টুকরো খবর
সুব্রতকে দলে রাখছেন না এলকো
চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে কার্লোস হার্নান্ডেজকে দলের বাইরে রেখেছিলেন প্রয়াগ কোচ এলকো সাটোরি। আজ রবিবার মুম্বই এফ সি’র বিরুদ্ধে গোলকিপার সুব্রত পালকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজাচ্ছেন তিনি। কারণ সেই খারাপ পারফরম্যান্স। তারকা ফুটবলারদের দলের বাইরে রেখে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছেন কোনও দলের কোচ, এ রকম ঘটনা ভারতীয় ফুটবলে অত্যন্ত বিরল। বিদেশের ফুটবলে অবশ্য এটাই রেওয়াজ। পারফরম্যান্স না থাকার কারণে যেমন বেকহ্যামকে বাইরে রেখেই বহু বার নিজের দল সাজিয়েছিলেন ফার্গুসন। তেভেজকে বাদ দিতে দ্বিতীয় বার ভাবেন না মানচিনি। প্রয়াগের ডাচ কোচও সেই সাহসটাই দেখাচ্ছেন। এলকোর সাফ যুক্তি। পারফরম্যান্স করলে দলে সুযোগ পাবে। নয়তো দল থেকে ছিটকে যেতে হবে। মুম্বই এফ সি ম্যাচে সুব্রত পালের জায়গায় দলে ঢুকছেন ঈশান দেবনাথ। এলকো বলে দিলেন, “গোলকিপার পরিবর্তন করা খুব কঠিন সিদ্ধান্ত। তবে দলের স্বার্থে কিছু সিদ্ধান্ত নিতেই হয়।” এ দিকে কোচের সঙ্গে সমস্যা মিটিয়ে রবিবার দলে ফিরছেন কার্লোস হার্নান্ডেজ। শনিবার অনুশীলনের পর বললেন, “একজন ফুটবলারের কাছে মাঠে ফেরাটাই আসল। চেষ্টা করব গোল করার।” র্যান্টি মার্টিন্সও বললেন, “কার্লোস দলে ফেরায় সুবিধাই হবে।” রবিবারের ম্যাচটাকে র্যান্টি-ইয়াকুবু ডুয়েলও বলা চলে। তবে মুম্বই এফ সির বিরুদ্ধে নামার আগে যখন প্রয়াগের র্যান্টি টানা তিনটি ম্যাচে গোল না পাওয়ায় চিন্তিত, তখন মুম্বই এফ সির ইয়াকুবু আত্মবিশ্বাসী। বললেন, “বিপক্ষে র্যান্টি, কার্লোস যেই থাকুক না কেন, আমরা ভাবছি না। মোহনবাগানের মতো দলকে আটকাতে পারলে প্রয়াগকেও আটকাতে পারব।”

ইংল্যান্ডকে হারিয়ে শুরু ভারতের অভিযান
ইংল্যান্ডের নেটে বল ঢোকাচ্ছেন গুরবিন্দর। ছবি: এএফপি
ক্রিকেটে ইংল্যান্ডের হাতে মুম্বইয়ে ভারত-বধ হয়েছে। কিন্তু মেলবোর্নে উল্টোটাই করে দেখাল সর্দার সিংহের ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ইংল্যান্ডকে হারিয়ে। ছ’বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলতে নেমে প্রথম ম্যাচেই চমকে দিলেন সর্দার সিংহরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলে জিতে। অলিম্পিকে শোচনীয় ব্যর্থতার পর প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন মাইকেল নবস এবং তাঁর দল। অলিম্পিকের দল থেকে বেশ কয়েকটা রদ বদলও হয়েছিল এই দলটায়। এবং দেখা গেল, তাতে ফল দিয়েছে। অলিম্পিকের অন্ধকার কাটিয়ে সোনালি ভোরের সন্ধান দিচ্ছে এ বারের দলটা। ভারতের হয়ে এ দিন দু’টি গোল করেন দানিশ মুজতাবা ও যুবরাজ বাল্মীকি। পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করেন গুরবিন্দর সিংহ। ইংল্যান্ডের হয়ে একমাত্র গোল করেন রিচার্ড স্মিথ। ম্যাচের পর নবস বলেছেন, “আশা করি রিও অলিম্পিকের দিকে তাকিয়ে গড়া এই দলটা আরও ভাল করবে।’’ অধিনায়ক সর্দার বলেছেন, ‘‘তরুণদের কাছে এই টুর্নামেন্ট একটা বড় মঞ্চ। এখানে সফল হওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী’। পুল ‘এ’-র দ্বিতীয় ম্যাচে ভারত আগামিকাল মুখোমুখি নিউজিল্যান্ডের।

