সাত সকালে দিনহাটার নেতাজি রোডে হঠাৎ মিছিল। রোগী-মৃত্যুর কারণ না বলায়এক চিকিৎসককে গ্রেফতারের দাবি। হইচই শুনে ঘুম ভাঙল শহরবাসীর। সত্যিই কী কোনও বিক্ষোভ! না। টেলিফিল্মের টুকরো দৃশ্য। শনিবার বিশ্ব এইডস দিবসে এ ভাবেই দিনহাটায় শুরু হল একদল চিকিৎসক অভিনীত টেলিফিল্ম তৈরির কাজ। এইডস নিয়ে সচেতনতা বাড়াতে ওই টেলিফিল্মের নাম ‘দ্য বিগ সাইলেন্স’। দিনহাটা হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল আচার্যের কাহিনী অবলম্বনে ওই ছবি। টেলিফিল্মে উজ্জ্বলবাবু ছাড়াও রয়েছেন আরও ১০ জন চিকিৎসক।
|
রাজ্য স্বাস্থ্য দফতর চোদ্দ বছর ধরে ফার্মাসিস্ট নিয়োগ করেনি। জেলাস্তরে তাই বেশির ভাগ হাসপাতাল ও সরকারি ড্রাগ স্টোর চলছে ফার্মাসিস্ট ছাড়াই। অথচ রাজ্যের সরকারি-বেসরকারি বেশ কিছু কলেজ থেকে ফি বছর পাশ করে বেরোচ্ছেন ছাত্রছাত্রীরা। জাতীয় ফার্মেসি সপ্তাহ উপলক্ষে শনিবার স্বাস্থ্য ভবনে এক আলোচনা সভার আয়োজন করে ‘প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন।’ তাঁদের অভিযোগ, সরকারি ক্ষেত্রে নিয়োগ নেই আর বেসরকারি ক্ষেত্রে অসম্ভব কম বেতন এই দু’য়ের জাঁতাকলে পড়েছেন ফার্মাসিস্টরা। বার বার স্বাস্থ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করেও ফল মিলছে না।
|
ক্যানসার রোগিণীকে শ্বাসকষ্ট সত্ত্বেও অক্সিজেন না দেওয়ার অভিযোগ উঠল এক ব্রিটিশ বিমান পরিষেবা সংস্থার বিরুদ্ধে। অ্যানেট টাউনেন্ড নামে ওই মহিলা নির্ধারিত সময়ের থেকে দেরিতে বিমানবন্দরে পৌঁছনোয় তাঁকে হুইলচেয়ার দিতে অস্বীকার করেন কর্মীরা। এর পর সাইপ্রাসগামী বিমানে প্রায় ছুটতে ছুটতে ওঠেন তিনি। অভিযোগ, এতে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে অক্সিজেন দিতে রাজি হননি বিমানকর্মীরা। যদিও সংস্থার তরফে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। |