শিক্ষায় নৈরাজ্য কিংবা সিন্ডিকেট নিয়ে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। এ বার দলের নিচু তলায় দুর্নীতির অভিযোগও প্রকারান্তরে স্বীকার করে নিলেন তিনি। সকলে মিলেই তা দূর করতে হবে বলে বার্তা দিয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ। শনিবার ‘বেঙ্গল বিল্ডস’-এর অনুষ্ঠানে রাজ্যে শিল্পের সহায়ক পরিস্থিতির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গ তোলেন সৌগতবাবু। তাঁর দাবি, গোটা দেশের রাজনীতিতে সততা যখন দুমূর্ল্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সততা সংশয়াতীত। সেই সূত্রেই সৌগতবাবু দাবি করেন, এ রাজ্যে লগ্নি করতে এলে কাউকেই ঘুষ দিতে হবে না। শিল্পপতিদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কাউকে টেবিলের তলা দিয়ে টাকা দিতে হবে না। যদি নিচু তলায় এমন কিছু ঘটে, তা সংশোধনের দায়ও আমাদের।”
|
বন্ধ কারখানার জমিতে এ বার থেকে আর শুধু আবাসন প্রকল্প গড়ার অনুমতি দেবে না রাজ্য সরকার। এমন প্রস্তাব এলে পুরসভাগুলিকে তা জানাতে হবে নগরোন্নয়ন দফতরকে। শীঘ্রই সেই মর্মে পুরসভাগুলিকে নির্দেশ দিতে চলেছে ওই দফতর। সরকার চায় কর্মসংস্থান বাড়াতে আবাসনের সঙ্গে অন্য শিল্প বা পরিষেবামূলক ব্যবসার ব্যবস্থাও থাকুক। রাজ্যের বহু বন্ধ কারখানার জমিতে ইতিমধ্যেই আবাসন তৈরি হয়েছে। কিন্তু এ ধরনের জমি শিল্পের কাজেই ব্যবহারের পক্ষে বারবার সওয়াল করছে তৃণমূল কংগ্রেস। শনিবার ‘বেঙ্গল বিল্ডস’-এর সভায় মঞ্চে রাজ্যের নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে ওই প্রসঙ্গ তোলেন শিল্প ও তথ্য প্রযুক্তি দফতরের উপদেষ্টা ও তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “সরকারের কাছে আর্জি, বন্ধ কারখানার জমিতে আর যেন শুধু আবাসন তৈরি না হয়, সে জন্য পুরসভাগুলিকে নির্দেশ দিক তারা।” আবাসন শিল্পমহলকেও ওই সব জমি বাদ দিয়ে প্রকল্প গড়ার আর্জি জানান তিনি।
|
এ বছর স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষা দিয়েছেন ৬ লক্ষ ৩০ হাজার ৯১১ জন প্রার্থী। এঁদের মধ্যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট)-এ কৃতকার্য হলেন ১ লক্ষ ৭২ হাজার ৮৭৪ জন। সাফল্যের হার ২৭.৪ শতাংশ। এ বার এঁদের সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার খাতা দেখা হবে। শনিবার টেট-এর ফল বেরিয়েছে। এ দিন সন্ধ্যা থেকে এসএসসি-র ওয়েবসাইট www.westbengalssc.com-এ প্রার্থীদের ফল দেখা যাচ্ছে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা বাছাইয়ের জন্য এসএসসি পরীক্ষা হয়েছে দু’ভাগে প্রথম পত্রে প্রার্থীর সংশ্লিষ্ট বিষয় এবং দ্বিতীয় পত্র হল টেট। এ বারই প্রথম টেট হয়েছে এসএসসি-তে। শিশুর মনস্তত্ত্ব এবং দুই ভাষা (প্রার্থীর পছন্দমতো) বিষয়ে মোট ৯০ নম্বরের পরীক্ষা হয়েছে টেট-এ। সেখানে কৃতকার্য হতে অন্তত ৬০ শতাংশ নম্বর পাওয়া জরুরি। এসএসসি-র চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এ দিন বলেন, “গোটা দেশে টেট-এ সাফল্যের হার ১৫-১৭ শতাংশ। সেই তুলনায় এ রাজ্যে সাফল্যের হার যথেষ্ট ভাল।” কৃতকার্য প্রার্থীদের খাতা দেখা শুরু হবে এ মাসের মাঝামাঝি।
|
প্রশ্ন বিভ্রাটের জেরে পলিটেকনিকের পঞ্চম সেমেস্টারের মেকানিক্যাল শাখার পরীক্ষা পিছিয়ে গেল। শনিবার ১লা ডিসেম্বরের বদলে ওই পরীক্ষা নেওয়া হবে ১১ ডিসেম্বর। ৮০টি কলেজে পলিটেকনিকের পঞ্চম সেমেস্টারের পরীক্ষা চলছে। শনিবার ছিল মেকানিক্যাল শাখার ‘ফ্লুইড মেকানিক্সে’র পরীক্ষা। কিন্তু তার বদলে ষষ্ঠ সেমেস্টারের একটি পত্রের প্রশ্ন পাঠানো হয় পরীক্ষা কেন্দ্রগুলিতে। কারিগরি শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “গোলমাল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পরীক্ষার দিন বদলের ব্যবস্থা করা হয়। ষষ্ঠ সেমেস্টারের প্রশ্ন কী করে কেন্দ্রগুলিতে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অন্যান্য শাখার পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে।”
|
সিপিআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক গোপাল বন্দ্যোপাধ্যায় শনিবার ভোর রাতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৯১। ১৯৬২ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে তিনি জেতেন। গোপালবাবুর জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। উদ্বাস্তু আন্দোলনের এই নেতা ১৯৭২-’৭৮ রাজ্য সম্পাদক ছিলেন।
|
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের সমালোচনা করে রাজ্যে ভারতীয় বহুজন পার্টির শাখা খুললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ বিক্রম সরকার। শনিবার তিনি জানান, তফসিলি জাতি, উপজাতি, ওবিসি মানুষ ফ্রন্টের কাজে বিরক্ত হয়ে তৃণমূলকে জেতান। কিন্তু মমতা তাঁদের আশাভঙ্গ করেছেন।
|
পরিবর্তনের পরে প্রথমে যে হারে বাসের ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল, সেই ভাড়াই কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আর্জি জানাল বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস। চিঠি দেওয়া হয়েছে পরিবহণ মন্ত্রীকেও। |