টুকরো খবর
দু’জন চিকিৎসকের মধ্যে একজনকে তুলে নেওয়ায় খানাকুলের শাবলসিংহপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অর্ন্তবিভাগ বন্ধ হয়ে রয়েছে। খানাকুল ২ ব্লকের ১০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রটি শাবলসিংহপুর পঞ্চায়েত এলাকার হাজার তিরিশেক মানুষ ছাড়াও মাড়োখানা, নতিবপুর, চিংড়া, ধান্যগোড়ি এবং পলাশপাই পঞ্চায়েত এলাকার ১৫-২০টি গ্রামের একমাত্র ভরসা। বন্ধ্যাত্বকরণ, বাচ্চা প্রসব, ডায়েরিয়া-সহ নানা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত দফতর, ব্লক স্বাস্থ্য দফতরে বিক্ষোভ দেখাচ্ছেন। স্থানীয় বাসিন্দা শেখ রফিক আলি, বিমান মালিক, সীতা রায়, রহিমা বেগমের অভিযোগ, “স্বাস্থ্যকেন্দ্রের বর্হিবিভাগটি খালি চলছে। প্রতি সপ্তাহে দু’দিন লাইগেশনের জন্য লাইন পড়ে যায়। তা এখন হচ্ছে না। প্রসূতিকেন্দ্রে যেতে হচ্ছে দুর্গম রাস্তা এবং নদীনালা পেরিয়ে নতিবপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গত আট মাস আগেও একজন চিকিৎসক তুলে নেওয়ায় অর্ন্তবিভাগের পরিষেবা বন্ধ হয়েছিল। গ্রামবাসীর আন্দোলনে মাস তিনেক আগে যদি বা আরামবাগ মহকুমা হাসপাতালে তুলে নেওয়া চিকিৎসক ফিরে এলেন, দু’মাস কাটতে না কাটতেই ফের আর একজনকে তুলে নতিবপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়েছে।” খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের কালীশঙ্কর চক্রবর্তীর অভিযোগ, “গ্রামীণ স্বাস্থ্য নিয়ে এই বঞ্চনায় আমরা বীতশ্রদ্ধ। জেলার স্বাস্থ্য-সংক্রান্ত বৈঠকে একাধিকবার পরিস্থিতির কথা বলেছি। কিন্তু কিছু হচ্ছে না।” খানাকুল ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক সুব্রত বাগ বলেন, “জেলা স্বাস্থ্য দফতর বিষয়টি দেখছে। আগামী ৫ ডিসেম্বর থেকে নতিবপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে লাইগেশন করা হবে। শাবলসিংহপুর প্রাথমিক কেন্দ্রের রোগীদের এখানে আসতে বলা হচ্ছে।” জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তনিমা মণ্ডল বলেন, “চিকিৎসকের সমস্যা খুব শীঘ্রই মিটবে বলে রাজ্য স্বাস্থ্য ভবন জানিয়েছে। শাবলসিংহপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অসুবিধা কেটে যাবে।”

হাসপাতালে অনুষ্ঠান
ছবি: নারায়ণ দে।
মন্ত্রীর ঊপস্থিতিতে প্রসুতি ও পুরুষ মেডিকেল বিভাগের ঢিল ছোড়া দূরত্বে মাইক বাজিয়ে অনুষ্ঠান করল স্বাস্থ্য দফতর। সোমবার বিকেল আলিপুরদুয়ার মহকুমা হাসপতালের জেনারেটরের উদ্বোধন হয়। এদিন ওই অনুষ্ঠানে মন্ত্রী গৌতম দেবকে রাস্তা খারাপ নিয়ে প্রশ্ন করে তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে পড়তে হয় এক শহরের এক বাসিন্দাকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “অনুষ্ঠানটি হাসপাতাল চত্বরে হয়েছে বুঝতে পারিনি। পাশে রোগীদের ওয়ার্ড রয়েছে সেটাও কেউ আমাকে বলেনি। অনুষ্ঠান মঞ্চের সামনে একটি মাঠ থাকায় আমি ভেবেছি হাসপাতালের বাইরে অনুষ্ঠানটি হয়েছে। আগামীতে যাতে এ ধরণের অনুষ্ঠান হাসপাতাল চত্বের মাইক বাজিয়ে না হয় সেজন্য আধিকারিকদের লক্ষ্য রাখার জন্য বলব।” হাসপাতালের সুপার সুজয় বিষ্ণুর দাবি, একদম আস্তে আওয়াজে মাইক বাজানো হয়েছে। এদিন অনুষ্ঠানে গৌতম বাবু বক্তব্য রাখার সময় শহরের এক বাসিন্দা মদন দাস রাস্তা খারাপ নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন। পরে মন্ত্রীকে তিনি বেহাল হাসপাতাল নিয়েও প্রশ্ন করেন। মন্ত্রী সব অভিযোগ লিখিত দেওয়ার পরামর্শ দেন। মন্ত্রী চলে যেতেই মদনবাবুকে ঘিরে তৃণমূলের কয়েকজন হুমকি দেন বলে অভিযোগ।