ফ্লিনটফের চমক
বক্সার ফ্রেডি। ছবি: এএফপি
ভারতকে হারিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শার্ট খুলে দৌড়চ্ছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। সেই ছবি হয়তো অনেকেরই মনে আছে। আবার খালি গায়ে দেখা গেল সেই ফ্লিনটফকে। এ বার বক্সিং রিংয়ে। প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেই চিরপরিচিত গর্জন শোনা গেল ফ্রেডির মুখে। ম্যাঞ্চেস্টার বক্সিং এরিনায় পেশাদার বক্সিংয়ের প্রথম লড়াইয়েই মার্কিন যুক্তরাস্ট্রের রিচার্ড ডসনকে হারিয়ে দিলেন প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার। ৩৯-৩৮ পয়েন্টে। ‘‘এ বার একটা সুন্দর ক্রিসমাস কাটাতে চাই। তারপর পরের লক্ষ স্থির করব,’’ বলেছেন ফ্লিনটফ।

চাপে অস্ট্রেলিয়া
ক্রিকেটকে বিদায় জানানোর আগে আর একটা মাত্র ইনিংস খেলার সুযোগ পাবেন রিকি পন্টিং। তবে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়কের বিদায় টেস্ট কতটা স্মরণীয় হয়ে থাকবে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ২৩০-২। আমলা ব্যাট করছেন ৯৯ রানে, কালিস ১৭ রানে। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ১৬৩ রানে। পন্টিং করেন ৪। ডেল স্টেইনের (৪-৪০) আগুনে পেসের সামনে রান পেয়েছেন শুধু ম্যাথু ওয়েড (৬৮)।

চেলসির হার
বিরতিতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে ১-৩ গোলে হারতে হল চেলসিকে। রাফায়েল বেনিতেজ দায়িত্ব নেওয়ার পর এখনও জিততে পারেনি চেলসি। হুয়ান মাতার গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু কার্লটন কোল সমতা ফেরান। বাকি দু’গোল দিয়াম ও মাইগার। ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই চেলসি।

জয়ী পৈলান
শনিবার ওএনজিসি’কে ৪-১ গোলে হারাল পৈলান অ্যারোজ। পৈলানের হয়ে চারটি গোল দীপক, হলিচরণ, মিলন সিং, অলউইন জর্জের। আর্থার পাপাসের ছেলেরা ২-১ গোলে এগিয়ে থাকার সময় হলিচরণকে ফাউল করে লাল কার্ড দেখেন প্রসেনজিৎ ঘোষ। এ দিকে ব্রাজিল ম্যাচের জন্য ৮ ডিসেম্বরের পৈলান-চার্চিল ম্যাচটিকে এগিয়ে আনা হল। ম্যাচটি হবে ৭ ডিসেম্বর।

রবিবার আই লিগে
• মোহনবাগান:পুণে এফ সি (পুণে, ৭.০০)
• প্রয়াগ:মুম্বই এফ সি (যুবভারতী, ২.০০)
• ইউনাইটেড সিকিম:চার্চিল ব্রাদার্স (গ্যাংটক)
• স্পোর্টিং ক্লুব:এয়ার ইন্ডিয়া (মারগাও)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.