টুকরো খবর
অদিতি-কাণ্ডে খুনের তদন্ত দিল আদালত
অদিতি ঘটকের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে খুনের তদন্ত শুরু করল পুলিশ। মঙ্গলবার, রাজ্য ফরেন্সিকের একটি দল সোনারপুর থানায় গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে ফরেন্সিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। তারা গোয়ালবাটিতেও যায়। গত ৩০ নভেম্বর রাতে খালে পড়ে যাওয়া ওই গাড়ি থেকেই ঋত্বিক ঘটকের দৌহিত্রী অদিতি ঘটককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। রবিবার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ দিন গাড়ি এবং ঘটনাস্থল থেকে কাদামাটি-সহ কিছু নমুনা সংগ্রহ করা হয়। বারুইপুর মহকুমা আদালতে এ দিন দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ ওই দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে। তাতে বলা আছে, এখনও তদন্ত থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে এটিকে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। জেলা পুলিশের অনুমান, অদিতির বন্ধু জ্ঞানজিৎ পটার গাড়ির নিয়ন্ত্রণ হারানোতেই এই অঘটন। জেলা পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “অদিতির মা থানায় কিছু নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতেই আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে।” অদিতি ঘটকের ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পারে, জলে ডুবেই এই মৃত্যু। রিপোর্ট বলছে, অদিতির পেটে থেকে ঘন সবুজ জল (শ্যাওলা-সহ জল) মিলেছিল। পুলিশ জানায়, মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অদিতির সঙ্গীদের জেরা শুরু করেছে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী আরও কয়েক জনের সঙ্গেও কথা বলেছে পুলিশ। সোমবার তাঁদেরই কয়েক জন গাড়িটি খালে পড়ে যাওয়ার কথা পুলিশকে জানান। এর সঙ্গে অদিতির বন্ধু গাড়িটির চালক জ্ঞানজিৎ পটারের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করে সোনারপুর থানার পুলিশ। তাঁদের কথায় কোনওরকম অসঙ্গতি মেলেনি বলে পুলিশের দাবি।

তালাবন্দি শিক্ষা
—নিজস্ব চিত্র
দাবি আদায়ে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি আর্ট কলেজের মূল ফটকে এবং টিচার ইনচার্জের ঘরে তালা লাগিয়ে দিলেন ছাত্রছাত্রীদের একাংশ। তাঁদের মূল দাবি, বিকেলের পরেও কিছু ক্ষণ কলেজে থাকতে দিতে হবে। টিচার ইনচার্জকে সরিয়ে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবিও তুলেছেন তাঁরা। প্রায় দু’ঘণ্টা তালাবন্দি থাকার পরে ভারপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত চৌধুরীকে উদ্ধার করে পুলিশ। পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পড়ুয়াদের অভিযোগ, পুলিশ লাঠি চালায়। তাতে কিছু ছাত্রীও আহত হন। পুলিশ লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে। পড়ুয়াদের অভিযোগ, জয়ন্তবাবুর দুর্ব্যবহার এবং অদক্ষতায় পঠনপাঠন ব্যাহত হচ্ছে। পঠনপাঠনের জন্যই বিকেলের পরেও বেশ কিছু ক্ষণ কলেজে থাকা দরকার। কিন্তু জয়ন্তবাবু অনুমোদন দেননি। অভিযোগের জবাবে জয়ন্তবাবু কিছু বলেননি।

প্রয়াত সাংবাদিক
প্রবীণ সাংবাদিক কানাইলাল বসুর জীবনাবসান হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি প্রথমে ‘হিন্দুস্থান স্ট্যান্ডার্ড’ এবং পরবর্তীকালে ‘আনন্দবাজার পত্রিকা’র সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার বিকেলে, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়। সাংবাদিকতার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতের বিশেষ অনুরাগী ছিলেন কানাইলালবাবু। তিনি তৈরি করেছিলেন ‘সুরেশ সঙ্গীত সংসদ’। তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে, আজ, বুধবার সকালে তাঁর শেষকৃত্য হবে।

চার দুর্ঘটনা, মৃত ২
চারটি দুর্ঘটনায় এক মহিলা-সহ দু’জনের মৃত্যু হল। আহত দুই। পুলিশ জানায়, মঙ্গলবার এসপ্ল্যানেড রো (ইস্ট) ও জওহরলাল নেহরু রোডের মোড়ে এক মহিলা (৪০) গাড়ির ধাক্কায় জখম হন। মেডিক্যালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। রাজা দীনেন্দ্র স্ট্রিট ও আর জি কর রোডের মোড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় সুভাষ মিত্র (৮৪) নামে এক বৃদ্ধের। চালক গ্রেফতার হন। গার্ডেনরিচে বাসের ধাক্কায় আহত হন এক বৃদ্ধা। কোলবার্থ রোডে ট্রেলারের ধাক্কায় আহত হন এক মোটরবাইক আরোহী।

রেস্তোরাঁয় ভাঙচুর
একটি রেস্তোরাঁয় ভাঙচুরের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে, গরফা থেকে। পুলিশ জানায়, গরফা নস্করপাড়ায় ওই রেস্তোরাঁয় ঢুকে তিন যুবক অশালীন আচরণ করছিলেন। কর্মীরা প্রতিবাদ করলে তাঁরা ভাঙচুর চালান বলে অভিযোগ। অন্য দিকে, রবিবার পিকনিক গার্ডেন রোড থেকে ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগে মুনার নামে এক যুবক গ্রেফতার হয়। এক ব্যবসায়ী তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময়ে দুই যুবক ওই মহিলার শ্লীলতাহানি করে ও তাঁর হার ছিনতাই করে বলে অভিযোগ। পুলিশ জানায়, মুনার ধরা পড়ে। অন্য জন পলাতক।

পড়ে মৃত মহিলা
চারতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার, তারাতলায়। পুলিশের অনুমান, বিট্টি ধনুক (৫০) নামে ওই মহিলা আত্মহত্যা করেছেন। সোমবার রাতে কলুপাড়া লেনে এক কলেজছাত্রের অপমৃত্যু হয়। মৃতের নাম শুভানন্দ নস্কর (২০)। পুলিশ জানায়, একটি সুইসাইড নোট মিলেছে।

ছুরিকাহত যুবক
টাকা নিয়ে বিবাদের জেরে ছুরিকাহত হলেন এক যুবক। পুলিশ জানায়, সোমবার রাতে মুচিপাড়া থানার বি বি গাঙ্গুলি স্ট্রিটে টাকা নিয়ে বাপ্পা নামে এক যুবকের সঙ্গে তাঁর পরিচিত দীপক নাথের ঝামেলা বাধে। অভিযোগ, বাপ্পা দীপককে ছুরি দিয়ে আঘাত করেন। জখম অবস্থায় দীপক হাসপাতালে ভর্তি।

তিলজলায় আগুন
তিলজলা রোডে মঙ্গলবার রাতে একটি কারখানা সংলগ্ন জমিতে প্লাস্টিকের স্তূপে আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ওই জমিতে রাত সাড়ে ৮টা নাগাদ প্লাস্টিকের স্তূপ থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। হতাহতের খবর নেই।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.