চক্ষু পরীক্ষা শিবির
চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা উৎসব সমন্বয় কমিটি। রবিবার থানার মাঠে ওই শিবিরে উপস্থিত ছিলেন ৪০৮ জন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৩০৬ জনের চক্ষু পরীক্ষার পর বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। বাকিদের ২১ জানুয়ারি চোখের অস্ত্রোপচারের জন্য কলকাতায় পাঠানো হবে। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকের ১২ জনের একটি দল। কোস্টাল থানার ওসি শেখ নাসিম আলি বলেন, “এই এলাকায় মূলত মৎসজীবীদের বসবাস। মাছ শিকারে তাঁদের বেশিরভাগ সময় প্রতিফলিত সূর্যের আলো চোখ পড়ে। ফলে চোখের সমস্যায় পড়েন। তাঁদের জন্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল।”

ডট প্লাস চালু হল রায়গঞ্জে
যক্ষ্মা মুক্ত করতে উত্তর দিনাজপুর জেলায় ‘প্রোগ্রামেটিক ম্যানেজমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্ট’ (ডট প্লাস) চিকিৎসা পরিষেবা চালু করল স্বাস্থ্য দফতর। সোমবার রায়গঞ্জ হাসপাতালে তার উদ্বোধন করেন উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক (যক্ষ্মা নিয়ন্ত্রণ) প্রকাশ বাগ। নানা ব্লকের ৮ জন যক্ষ্মা রোগীকে এ দিন চিকিৎসা পরিষেবার আওতায় আনা হয়। দু’বছরের মধ্যে জেলাকে যক্ষ্মা মুক্ত করার কথাও ঘোষণা করেন স্বাস্থ্য কর্তারা। জেলায় প্রতি বছর গড়ে ৩০০০ জন যক্ষ্মায় আক্রান্ত হন।

এডস নিয়ে পদযাত্রা
বিশ্ব এডস্ দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উদ্যোগে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। ক্যানিং এসডিপিও অফিস থেকে শুরু করে থানা পর্যন্ত যায় এই মিছিল। উপস্থিত ছিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক শেখর সেন, মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বজিত মাহাতো-সহ পুলিশ কর্তারা। এছাড়াও এডস্ সর্ম্পকে সচেতনতা শিবিরেরও আয়োজন করে ক্যানিং থানা।

গর্ভপাত নিয়ে সুর নরম আয়ার্ল্যান্ডের
সবিতা হালাপ্পানাভার মৃত্যুর ব্যাপারে মুখ খুলল আয়ার্ল্যান্ড সরকার। কাউন্সিল অফ ইউরোপকে তারা জানিয়েছে, কোনও অসুস্থ অন্তঃসত্ত্বা মহিলা যদি গর্ভপাতের আর্জি জানান এবং তাঁর আবেদন যদি নাকচ হয়, তা হলে তিনি দ্বিতীয় বার ডাক্তারি পরামর্শের আর্জি জানাতে পারবেন। প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাইকোর্টেও আবেদন করার অধিকার আছে তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.