিরক্ষা কমিটি হল পানাগড়ে
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
জাতীয় সড়কে প্রস্তাবিত পানাগড় বাইপাসের জন্য যে জমি নেওয়া হবে, তার দর ও ক্ষতিপূরণ নিয়ে দাবি-দাওয়া জানাতে কমিটি গড়লেন জমিমালিকেরা। বৃহস্পতিবার ৯৭ জনকে নিয়ে ‘সোঁয়াই-পন্ডালি-ধরলা জমিরক্ষা কমিটি’ গঠনের পরেই সমাবেশ করে জানানো হয়, দাম নির্দিষ্ট না হওয়া পর্যন্ত সরকারি আধিকরিকদের জমিতে পা রাখতে দেবেন না। ২৯ নভেম্বর ভূমি অধিগ্রহণ দফতরের লোকজন জমি মাপতে এলে একই আপত্তি জানিয়ে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। কলকাতা থেকে দুর্গাপুর-আসানসোল হয়ে উত্তর ভারতে যাওয়ার প্রধান রাস্তা ২ নম্বর জাতীয় সড়কে অন্যতম ফাঁস পানাগড় বাজারের সাড়ে তিন কিলোমিটার এলাকা, এলাকার লোকজনের বাধায় যেখানে দু’লেনের রাস্তা চার লেনের করা যায়নি। জমিরক্ষা কমিটির সম্পাদক নীলাদ্রি মুখোপাধ্যায় বলেন, “পানাগড় শিল্পতালুক হওয়ার সময়ে অনেকেই জমি দিয়েছিলেন। কিন্তু যে সব সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি ছিল, তা দেওয়া হয়নি। আর সে ভুল করছি না।” কমিটির অন্যতম কর্মকর্তা কিষাণ কর্মকার বলেন, “শুনেছি, তিনটি মৌজা মিলিয়ে ৪২-৪৩ একর জমি নেওয়া হবে। তার বিনিময়ে কী দেওয়া হবে, কেউ জানায়নি।” জেলা শাসক ওঙ্কার সিংহ মিনা জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করছেন। বাজার দর অনুযায়ীই মিলবে মূল্য। |
কীটনাশকে দু’জনের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দু’টি পৃথক ঘটনায় অস্বাভাবিক মৃত্যু হল দুই যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম হিরু বাগ (৪৫) ও মুস্তাকিন শেখ (২২)। বুধবারের ঘটনা। দু’জনকেই বধর্মান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে এ দিন রাতেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হিরুবাবু বর্ধমানের পলেমপুরে একটি কারখানার শ্রমিক ছিলেন। বছরখানেক আগে তিনি ছাঁটাই হয়ে যান। অর্থাভাবে তাঁর নবম ও দশম শ্রেণীর পড়ুয়া দুই ছেলের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল। এ দিন স্ত্রীর সঙ্গে বচসার পরেই সন্ধ্যায় তিনি কীটনাশক পান করেন। মুস্তাকিমের বাড়ি কালনা থানার রানিবন্দে। তিনি খেতমজুর ছিলেন। পরিবারের অপর সদস্যদের সঙ্গে বচসার জেরে বুধবার বিকেলে তিনি কীটনাশক পান করেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর। তাঁকে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। |
অনুমতি মেলেনি মিছিলের, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
মিছিল করার অনুমতি দেয়নি জামুড়িয়া থানার পুলিশ, এমনই অভিযোগ সিপিএমের। সিপিএমের অজয় জোনাল কমিটির সম্পাদক মনোজ দত্তের অভিযোগ, “বাবরি মসজিদ কাণ্ডের কুড়ি বছর পূর্তি উপলক্ষে তাঁরা পুলিশের কাছে বৃহস্পতিবার শ্রীপুর এবং জামুড়িয়া বাজারে দু’টি পৃথক মিছিলের অনুমতি চেয়েছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ পুলিশ জানায়, তাঁরা মিছিল করতে পারবেন না। অথচ একইদিনে তৃণমূলকে মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।” তিনি জানান, প্রতিবাদে তাঁরা জামুড়িয়ার একটি আমন্ত্রণ হলে সভা করেন। এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার জানান, বুধবার গোলমাল হতে পারে এই আশঙ্কায় কোনও পক্ষকেই মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। তাঁর দাবি, “তৃণমূল মিছিল করেছে, এই খবর জানা নেই। তবে তারা জামুড়িয়া থানায় স্মারকলিপি জমা দিয়েছে বলে শুনেছি।” প্রদেশ তৃণমূলের সদস্য হারাধন ভট্টাচার্যের দাবি, “মিছিলের অনুমতি নেওয়া হয়েছিল। পুলিশ এখন কেন এমন বলছে, তা আমরা দলীয় স্তরে খোঁজ নিয়ে দেখব।” |
স্কুলে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
