|
|
|
|
বাবা জ্ঞান দিয়োনা |
‘ঘরকুনো...’ যখন সুপারহিট |
গত বুধবার আনন্দ প্লাস-এর জন্য লেখা অনুপমের এক্সক্লুসিভ গান। জনপ্রিয়তা এতটাই যে এই শীতেই শোনা যাবে নানা ফাংশনে |
আনন্দ প্লাসে গত বুধ বার অনুপম রায়ের লেখা গান ঘরকুনো ঘাস নিয়ে তোলপাড় কলকাতা।
ফেসবুক থেকে টুইটার সর্বত্র আলোচনা সেই গানের। |
|
কেউ লিখছেন, ‘‘ভীষণ সুন্দর। ছুঁয়ে গেল তো, অন্য জন বলছেন ‘দাদা তুমি পারো’।” অনুপম রায়ের ফেসবুকের বন্ধু কুবলয় বসু তো এটাই লিখে দিয়েছেন, ‘তাড়াতাড়ি রেকর্ড হোক। আর ঘরকুনো করে লাভ কী সুরটাকে?’
কুবলয়ের মতো অনেকেরই ইচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি পূর্ণ হতে চলেছে।
সব কিছু শুনে আপ্লুত অনুপম নিজেই। “সকাল থেকে ফেসবুক, টুইটার ও প্রচুর মেসেজ পেয়েছি আমি। গানটার সুর করে ফেলেছি। পুরো শীতকাল জুড়েই অনেক ফাংশন করব। সেখানে শ্রোতারা অনুরোধ করলে অবশ্যই গানটা গাইব”, বলছেন অনুপম।
এখানেই থামছেন না অবশ্য তিনি। “গানটা নিজের অ্যালবামে রাখতে পারি। অবশ্য যদি আনন্দ প্লাস আমায় পারমিশন দেয়”, হাসতে হাসতে জানাচ্ছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক। |
|
|
|
|
|