|
|
|
|
টুকরো খবর |
কর্মাধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএম পরিচালিত কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্ধ্যা রায়ের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দপুর থানার সাতডুবিতে। এখানে বাড়ি সন্ধ্যাদেবীর। তিনি পঞ্চায়েত সমিতির নারী ও শিশুকল্যাণ বিভাগের দায়িত্বে রয়েছেন।
সন্ধ্যাদেবীর অভিযোগ, শুক্রবার রাতে তৃণমূলের একদল কর্মী-সমর্থক তাঁর বাড়িতে হামলা চালায়। ভাঙচুর- লুঠপাট করে। সন্ধ্যাদেবীর পরিবারের লোকজনও সেই সময় বাড়িতে ছিলেন। কাউকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। খবর পেয়ে শনিবার সকালে সাতডুবিতে যায় পুলিশ। সন্ধ্যাদেবী বলেন, “আচমকা হামলা হয়েছে। পরিবারের সকলেই সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন।” কেশপুরের সিপিএম বিধায়ক রামেশ্বর দোলুইয়ের অভিযোগ, “এলাকায় সন্ত্রাস ছড়াতেই কর্মাধ্যক্ষের বাড়িতে হামলা করে ভাঙচুর-লুঠপাট করা হয়েছে।” অভিযোগ উড়িয়ে তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তী বলেন, “এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানি না। খোঁজ নিয়ে দেখছি।” অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ। |
ধর্ষণ, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক বধূকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে গড়বেতা থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবক বছর শুক্রবার রাতে চল্লিশের এক বধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাতেই ওই বধূ পুলিশে অভিযোগ দায়ের করেন। শনিবার দুপুরে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ, রবিবার ধৃতদের মেদিনীপুর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে খবর। |
|
|
|
|
|