দশম শ্রেণির ছাত্রদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি-র সঙ্গে জোর করে অতিরিক্ত ৫৮০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রতিবাদে বৃহস্পতিবার সারাদিন বিক্ষোভ দেখালেন অন্ডালের খাস কাজোড়া উচ্চবিদ্যালয়ের ছাত্রেরা। তাদের অভিযোগ, ১৬৫ টাকা রেজিস্ট্রেশন ফি নেওয়ার কথা। সেখানে বাধ্যতামূলক অতিরিক্ত ৫৮০ টাকা দিতে হচ্ছে। প্রতিকার না হলে তারা পরীক্ষা দেবে না জানিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষকে। এ দিন প্রধান শিক্ষক সুদীপ চক্রবর্তীর অনুপস্থিতিতে পরিচালন সমিতির সম্পাদক বিষণদেব নুনিয়ার দাবি, “১৮ জন শিক্ষককে কর্তৃপক্ষ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। তাঁদের বেতন দেওয়ার জন্যই ওই টাকা নেওয়া হয়। তবে জোর করে কারও কাছে টাকা নেওয়া হয়নি।” |
বধূ নির্যাতনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বধূ নির্যাতনের অভিযোগে পাণ্ডবেশ্বর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জামুড়িয়া থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্রীমন্ত গড়াই। পুলিশের কাছে তার স্ত্রী প্রতিভা গড়াই লিখিত অভিযোগে জানান, ২০০৭ সালের ২৮ এপ্রিল তাঁর সঙ্গে শ্রীমন্তবাবুর বিয়ে হয়। মাস কয়েক আগে প্রতিভাদেবীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি বর্তমানে ওই থানা এলাকারই সাতগ্রামে নিজের বাবার বাড়িতে রয়েছেন। অভিযোগ পেয়ে পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে। |
সুপার ডিভিশন ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
দুর্গাপুরের গ্যামন ব্রিজ মাঠে চলছে সুপার ডিভিশন ফুটবল লিগ। —নিজস্ব চিত্র। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের বৃহস্পতিবারের ডিপিএসএ মাঠের খেলায় বিজয়ী হল শ্যামপুর উদয় সঙ্ঘ। তারা ২-১ গোলে নবসূর্য এসসিসি-কে হারায়। দ্বিতীয় ডিভিশনের সুপার লিগের গ্যামন ব্রিজ মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। দুর্গাপুর ব্লুস্টার ও ডায়মন্ড ক্লাব একটি করে গোল করে। ব্লুস্টারের হয়ে রূপাই মুর্মু ও ডায়মন্ডের হয়ে দেবাশিস বাউরি গোল করেন। |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
পাইপ তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কর্মীর। বুধবার জামুড়িয়ার যাদুডাঙা শিল্পতালুকের ঘটনা। মৃতের নাম বীরেন্দ্র হরিজন (৩৭)। বাড়ি নর্থ সিহারশোলে। কারখানা সূত্রে জানা যায়, বুধবার রাতে কর্মরত অবস্থায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আসানসোল হাসপাতালের পথে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার সকালে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনগুলি। কর্তৃপক্ষ জানান, পদ্ধতি মেনেই ক্ষতিপূরণ দেওয়া হবে। |
স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
চিচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের শ্রমিক নেতা অসীত মণ্ডলের দাবি, “এতদিন এই স্কুলে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। সিপিএমের পায়ের তলায় মাটি যে শেষ তা এই ভোটেই প্রমাণিত হল।” সিপিএম নেতা মনোজ দত্তের পাল্টা দাবি, “গণতন্ত্রের বেহাল অবস্থা মানুষ বুঝতেই পারছেন। এ ব্যাপারে আর কিছু বলার নেই।” |
তালা ভেঙে লুঠপাট
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তালা ভেঙে জামুড়িয়ার নিঘায় এক খনিকর্মীর বাড়িতে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। খনিকর্মী সুধাময় লাল কুইরী পুলিশে অভিযোগে জানান, বুধবার রাতে তিনি কাজে যান। বৃহস্পতিবার সকালে ফিরে দেখেন, নগদ টাকা এবং কিছু সামগ্রী উধাও। পুলিশ জানায়, তদন্ত চলছে। |
চ্যালেঞ্জ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবলের বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল মোহনবাগার সেল ফুটবল অ্যাকাডেমি। বার্নপুর ফুটবল স্টেডিয়ামে তারা চিত্তরঞ্জন অরবিন্দ এফএ-কে ২-১ গোলে হারায়। |
কোথায় কী |
কাঁকসা
‘অ্যাডভান্সড এনজাইমোলজি’ বিষয়ক কর্মশালা। কলেজ প্রাঙ্গন। সকাল ৯টা।
উদ্যোগ: রাজবাঁধের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। চলবে ১২ ডিসেম্বর পযর্ন্ত।
দুর্গাপুর
বিরষা মুন্ডা সংহতি মেলা। পলাশতলা কলোনি। উদ্যোগ: পলাশতলা আদিবাসী উটনাও গাঁওতা। |
|